পোস্টগুলি

নভেম্বর ২৯, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজধানীতে বাস চাপায় আবারো শিক্ষার্থী নিহত,উত্তেজিত জনতার বাসে অগ্নিসংযোগ

ছবি
 মহানগর প্রতিনিধি :- রাজধানীর রামপুরায় বাস চাপায় আবারো শিক্ষার্থী নিহত,উত্তেজিত জনতার বাসে অগ্নিসংযোগ   রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী মারা গেছে। এ মৃত্যুকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছে উত্তেজিত জনতা। তারা কয়েকটি বাসে আগুন দিয়েছে।   সোমবার রাত সাড়ে দশটার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে। স্থানীয়রা জানিয়েছে, গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ওই শিক্ষার্থী মারা যান। এর পরপরই জনতা বাস আটকে ভাংচুর ও অগ্নিসংযোগ শুরু করে। নিহত শিক্ষার্থীর নাম মাঈনুদ্দীন। সে স্থানীয় একরামুন্নেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। জানা গেছে, অন্তত নয়টি বাসে আগুন দেওয়া হয়েছে।

কুমিল্লার কাউন্সিলর সোহেল হত্যা মামলা দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত

ছবি
  কুমিল্লা প্রতিনিধি :- কাউন্সিলর সোহেল হত্যা মামলা দুই আসামি বন্দুকযুদ্ধে নিহত  কুমিল্লায় প্রকাশ্যে গুলি করে কাউন্সিলর সোহেল ও ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাব্বির হোসেন ও সাজন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় নগরীর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সাথে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ সাব্বির হোসেন ও সাজনকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাইপ গান, পিস্তলের অব্যবহৃত গুলি ও কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে তারা। ২২ নভেম্বর বিকেলে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় সোহেলসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পোশাক শ্রমিক স্বামী কে ঘুমন্ত অবস্থায় গরম তেলে ঝলসে দেওয়ায় স্ত্রী গ্রেফতার

ছবি
 মোঃ সোহাগ,(সাভার) ঢাকার সাভারে দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীকে গরম তেলে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এঘটনায় অভিযুক্ত স্ত্রী ফরিদা বেগমকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীকে স্বামীকে উদ্ধার করে গাজীপুরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ রবিবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েত পুরের নতুনপাড়া এলাকা থেকে পুলিশ অভিযুক্ত গৃহবধূকে আটক করে। গত শুক্রবার হেমায়েতপুরের নতুনপাড়া এলাকার মুক্তার আলীর ভাড়া বাড়িতে স্বামীকে গরম তেলে ঝলসে দেন স্ত্রী ফরিদা বেগম। জানা গেছে, ভুক্তভোগী স্বামী আমিনুর ইসলাম (৩০) ঠাকুরগাঁও জেলার বালিয়া ডাঙ্গা থানার বারসা গ্রামের হাকিম উদ্দিনের ছেলে এবং অভিযুক্ত স্ত্রী ফরিদা বেগম রাজবাড়ী জেলার পাংশা থান্র হরিনাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা উভয়ই স্থানীয় আলাদা দু’টি পোশাক কারখানার শ্রমিক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হেমায়েতপুর ট্যানির পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুজন শিকদার বলেন, দাম্পত্য কলহের জের ধরে ওই দিন দুপুরে স্ত্রী ফরিদা তার স্বামীর শরীর ও মুখ গরম তেলে ঝলসে দেন। এতে গুরুতর দগ্ধ হলে স্ত্রী ফরিদা তাকে কো

নীলফামারীতে মুজিববর্ষ উপলক্ষে দাবালীগ খেলা শুরু হতে যাচ্ছে

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দাবা লিগ শুরু হয়েছে। এই খেলায় জেলার আটটি ক্লাব অংশগ্রহণ করেন। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে দাবা লিগের ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন নীলফামারী-২ সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।  উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।  দাবা উপ-কমিটির আহবায়ক আসলাম হায়াতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন, ‘জেলার আটটি ক্লাবের ৩২ জন খেলোয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। আগামী ২৩ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।’  অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো ডিমলা স্পোর্টস একাডেমি, এসসিসি সৈয়দপুর, অরুন উদয় ক্লাব নীলফামারী, ধীরাজ মিজান স্মৃতি পাঠাগার

