গল্পঃতাঁর অবহেলাও কেন ভালোবাসা হয়ে যায়




নাজমুজ সাকিব তুফানঃ-

পৃথিবীতে 'প্রিয়' বলতে একটি শব্দ রয়েছে। মাত্র দুটি অক্ষর দিয়ে গঠিত শব্দটি।কিন্তু শব্দটি খুব ছোট্ট হলেও এর অর্থের একটি বিস্ময়কর ব্যাপকতা রয়েছে বটে। প্রতিটি মানুষের একটি আত্মা রয়েছে। কোনো আত্মা অমরত্বের অধিকারী নয়।আত্মা মরণশীল। কিন্তু, মরণশীল হলেও ক্ষণিকের এই পৃথিবীতে জীবীকা নির্বাহ করতে হয় সকলকেই। আর অবশ্যই জীবন বয়ে চলে প্রেমের এক মহাসাগরীয় সীমানার ওপর দিয়ে ভাসমান অবস্থার মধ্য দিয়ে। প্রতিটি মানুষের ভিতরে একটি হৃদয় বা অন্তর রয়েছে। এটিকে মন ও বলা হয়।আর একটি মন অবশ্যই কখনো একা টিকে থাকতে পারে না। একটি মনের টিকে থাকার জন্য প্রয়োজন অপর একটি মনের সাথে ভাবের আদান-প্রদান।ভাব বিনিময় করার মধ্যে একটা অনুভূতি কাজ করে। অতএব, বোঝা যাচ্ছে প্রত্যেকটি মন বা আত্মা বা হৃদয় বা অন্তর অথবা মানুষ পরস্পর নির্ভরশীল।কোনো আত্মাই একাকিত্বের মধ্য দিয়ে বাঁচতে পারে না। এটা সৃষ্টিগত দিক থেকে অথবা প্রাকৃতিক দিক থেকেই একটি স্বাভাবিক আচার বা রীতি। 


যাইহোক বন্ধুগণ,এখন আমি এখন আজকের মূল আলোচনার দিকে ধাবিত হবো।আর বিষয়টি হচ্ছে শিরোনামে বলা হয়েছে, "তাঁর অবহেলাও কেন ভালোবাসা হয়ে যায়"। আসলে প্রত্যেকটি মানুষের জীবনেই অন্তত একবার হলেও ভালোবাসা আসে। কেউ তাঁর কাঙ্খিত ব্যাক্তির কাছে তাঁর বার্তা পৌঁছাতে সক্ষম হয়।অতঃপর সেই মানুষটি তাঁর প্রস্তাবিত বিষয়টি গ্রহণ করে নয়তো প্রত্যাখান করে। গ্রহণ করে থাকলে উভয়ের মধ্যে একটি আন্তরিক পবিত্র বন্ধনের সূচনা হয়।আর প্রস্তাব প্রত্যাখান করলে তো সেখানেই বিষয়টির পরিসমাপ্তি ঘটে। মাঝেমধ্যে এমনও হয় যে,কেউ যখন কোনো ব্যাক্তির প্রতি আকর্ষিত কিন্তু এ সত্ত্বেও তিনি তাঁর কাঙ্খিত ব্যাক্তির কাছে তাঁর বার্তা পৌঁছাতে পারেন না।তখন সেটি সারাজীবনই ভালোলাগা হয়ে বেঁচে থাকে প্রতিটি ব্যাক্তির আত্মার অন্তরালে। 

এজন্যই তো সাধকগণ বলেছেন যে,ভালোলাগা আর ভালোবাসা এক নয়।আশাকরি, এই দুইয়ের মধ্যে তুলনামূলক পার্থক্যটা আমি তুলে ধরতে পেরেছি। কিন্তু,আলোচ্য বিষয়ের কথা ভুলে গেলে চলবে না বন্ধুগণ।একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে আত্মিকবাদী শর্তে আকৃষ্ট হয় তখন সেই মানুষটি নিজের জীবনের চেয়েও অধিকতর ভালোবাসেন তাঁর প্রিয় মানুষটিকে। ভালোবাসার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে আর সেই বিষয়টি হচ্ছে, আসমানসম বিশ্বাসের সীমাহীন পরিধি। এই বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার মূল স্তম্ভ। যদি কখনো দুজনার মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে সামান্যতম ত্রুটি-বিচ্যুতি ঘটে তাহলে এই বিশ্বাসের ঘাটতি যত নিকটতম হবে দুটি মানুষ উভয়ই ভালোবাসার সম্পর্ক থেকে ঠিক ততটাই এক অজানা দূরত্বে হারিয়ে যাবে। এই হারানোর পিছনেও একটা বিষয় কাজ করে। আর সেই বিষয়টি হচ্ছে, দুটি মানুষের মধ্যে কেউ একজন ছলনার বশবর্তী হয়ে কিংবা পরিস্থিতিগত দিক থেকে যদিও দূরে চলে যায় তবুও যে মন থেকে তাঁর প্রিয়জনকে ভালোবেসেছিলো সে কখনোই তাঁর কাঙ্খিত ব্যাক্তিকে হারাতে চায় না।অপরদিকে, যে মিথ্যার বশবর্তী হয়ে ভালোবাসার নামে ছলনা করে অথবা পরিস্থিতিগত কারণে নিজে থেকে দূরে চলে যেতে চায় সে শতচেষ্টা করলেও আর ফিরে আসতে চায় না।

তবে, পরিস্থিতিগত কারণে যদি কেউ আলাদা হতে চায় বা দূরে সরে যেতে চায় একটা দীর্ঘ সময় ধরে তাঁর জন্য অপেক্ষা করলে হয়তো শেষপর্যন্ত একটি ভাগশেষ পাওয়া যেতে পারে।কারণ, যাঁরা পরিস্থিতিগত কারণে দূরে সরে যেতে চায় তাঁরা নিজের বাধ্য হয়েই এ কাজটি করে থাকে। সুতরাং, ঐ মানুষটি একপর্যায়ে তাঁর ভুল ভাঙিয়ে ফিরতেও পারে আপনার প্রতি।যদি সত্যিকার অর্থে সে আপনাকে ভালোবেসে থাকে। 

 আমি এখানে একটি কথাই বলবো যে,"যেতে দিন তাঁকে, যে চলে যেতে চায় ফেরার আকুতিকে উপেক্ষা করে। তাঁকে দেহপিঞ্জরের অন্তভাগে পুষে রাখা মানেই তো নিজেকে তিলে তিলে নিঃশেষ করে ফেলা।"তবুও যে বেহায়া এই অবুঝ মনটা। ভালোবাসার, ভালোলাগার,আবেগের, ভাবের,অনুরাগের, অনুভূতির, বাস্তবতা ও কল্পনায় মিশ্রিত মানুষটিকে কখনোই মুছে ফেলা যায় না জীবনের আয়না থেকে। কারণ, তাঁর সাথে যদিও রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু আত্মার সম্পর্ক তো রয়েছে অবশ্যই। আর আত্মার সম্পর্ক একটি বিশাল বন্ধনে আবদ্ধ সম্পর্ক।তাই প্রিয় মানুষটি যতই নিদয়া,নিষ্ঠুর,পাষাণ ও কর্কট হৃদয়ের মানুষ হোক না কেন এবং তাঁর দেয়া প্রতিটি কষ্ট যতই নির্মমতার পরিচায়ক হোক না কেন তবুও প্রকৃত প্রেমিকের কাছে সেটি অত্যান্ত মধুর বিষয় হিসেবে বিবেচিত হয়। আর এটাই প্রকৃত প্রেমের উৎকৃষ্ট একটি উদাহরণ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০