পোস্টগুলি

জুলাই ২৬, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আশুলিয়ায় ইয়ারপুর ইউপি চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকার প্রানকেন্দ্র সাভার উপজেলার আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ ভূইয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদ। ২৭ জুলাই মঙ্গলবার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মিলনায়তনে এই দোয়া মাহফিল আয়োজিত হয়। এসময় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  এর রোগমুক্তি কামনায় দোয়া এবং আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর সাংবাদিকদের অসুস্থ মা-বাবার জন্য দোয়া করা হয়..।  উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম জয়,সঞ্চালনা করেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ছাফর আলী। এসময়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগ এর সভাপতি জনাব ফারুক হাসান তুহিন  তুহিন, প্রধান আলোচক আশুলিয়া থানা যুবলীগ এর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও আওয়ামিলীগের আহ্বায়ক সদস্য সুমন আহমেদ ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন, দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু  সাভার উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক, হাজী জমত আলী দেওয়ান সাভার উপজেলা আওয়ামীলীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আশুলি

আশুলিয়ায় ব্লেড দিয়ে গলা কেটে তিন বছরের শিশুকে হত্যা

ছবি
মোঃমোশারফ হোসেন(আশুলিয়া প্রতিনিধি) সাভারের আশুলিয়ায় ব্লেড দিয়ে গলা কেটে ইভা (৩) নামের এক শিশুকে হত্যা করে টয়লেটের ভিতরে ফেলে রেখে পালিয়েছে হত্যাকারী। এ ঘটনায় ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।  মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার ঘোষবাগের কুন্ডলবাগ এলাকার হেলালের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছ। নিহত ইভা লক্ষিপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামের শাহিন মিয়ার ছেলে। তার বাবা ও মা দুই জনই পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে। পুলিশ জানায়, নিহতের বাবা মা দুই জনই পোশাক শ্রমিক। প্রতিদিন সকালে তারা কাজে গেলে ইভার ভাই সাকিবসহ (৭) আরও কয়েকজন শিশুর সাথে খেলা ধুলা করতো। আজ তারা বাবা মা দুপুরের খাবজর খেয়ে কারখানায় যায়। এসময় মিম নামের এক শিশু তাকে খেলার জন্য ডেকে নিয়ে যায়। এর বেশ কিছুক্ষণ পরে মিমসহ আরও দুই শিশু ভাই সাকিবকে গিয়ে ইভার মৃত্যুর খবর দেয়। পরে তারা বাড়ির টয়লেটে গিয়ে ইভার মরদেহ দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পিবিআইকে খবর দেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঘটনাস্থলে পৌছে মৃত্য