মিরপুর থেকে বিপুল পরিমান জাল নোট সহ ০৪ জন কে আটক করছে র‍্যাব -৪

ছবি
 মিরপুর (ঢাক):-ঢাকা মহানগরীর মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ এলাকা হতে বিপুল পরিমানের জাল নোট সহ ০৪ জন গ্রেফতার সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। এরই পাশাপাশি একদল জাল টাকার ব্যবসায়ী প্রচুর পরিমানে জাল নোট প্রস্তুত করে ব্যবসা করার মাধ্যমে সাধারণ জনগনকে প্রতারিত করে আসছে। ধর্ষণ, জঙ্গিবাদ, মাদকসহ অন্যান্য সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৮/১১/২০২১ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় ডিএমপি ঢাকার মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮,৫৩,০০০/- মূল্য মানের জাল নোট  ও নগদ ৭০,৮৯০/- টাকা সহ  নিন্মোক্ত ০৪ জন আসামীকে গ্রেফতার করতে সমর্থ হয়ঃ ক। মোঃ আল আমিন হোসেন (২৫), জেলা- পটুয়াখালী খ। মোঃ বাদশা (৪০), জেলা- পটুয়াখালী গ।  মোঃ বাদশা মিয়া (৪৫)

সাভারের আশুলিয়া থেকে ০১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব -৪

ছবি
 মোঃ সোহাগ( সাভার) ১৪/০৪/২০২১ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বসুন্ধরা আবাসিক নতুনবাজার এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে মেয়েটির পিতা গত ১৬/১১/২০২১ তারিখে র‍্যাব-৪ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-৪ এর একটি গোয়েন্দা দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায় যে, আসামী আশুলিয়া থানাধীন এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ একটি আভিযানিক দল অদ্য ২৯ নভেম্বর ২০২১ তারিখ ০৯.৩০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে অভিযান পরিচালনা করে নিন্মোক্ত ০১ জন ধর্ষক’কে গ্রেফতার করে।  আশরাফুল ইসলাম আরিফ (২২), জেলা- জামালপুর।  ভিকটিমের পিতার অভিযোগ এবং স্থানীয় তদন্ত জানা যায়, ভিকটিম আশুলিয়ার স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণীতে অধ্যয়ণরত। ভিকটিম এর সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে ধৃত আসামী আশরাফুল ইসলাম আরিফ (২৬) এর সাথে পরিচয়ের সূত্র ধরে এক পর্যায়ে প্রেমের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ধৃত আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কাজী অফিসে নেয়ার কথা বলে গত ১৪/০৪

রাজধানীর তুরাগ থেকে গাড়ী চোর চক্রের দুইজনকে আটক করছে র‍্যাব ৪

ছবি
 তুরাগ প্রতিনিধি:-রাজধানী ঢাকার তুরাগ থানাধীন এলাকা হতে সংঘবদ্ধ গাড়ি চোরাকারবারী চক্রের ০২ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ চোরাইকৃত ০১ টি পিকআপ উদ্ধার। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা মহানগরীর একটি গাড়ি চোর চক্র দীর্ঘদিন যাবৎ গাড়ি চুরি করে গাড়ীর মালিকদের নিকট হতে মোটা অংকের টাকা দাবী করতঃ অন্যথায় গাড়ীর প্রয়োজনীয় যন্ত্রাংশ অবৈধভাবে খুচরা মূল্য বিক্রয় করে দিত। এরই প্রেক্ষিতে ইং ২৮/১১/২০২১ তারিখ ভিকটিম র‌্যাব-৪ বরাবর তার গাড়ী চুরি যাওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের করলে র‌্যাব-৪ উক্ত অভিযোগটি আমলে নিয়ে ছায়াতদন্ত করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইং ২৮/১১/২০২১ 

