পোস্টগুলি

অক্টোবর ৭, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্যান্সারে আক্রান্ত প্রেমিকা দুজনের আত্মহত্যা

ছবি
 গাজিপুর প্রতিনিধি :-ক্যান্সারে আক্রান্ত ছিলো প্রেমিকা ইভানা রোজারিও (২২)। তাই হয়তো প্রেমিক হৃদয় গমেজের (২৫) আগেই পৃথিবী থেকে চলে যেতে হতো প্রেমিকা ইভানার। এমন ধারণা থেকেই একসঙ্গে জীবন দিয়ে প্রেমের ইতি টানলো দু’জন। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে পারিবারিক ভাবে দু’জনের শেষকৃত্য শেষ সমাহিত করা হয়েছে। এর আগে বুধবার (৬ অক্টোবর) ইভানাকে গলা কেটে হত্যার পর হৃদয় নিজের পেটে ছুরিকাঘাত করে ঘটনাস্থলেই আত্মহত্যা করে। পরে রাতেই দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় গমেজ কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে এবং ইভানা রোজারিও বান্দাখোলা এলাকার স্বপন রোজারিও মেয়ে। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। হৃদয় ব্যাক এনজিও’তে চাকুরি করত এবং ইভানা নার্সিং-এর শিক্ষার্থী ছিলো। বক্তারপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য কাওসার আলম ও স্থানীরা ঘটনাস্থলের পারিপার্শ্বিক অবস্থা দেখে জানায়, বুধবার সকালে হৃদয় গমেজের মা ও চাচা জমি দলিল করতে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকার কারণে বাড়ি ফাঁকা ছিলো। পরে হৃদয় তার প্রেম

বান্দরবান পার্বত্য জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত

ছবি
সেলিম বান্দরবান সংবাদদাতাঃ আজ (৮ অক্টোবর)  রাত ১২টা ২৭ মিনিটের দিকে কেঁপে উঠেছিল বৃহত্তর চট্টগ্রামের বান্দরবান পার্বত্য জেলা  সহ কিছু এলাকা । তবে এখনো পর্যন্ত  ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

বরগুনার বামনায় কারেন্ট জাল জব্দ

ছবি
 বরগুনার বামনায় কারেন্ট জাল জব্দ   মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনায় আজ (৭অক্টোবর) বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী, এস আই মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে বিষখালী নদী পূর্ব সফিপুর এলাকার নদীর পাড়ে অভিযান চালিয়ে ৪টি কারেন্ট জাল প্রায় ৩ হাজার মিটার জব্দ করা হয়।  জব্দকৃত জালের মূল্য ৬০০০০ টাকা এ অভিযানে মৎস্য কর্মকর্তার সফর সঙ্গী ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বামনা উপজেলা শাখার কমিটি সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মান্না, বামনা থানা পুলিশ সদস্য ও মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।

ঝিনাইগাতিতে চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা

ছবি
 ঝিনাইগাতিতে চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা শেরপুর জেলা প্রতিনিধি আল আমীন  শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় চলতি আমন মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কৃষকদের মুখে হাসি ফুটিয়ে তুলতে কৃষকের রোপণকৃত আবাদি ফসল পরিদর্শনে বিভাগীয় কার্যক্রমের মনিটরিং নিয়মিত শুরু করছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির। ৭ অক্টোবর বৃহস্পতিবার তিনি সারাদিন ব্যাপী উপজেলার ধানশাইল ও কাংশা ইউনিয়নে কৃষকদের রোপণকৃত রোপা আমনের কৃষি ফসলী মাঠ পরিদর্শন করে ফলন ভাল করে তুলতে কৃষকদের নানান দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির জানান, এ বছরে ঝিনাইগাতী উপজেলায় রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৫০ হেক্টর এবং রোপা আমন অর্জনে ১৫ হাজার ৪শ হেক্টর।ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৫,ব্রি ধান ১৭,ব্রি ধান ৮৭ জাত এর মধ্যে রোপা আমনের বীজ উৎপাদন প্রদর্শনী প্লট রয়েছে ৭টি। রাজস্ব খাতের জন্যও উপজেলায় মোট ৩০টি প্রদর্শনী রয়েছে। এসব প্রদর্শনী থেকে বীজ সংরক্ষণ করা হবে। এসময় ধানশাইল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার শামিম এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

