পোস্টগুলি

ডিসেম্বর ৯, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুবর্ণচরে টানা বর্ষণে আমন ধান ও শাক-সবজির ব্যাপক ক্ষতি। দেশের বার্তা 24

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলায়  গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মাঠের পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে হতাশায় পড়েছেন কৃষকেরা। ধান কাটার মৌসুম শুরু হলেও এখনো অধিকাংশ কৃষক খেতের ধান ঘরে তুলতে পারেননি। ২-১ সপ্তাহের মধ্যে মাঠের পাকা ধানগুলো কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু কার্তিকের শেষে অসময়ের বর্ষণে পাকা ধানগুলো মাঠে শুয়ে যায়। এতে ভারী বর্ষণে ধান ও সবজি খেতে পানি জমে গেছে। ফলে মাঠের ধান ও সবজি নষ্ট গেছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের  টানা ও মাঝারি বৃষ্টিতে খেতের অনেক ক্ষতি হয়ে গেছে। গাছের গোড়ায় পানি জমে গাছ মরে যাচ্ছে। এতে সবজি চাষিদের মাথায় হাত পড়েছে। অসময়ে বৃষ্টিপাতে ধানের পাশাপাশি বিভিন্ন সবজি খেত নষ্ট হয়ে যাচ্ছে। এবার ভালো ফলনের আশায় ছিল কৃষকেরা। কিন্তু সে আশা গুড়েবালিতে পরিণত হয়েছে। সবজির খেত নিয়েও তাঁরা চরম বিপদের শঙ্কায় রয়েছেন।

এবার চশমা খালে নিখোঁজ শিশু নেমেছিল বোতল কুড়াতে, খেলনা দেখে সাঁতরে যায়

ছবি
এস এম কায়সারঃ চট্টগ্রাম তিন মাস ১২ দিন আগে চশমা খালে পড়ে নিখোঁজ হন এক সবজি বিক্রেতা। তার হারিয়ে যাওয়া এবং সন্ধান না পাওয়া-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যর্থতা নিয়ে আছে নানা প্রশ্ন। এই অবস্থায় গত সোমবার সেই চশমা খালেই বোতল কুড়ানোর সময় নিখোঁজ হয় ১৪ বছরের শিশু মো. কামাল উদ্দিন। গতকাল মঙ্গলবার পর্যন্ত তার খোঁজ মিলেনি। তবে কি কামালের পরিণতি সবজি বিক্রেতা সালেহ আহমেদের মতো হবে? নিখোঁজ কামাল নগরের কোতোয়ালী থানার আন্দরকিল্লা মাছুয়াঝরনা এলাকার আলী কাউসারের ছেলে। বাবা-ছেলে ষোলশহর রেলস্টেশন এলাকায় থাকত। দুই ভাই, দুই বোনের মধ্যে কামাল সবার ছোট। তার অন্য সন্তানরা ঢাকায় থাকে বলে জানান কাউসার আলী। কামালের মা নেই। কাউসার আলী দিনমজুর। কামালও বোতলসহ অন্যান্য প্লাস্টিক পণ্য কুড়িয়ে বিক্রি করত। কামালের বাবার সঙ্গে কথা বলে এবং স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে বন্ধু রাকিবকে নিয়ে ষোলশহর ভূমি অফিস সংলগ্ন চশমা খালে বোতল কুড়াতে নামে কামাল। সেখানে একটা খেলনা দেখতে পেয়ে তারা সাঁতার কাটে। সামান্য আসার পর স্রোতের মুখোমুখি হয় তারা। এ সময় রাকিব নিজেকে রক্ষা করতে পারলেও কামাল হারিয়ে যায়। ভয়ে এ ঘটনা সাথে সাথ

লংগদু উপজেলার আকলিমা বেগমসহ ৫ নারী জয়ীতা পুরস্কারে সংবর্ধিত হলো

ছবি
বিপ্লব ইসলাম,  রাঙ্গামাটি জেলা প্রতিনিধি   ৯ ই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রাঙামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য মনোয়ারা আক্তার জাহান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলার নারী জাতির পথ প্রর্দশক বেগম রোকেয়া। আর এই মহীয়সী নারী সমাজের অগ্রগতির জন্য কাজ করে গেছেন। তাই নারী সমাজকে আর পিছনে তাকানোর কোন সুযোগ নেই। সকল বাধা বিপত্তি ডিঙিয়ে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে যেতে হবে। মহীয়সী নারী বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে নারী সমাজকে এগিয়ে যেতে হবে। এছাড়াও প্রত্যেকের স্ব-স্ব অবস্থান

