সাভারের আশুলিয়া থেকে ০১ জন ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব -৪

 মোঃ সোহাগ( সাভার) ১৪/০৪/২০২১ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বসুন্ধরা আবাসিক নতুনবাজার এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে মেয়েটির পিতা গত ১৬/১১/২০২১ তারিখে র‍্যাব-৪ এর কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব-৪ এর একটি গোয়েন্দা দল আসামীকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায় যে, আসামী আশুলিয়া থানাধীন এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ একটি আভিযানিক দল অদ্য ২৯ নভেম্বর ২০২১ তারিখ ০৯.৩০ ঘটিকার সময় আশুলিয়া থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে অভিযান পরিচালনা করে নিন্মোক্ত ০১ জন ধর্ষক’কে গ্রেফতার করে।  আশরাফুল ইসলাম আরিফ (২২), জেলা- জামালপুর। 


ভিকটিমের পিতার অভিযোগ এবং স্থানীয় তদন্ত জানা যায়, ভিকটিম আশুলিয়ার স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণীতে অধ্যয়ণরত। ভিকটিম এর সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে ধৃত আসামী আশরাফুল ইসলাম আরিফ (২৬) এর সাথে পরিচয়ের সূত্র ধরে এক পর্যায়ে প্রেমের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে ধৃত আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে কাজী অফিসে নেয়ার কথা বলে গত ১৪/০৪/২০২১ তারিখে আশুলিয়া থানাধীন বাইপাইল বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিয়ে না করে ভিকটিমকে বাসায় পাঠিয়ে দেয়। পরবর্তীতে বিভিন্ন ভয় দেখিয়ে উক্ত ঘটনাস্থলে নিয়ে আরও তিনবার ভিকটিমকে ধর্ষণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র‍্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24