পোস্টগুলি

অক্টোবর ১৯, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কটিয়াদীতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

ছবি
মো:মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জের  কটিয়াদীতে উপজেলা আওয়ামীলীগের  আয়োজনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৯ই অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় "হিন্দু মুসলিম ভাই ভাই, একসাথে থাকতে চাই" স্লোগানকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের  আয়োজনে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ নুর মোহাম্মদ এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী ছিদ্দিকুর  রহমান,উপজেলা আওয়ামীলীগের  যুগ্ম-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন, উপজেলা আওয়ামীলীগ নেতা ভিপি দুলাল বর্মণ,কটিয়াদী  পৌর মেয়র শওকত উসমান,পৌর আওয়ামীলীগের সভাপতি গোলাম মস্তোফা,সাধারণ-সম্পাদক শাহরিয়ার আহমেদ পাভেল, পৌর যুবলীগের সভাপতি জাহিন শাহরিয়ার ইমরান ও সাধারণ-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ। এসময় শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনশেষে সব পাখি ঘরে ফিরে কিন্তু সব জেলেরা ঘরে ফিরে না

ছবি
তুফান সাকিবঃ- জেলেদের জীবনটা পৃথিবীর সংগ্রামী জীবন গুলোর মধ্যে একটি। জেলেদের কষ্টময় জীবনী সম্পর্কে মূল আলোচনা একটু পরে করছি। তার আগে আনুষাঙ্গিক কিছু কথা না বললেই নয়। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। শুধু নদীমাতৃক নয় বলা যায় নদীই এদেশের প্রাণ।এদেশে বেশ কয়েকটি বড় বড় নদী আছে। নদীগুলো হচ্ছেঃপদ্মা,মেঘনা,বুড়িগঙ্গা, ধলেশ্বরী,যমুনা ইত্যাদি। এছাড়াও সারাদেশে এগুলোর অসংখ্য শাখা-প্রশাখা বহমান আছে। তাছাড়াও কিছু ছোট নদীও আছে। নদীগুলোর বুকে  জোয়ার-ভাঁটার খেলা। অপরুপ বৈচিত্র্যময়। একেকটি বড় নদীগুলোর তীরে দাঁড়িয়ে চোখ দুটি মেলে দিলে ধরা পড়ে কতগুলো মোহনীয় দৃশ্য। সত্যিই স্রষ্টার অপার মহিমায় মহিমান্বিত। নদীর ধারের সাদা সাদা কাশবন,নদীর দুই ধারের সবুজ ক্ষেত,সকাল বেলায় নদীর পানিতে বুনোহাঁসের খেলা, সাদা বকের পাল,মাছরাঙা পাখির শিকার ধরার উদ্দেশ্যে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকা, নদীর স্রোতধারা,নদীর পাড়ের জনজীবন সবমিলিয়ে অপূর্ব। এছাড়াও নদীর অনেকগুলো গুণাগুণ রয়েছে। প্রাকৃতিক ভারসাম্যগত দিক থেকেও নদীর ভূমিকা অনস্বীকার্য। তবে, এই নদী তার পাড়ের জনজীবনের জন্য মাঝে মাঝে কাল হয়েও দাড়ায়। কারণ, খরস্রোতা নদী যেন আর বাধা মানে না।তা

মোংলা বন্দর দিয়ে তৈরী পোশাক শিল্প রপ্তানী চাহিদা বাড়ছে

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা  মোংলা বন্দর প্রতিষ্ঠার পর থেকেই সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। বাণিজ্যিক জাহাজ আগমনে প্রতি বছর তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ সহজ ও আরো অধিকতর ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। এ বন্দরের মাধ্যমে সাম্প্রতিক সময়ে তৈরী পোশাক শিল্প আমদানী-রপ্তানীর চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  ইতোমধ্যে বিশ্ব বিখ্যাত তৈরী পোশাক আমদানীকারক প্রতিষ্ঠান M/S H & M HENNES & MAUNITZ LOGISTIC, POLAND মোংলা বন্দরের মাধ্যমে তৈরী পোশাক আমদানীতে আগ্রহ জানিয়েছেন। মোংলা বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ভার্চুয়ালী একাধিকবার মিটিং শেষে মঙ্গলবার ৬টি বিল অফ এন্ট্রির বিপরীতে ১৫৮৫ প্যাকেজের ২০ মেঃ টঃ তৈরী পোশাক ০২টি কন্টেইনারে স্টাফিং কার্যক্রম সম্পন্ন করেছেন। এ তৈরী পোশাকগুলো গাজিপুরের ০৪ টি প্রতিষ্ঠান মেসার্স ফ্লেমিং ফ্যাসন লিঃ, মেসার্স মেট্রিক্স সুয়েটার লিঃ, দিগন্ত সুয়েটার ও লিবাস টেক্সটাইল লিঃ হতে রপ্তানীর উদ্দেশ্যে মোংলা বন্দরে আনা হয়েছে। কন্টেইনার দুইটি পরবর্তী কন্টেইনারবা

ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ

ছবি
খুলনা ব‌্যু‌রো, ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নিবার্চিত হয়েছেন গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। মঙ্গলবার (১৯ অক্টোবর)  ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় আয়োজিত গত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন তিনি। সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এসএম শফিউল্লাহ্'কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমানসহ পিপিএম (বার) ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরির মধ্যে গাজীপুর জেলা ৪টি ক্যাটাগরিতে প্রথম হয়ে শ্রেষ্ঠ হন। তি‌নি এর অা‌গে খুলনার এস‌পি হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

টানা বৃষ্টিতে মোংলা বন্দরে সকল বিদেশী জাহাজের কাজ বন্ধ, তলিয়ে গেছ ৪৯৫টি চিংড়ি ঘের