নালিতাবাড়ীতে ভ্রমণকন্যাদের আগমনের ফলে ২টা স্কুলে ওয়ার্কশপ

ছবি
শেরপুর জেলা প্রতিনিধি আল আমীন  ট্রাভেলেটস অফ বাংলাদেশ" ভ্রমণকন্যা শুরু হয় ২০১৬ সালে, ২৭ নভেম্বর  এই সংগঠন এর মূল উপদেষ্টা ডা.দিপু মনি শিক্ষামন্ত্রী। প্রতিষ্ঠা করেন ডা.সাকিয়া হক এবং ডা.মানসী সাহা।  এই সংগঠনটি নারীদের ভ্রমণ গ্রুপ হিসেবে শুরু হয় যার এখন ৬০ হাজার সদস্য।  এরপর নারীদের সচেতনতামূলক প্রোগ্রাম,নারীর চোখে বাংলাদেশ শুরু হয় ২০১৭ সালে । ৪ জন ভ্রমণকন্যা ২ টা স্কুটি নিয়ে ৬৪ জেলায় ছুটে বেড়ান এবং সেই জেলাটি ঘোরার পাশাপাশি,প্রতি জেলায় অন্তত একটি স্কুলে কথা বলেন। *বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ  *খাদ্য, পুষ্টি, পরিবেশ  *বয়সন্ধিকালীন সমস্যা এবং  *আত্নরক্ষা নিয়ে।   প্রায় ২৩০০০ হাজার মেয়েকে সচেতন করে এই কার্যক্রম শেষ হয় প্রায় দুই বছর পর।     এরপর সকলের অনুরোধে নারীর চোখে বাংলাদেশ বর্ধিত কার্যক্রম নামে আমরা পুনরায় শুরু করি। কিন্ত করোনার কারণে দুই মাস করেই আবার প্রজেক্ট বন্ধ করতে হয়।   এরপর এবার, ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য দূর করতে এবং সকলে সচেতন করতে ভ্রমণকন্যারা ৫ বছরের পরিকল্পনা শুরু করে, "Gender Equity and Empowerment Programme " নামে। তাদের টার্গেট প্রতিমাসে প্রতি বিভাগে অন্তত দ

আন্দুলবাড়ীয়া নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত ।

ছবি
 আন্দুলবাড়ীয়া নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত । চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে আজ রাত ৭ টায় আন্দুলবাড়ীয়া বাজারের সরকার প্লাজায় বুয়েট ছাত্র আবরার ফাহাদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ এর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করে মোনাজাত করেন হাফেজ হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নির্ভীক ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীয় সদস্য, মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল,ফজলুর রহমান খান, তাহের খান তালাত ও অন্যন্য সকলে।   আরও উপস্থিত ছিলেন নির্ভীক ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক নাসিম হোসেন, সদস্য সাজ্জাদ হোসেন,মোঃ সাকিব,রাকিব হাসান লিখন, রাকিবুল ইসলাম,নয়ন মিয়া সহ আরও অনেকেই। পুরো দোয়া অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন নির্ভীক ফাউন্ডেশনের আহবায়ক মোঃনাঈমুর রহমান খান।

সৈয়দপুুর উপজেলায় বাংলাদেশ বিমান এয়ারলাইনস এর শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালের মননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন

ছবি
 সৈয়দপুুর উপজেলায় বাংলাদেশ বিমান এয়ারলাইনস এর শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালের মননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন মোঃআবেদীন হক নীলফামারী জেলা প্রতিনিধি ঃ আজ বৃহস্পতিবার  ৭/১০/২১ইং সৈয়দপুর টু কক্সবাজার সরাসরি ফ্লাইড (বাংলাদেশ বিমান এয়ারলাইন্স) এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনি অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন, রেলপথ মন্ত্রণালের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম সুজন। উদ্বোধনি অনুস্ঠানের    সভাপতিত্ব করেন, বেসরকারি বিমান ও পর্যটক মন্ত্রণালের মাননীয় প্রতিমন্ত্রী মাহবুব আলী। আর ও উপস্থিত ছিলেন, নীলফামারী _২ আসনের সংসদ সদস্য মাননীয়  জনাব মোঃ আসাদুজ্জামান নুর। উপস্থিত ছিলেন, নীলফামারী -৪ আসনের মাননীয় সংসদ সদস্য     জনাব, আহসান আহেদুল রহমান। আর ও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য   রাবেয়া আলিম। উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিমান পরিচালকের  পরিষদের চেয়ারম্যান।উপস্থিত ছিলেন, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব।   উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার।উপস্থিত ছিলেন  নীলফামারী জেলা প্রশাসক মহোদয়, মোঃ হাফিজুর রহমান , ও পুলিশ সুপার। উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলার, উপজেলা চেয়ারম্যান জনাব মকছেদুল মোমি