মির্জাগঞ্জে ৬টি ইউনিয়ন নির্বাচনে নৌকা ৪, বিদ্রোহী ১, স্বতন্ত্র ১ বিজয়ী

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মির্জাগঞ্জের ৬টি ইউনিয়ন পরিচষদে নির্বাচন সম্পন্ন হয়েছে এর মধ্য আ’লীগ মনোনীত চেয়ারম্যান পদে নৌকা প্রর্তিকে বিজয়ী হয়েছেন চার জন আ’লীগের বিদ্রোহী একজন স্বতন্ত্র একজন। নির্বাচিতরা হলেন-মাধবখালী ইউনিয়নের কাজী মিজানুর রহমান (নৌকা-৪৫৯৫), মির্জাগঞ্জ ইউনিয়নের আবুল বশার নাশির (আনারস-৬৯৩০), আমড়াগাছিয়া ইউনিয়নের সুলতান আহমেদ (নৌকা-৫৮৫৭), দেউলি সুবিদখালী ইউনিয়নের মোহাম্মদ আনোয়ার হোসেন খান (নৌকা-৮৩৪১), মোঃ শহিদুল্লাহ (সানু) (আনারস-৫৩২১ রবিবার (২৮ নভেম্বর) রাতে মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন বেসরকারী ভাবে এ ফলা ফল ঘোষনা করেন। এছাড়া কাকড়াবুনিয়া ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী মাহাবুব আলম স্বপন বিনা প্রতিদ্বন্ধীতায় জয় লাভ করে।

গল্পঃতাঁর অবহেলাও কেন ভালোবাসা হয়ে যায়

ছবি
নাজমুজ সাকিব তুফানঃ- পৃথিবীতে 'প্রিয়' বলতে একটি শব্দ রয়েছে। মাত্র দুটি অক্ষর দিয়ে গঠিত শব্দটি।কিন্তু শব্দটি খুব ছোট্ট হলেও এর অর্থের একটি বিস্ময়কর ব্যাপকতা রয়েছে বটে। প্রতিটি মানুষের একটি আত্মা রয়েছে। কোনো আত্মা অমরত্বের অধিকারী নয়।আত্মা মরণশীল। কিন্তু, মরণশীল হলেও ক্ষণিকের এই পৃথিবীতে জীবীকা নির্বাহ করতে হয় সকলকেই। আর অবশ্যই জীবন বয়ে চলে প্রেমের এক মহাসাগরীয় সীমানার ওপর দিয়ে ভাসমান অবস্থার মধ্য দিয়ে। প্রতিটি মানুষের ভিতরে একটি হৃদয় বা অন্তর রয়েছে। এটিকে মন ও বলা হয়।আর একটি মন অবশ্যই কখনো একা টিকে থাকতে পারে না। একটি মনের টিকে থাকার জন্য প্রয়োজন অপর একটি মনের সাথে ভাবের আদান-প্রদান।ভাব বিনিময় করার মধ্যে একটা অনুভূতি কাজ করে। অতএব, বোঝা যাচ্ছে প্রত্যেকটি মন বা আত্মা বা হৃদয় বা অন্তর অথবা মানুষ পরস্পর নির্ভরশীল।কোনো আত্মাই একাকিত্বের মধ্য দিয়ে বাঁচতে পারে না। এটা সৃষ্টিগত দিক থেকে অথবা প্রাকৃতিক দিক থেকেই একটি স্বাভাবিক আচার বা রীতি।  যাইহোক বন্ধুগণ,এখন আমি এখন আজকের মূল আলোচনার দিকে ধাবিত হবো।আর বিষয়টি হচ্ছে শিরোনামে বলা হয়েছে, "তাঁর অবহেলাও কেন ভালোবাসা হয়ে যায়"। আসলে