পোস্টগুলি

মে ২৩, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আশুলিয়ায় কলেজ ছাত্র কে অপহরণ করে মুক্তিপন আদায়,পুলিশের অভিযানে আটক ২ জন

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -  ঢাকার আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে ভাড়ায় একটি প্রাইভেট কারে ওঠেন ঢাকা কলেজের ছাত্র নেহাল আরেফিন শোভন (২৪)। কিছুদূর যেতেই কারের অন্য যাত্রীরা তাঁকে বেধড়ক মারধর করে প্রায় ৩ লাখ টাকা লুটে নেয়। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার (১৯ মে) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বৃহস্পতিবার (১৮ মে) শেরপুরের বাকেরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর জেলার বাকেরগঞ্জ এলাকার মো. শহিদ ও মো. শাহাদাত। তাঁদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যরা পলাতক রয়েছেন। ভুক্তভোগী যুবক নেহাল আরেফিন শোভন ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা এবং ঢাকা কলেজের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি পাঞ্জাবি তৈরি করে বিক্রি করেন। পুলিশ জানায়, গত ১১ মে রাতে আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আসামি শাহাদাতের নিজেরই প্রাইভেট কার আছে। আসামি শহিদ হলেন শাহাদাতের আত্মীয়। প্রয়োজন মতো তাঁরা সহযোগীদের ব্যবহার করেন। তাঁরা শেরপুর থেকে এসে মাঝেমধ্যে এ রকম কাজ করে আবার ফিরে যান। তাঁদের আ