৭ কিঃমিঃ এলাকায় পর্যটন জোন হবে পতেঙ্গায়

ছবি
এস এম কায়সারঃ চট্টগ্রাম পতেঙ্গা এলাকায় গড়ে উঠা আইসিডি ও ট্রাক টার্মিনালসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রায় সাত কিলোমিটার এলাকায় ঘোষণা করা হচ্ছে পর্যটন জোন। ওই এলাকায় সরকারি বেসরকারি সব ভূমিতেই কেবলমাত্র পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামো গড়ে তোলা যাবে। এর বাইরে কোন ধরনের স্থাপনা করতে দেয়া হবে না। এদিকে পতেঙ্গার পর্যটন জোনে ছোট্ট দুইটি এলাকা সংরক্ষিত হিসেবে গড়ে তোলা হবে। ওই দুইটি এলাকার আয় থেকে পুরো সাত কিলোমিটার বাঁধ, লাইটিং, টয়লেট, চেঞ্চিং রুমসহ অন্যান্য অবকাঠামো পরিচালিত হবে। পতেঙ্গা এলাকার বিশৃঙ্খল অবস্থাকে সুষ্ঠু ব্যবস্থাপনায় নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। সূত্র জানায়, নগরীর অন্যতম পর্যটন স্পট পতেঙ্গাকে ঘিরে বড় ধরনের একটি পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পতেঙ্গার নৌবাহিনী নিয়ন্ত্রিত ওয়েস্ট পয়েন্ট থেকে ইপিজেডের উত্তর পাশ পর্যন্ত সাত কিলোমিটার এলাকাকে ঘোষণা করা হচ্ছে পর্যটন জোন। এ জোনে আউটার রিং রোড থেকে ভেতরের দিকে যত ভূমি আছে সবগুলোতে পর্যটন সংশ্লিষ্ট অবকাঠামো গড়তে হবে। পর্যটনকেন্দ্রিক হোটেল, মোটেল, রিসোর্ট ও বিনোদনের নানা অবকাঠামো গড়ে তোলা যাবে।

মির্জাগঞ্জে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি পটুয়াখালী জেলা যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন ২০সে ডিসেম্বর ২০২১ উপলক্ষে মির্জাগঞ্জ আওয়ামী যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিসে এ সভার আয়োজন করেন উপজেলা যুবলীগ। মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম লোটাস এর সভাপতিত্ব  উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মহাসিন মৃর্ধার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক জনাব আলহাজ্ব অ্যাডঃ আরিফুজ্জামান রনি,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরসহ জেলা আওয়ামী যুবলীগের লীগের অন্যন্য নেতৃবৃন্ধ।  এ সময় আরো উপস্তিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল সিকদার।  এ সময় মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীরা পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক জনাব আলহাজ্ব অ্যাডঃ আরিফুজ্জামান রনি ও তার সফর সঙ্গীদের শুভ আগামনে

মোংলায় "দুর্নীতিকে না বলুন" শ্লোগানে দুর্নীতি বিরোধী দিবস পালন

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,,  বাগেরহাট জেলা প্রতিনিধি,,   "আপনার অধিকার, আপনার দায়িত্বঃ দুর্নীতিকে না বলুন" শ্লোগানে মোংলায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিলো মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং শান্তিরদূত কবুতর উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের কর্মসুচির উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরোয়ার, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল-কুদ্দুস ও সরকারি টি এ ফারুক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি

বামনায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ  বরগুনার বামনায় আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন হাওলাদার, বামনা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধুরী কামরুজ্জামান ছগির, মহিলা বিষয়ক কর্মকর্তা জাফরিন জাহান, উপজেলা বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, সাংবাদিক সমন্বয় পরিষদ সভাপতি মোঃ নেছার উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বামনা উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান মান্না প্রমূখ। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় মুসলিম সমাজে মেয়েদের লেখাপড়া শেখানোর

সৈয়দপুরে তিন মাদকসেবনকারী গ্রেফতার

ছবি
আবেদীন হক-নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর মাদকসেবন রোধে জেলার বিভিন্ন জায়গায় নানা সময়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। তাদের প্রচেষ্টায় জেলার অনেক স্থান থেকে মাদক দ্রব্য সেবনকারীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। এবং বর্তমানে মাদক সেবনকারী ও মাদকদ্রব্য ব্যাবসায়ীদের সংখ্যা দিনদিন  বৃদ্ধি পাচ্ছে, ফলে সমাজে সৃষ্টি হচ্ছে নানা ধরনের অশান্তি ও বিশৃঙ্খলা, মাদকসেবন কারীদের কুলিষিত জীবের প্রভাব পড়ে, সমাজ,সংসার ও রাষ্ট্রীয় ভাবে। তাই অক্লান্ত পরিশ্রম করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক সেবনকারীদের সংখ্যা কমিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। আর এরই পরিপ্রেক্ষিতে, আজ ০৯/১১/২০২১ ইং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়ায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অভিযান চালিয়ে  মোঃ রাসেল,  বয়সঃ ২২, পিতাঃ লাল্লু , সাংঃ নতুন বাবুপাড়া মোঃ জাহিদ ইকবাল, বয়সঃ ২৮, পিতাঃ আলমগীর হোসেন, সাংঃ নতুন বাবুপাড়া এবং  মোঃ বাপ্পী প্রামাণিক , বয়সঃ ৩৫, পিতাঃ মৃত সলিম উদ্দিন সাংঃ নতুন বাবুপাড়া কে নিষিদ্ধ মাদক হিরোইন এবং ইয়াবা সহ সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।  পরবর্তীতে সৈয়