পোস্টগুলি

ডিসেম্বর ১৯, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ছবি
  গাজিপুর থেকে, শফিউল আলম:- ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা গ্রামের স্থানীয় মোয়াজ্জেমের বাড়িতে তারা ভাড়ায় থাকেন। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। শামীম নাটোরের বাগাতিপাড়া থানার নুরপুর মালচি গ্রামের হাতেম আলী ছেলে। ছোট স্ত্রী শিউলি বেগম কুড়িগ্রামের রৌমারি থানার নতুন বন্দর গ্রামের সোলায়মানের মেয়ে। স্থানীয়রা জানান, শামীম দুইটি বিবাহ করেন এতে তাদের পারিবারিক কলহের জের ধরে ছোট স্ত্রী স্বামীর পুরুষাঙ্গ একটি ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। এ সময় ভিকটিম শামীমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে প্রথমে স্থানীয় কাজী হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় রোববার সকালে শামীমের বড় স্ত্রী ফজিলা বেগম (৩৭) বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামী শিউলি বেগমকে গ্রেফতার করে। জয়দেবপুর থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামীর পুরুষাঙ্গ একটি ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলে। এ ঘটনায় ভিকটিমের বড় স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করে। পরে আসামি শিউলি বেগমকে শিরিরচালা এলাকা

আশুলিয়া সাংবাদিক সংগঠনের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

ছবি
 মোঃ সোহাগ:- ঢাকার প্রধান শিল্পাঞ্চল সাভারের আশুলিয়া জামগড়া এলাকায় “আশুলিয়া সাংবাদিক সংগঠন” এর উদ্যোগে ১৬ ডিসেম্বর ২০২১ইং প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ৩০ সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সেই সাথে ১৬ ডিসেম্বর সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দসহ সাভার ও আশুলিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। গত বুধবার দিবাগত রাতে “আশুলিয়া সাংবাদিক সংগঠন” এর উদ্যোগে জাতীয় দৈনিক বাংলার চোখ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) এর সভাপতিত্বে আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় ক্যাফে ঊষা হোটেলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেস ক্লাবের সফল সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন), ঢাকা প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও আশুলিয়া সাংবাদিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ আহমেদ চিশতী, আশুলিয়া

নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে শনিবার দুপুরে সড়ক দূর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের এক ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হতভাগ্য সাবরিনা আক্তার মিতু (২৩) উপজেলার বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ীর মর্তুজা ভূঁইয়ার কন্যা। তিন বোনের মধ্যে নিহত মিতু সবার বড়। সে ছুটি কাটাতে গত কয়েকদিন আগে ঢাকা থেকে নানার বাড়ী  সোনাইমুড়ী পৌরসভার পশ্চিম রামপুর মোল্লা বাড়ীতে আসে। শনিবার দুপুর ০১ টার দিকে নানার বাড়ী থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নোয়াখালী-কুমিল্লা  সড়ক এর রাস্তা পারাপার এর সময় বেপোরয়া গতিতে কুমিল্লা হতে দ্রুত গামী একটি ট্রাক (ফেনী ড- ১১-০১৬৭) মিতুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এই ঘটনায় নিহতের নানার বাড়ী ও নিজ বাড়ীতে শোকের মাতম বিরাজ করছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। সোনাইমুড়ী থানার এস আই মাঈন উদ্দিন জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য  নোয়াখালী  জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি সোনাইমুড়ী থানা হেফাজতে রয়েছে।