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা  টানা বৃষ্টি, বাতাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আজ মঙ্গলবার মোংলা বন্দরের আউটারবার ও ইনারবারে অবস্থানরত ২০ টি বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটির কন্টেইনার ও কার ইয়ার্ডের কাজ।  মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, বৃষ্টিতে আজ বন্দরে অবস্থানরত জাহাজের কাজ বন্ধ রয়েছে। তবে জেটিতে কাজ চলছে। আবহাওয়া ভাল হলে পুনরায় জাহাজের কাজ শুরু হবে বলেও জানান তিনি।  বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় সোমবার মোংলা সমুদ্রসহ উপকূলীয় এলাকায় তিন নম্বর স্থানীয় সর্তক সংকেত জারি করে আবহাওয়া অফিস, যা আজও বহাল রয়েছে। তবে আগামী ২১ অক্টোবর পর্যন্ত এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিরাজমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সিগনাল কমবে না উঠে যাবে তা জানা যাবে মঙ্গলবার বিকেল নাগাদ বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।  মোংলা বন্দর ব্যবহারকারী মেসার্স নুরু এন্ড সন্সের মালিক এইচ এম দুলাল ও মায়া এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব হাসান বলেন, বৃষ্টিতে জাহাজের কাজ বন্ধ থাকায় পণ্য খালাস করে নির্দিষ্ট সম

মোংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে সম্প্রীতির বন্ধন ও সমাবেশ

ছবি
মোঃএরশাদ হোসেন রনি,মোংলা শারদীয়   দুর্গাপূজায়   কুমিল্লা,   রংপুরসহ   বিভিন্ন   স্থানে   হামলা,ভাংচুর,   অগ্নিসংযোগ   ও   লুঠপাটের   প্রতিবাদে    মোংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সম্প্রীতির বন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন ধর্মের কয়েকশ মানুষ। ১৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১২টায় মোংলা উপজেলা   পরিষদের   সামনে   উপজেলা   প্রশাসন   ও   দি   হাঙার   প্রোজেক্ট বাংলাদেশের   ব্রেভ   প্রকল্প   যৌথভাবে   এই   সম্প্রীতি বন্ধন   সমাবেশের   আয়োজন করে। "সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই" শ্লোগানে  বৈরি আবহাওয়াকে উপক্ষো করে সম্প্রীতির সমাবেশে ইমাম পরিষদ,পুরোহিত,   পুজা   উদযাপন   পরিষদ,   জনপ্রতিনিধি,   প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশ মানুষ এই সম্প্রীতির বন্ধন ও  সমাবেশে   অংশ   নেন।   তাদের   হাতে   ছিল   নানা   সম্প্রীতির স্লোগান সংবলিত ব্যানার। একে অপরের হাত ধরে সম্প্রীতির বন্ধনের কথা জানান দিচ্ছিলেন তারা। সমাবেশে   বক্তারা   বলেন,   গত  কয়েকদিন  ধরে  সনাতন   ধর্মাবলম্বীদেরসবচেয়ে   বড়   ধর্মীয়   উৎসব   শারদীয়   দুর্গাপূজায়   কুমিল্লাসহ ব

ডোমারে গলায় ফাস দিয়ে এক যুবকের মৃত্যু

ছবি
আবেদীন হক,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শান্ত রায় (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার (১৮অক্টোবর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাট এলাকার নিজ বাড়ীর সোয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। শান্ত ওই এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে ও নীলফামারী সরকারী কলেজের বিএসএস দ্বিতীয় বষ্রের ছাত্র। শান্ত রায়ের বাবা রাম চন্দ্র রায় বলেন, রবিবার শান্ত আমার কাছে এক হাজার টাকা চায়। তাকে সেই টাকা দিতে না পারায়, শান্ত রেগে ছিল। রবিবার রাতের খাবার শেষে বড় ছেলে শান্ত ও ছোট ছেলেসহ আমি এক ঘরে ঘুমাই। ভোরে ঘুম থেকে উঠে আমি দোকানে আসি। আর ছোট ছেলে প্রাইভেট পড়তে যায়। শান্ত ঘুমিয়ে ছিলো। সকাল সাতটার দিকে শান্তের মা দেখে ঘরের সড়ের (আরা) সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে শান্ত। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ন্দ্রত এসে তাকে নিচে নামায়। ততক্ষনে শান্তর মৃত্যু হয়েছে। এরপর পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ

সৈয়দপুরে চলন্ত ট্রেনে ছোরা পাথরের আঘাতে অবশেষে নষ্ট হয়ে গেল শিশু আজমিরের ডান চোখ

ছবি
আবেদীন হক -নীলফামারী জেলা প্রতিনিধিঃ পাঁচ বছরের শিশু আজমিরের চোখে এখন কালো চশমা। ফুটফুটে মেধাবী এই শিশুটির একটি চোখ অকালেই অন্ধ হয়ে যাবে আসলে তা কেউ মেনে নিতে পারছেনা। এই ঘটনার পর শিশু আজমিরের কর্নিয়া অপারেশন করা হয়েছিল রাজধানীর ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে। বাবা মায়ের আশা ছিল ছেলেটি ডান চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবে। কিন্তু ফলোআপ চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকরা জানিয়ে দিল ডান চোখে নাকি কিছুই দেখতে পারবেনা আজমির। নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ি গ্রামের নিজস্ব মাছের হ্যাচারি ব্যবসায়ী মারুফ ইসলামের ছোট ছেলে আজমির। বুকফাটা কান্না বাবা ও মায়ের। আর শিশু আজমির এখনও বুঝতে পারেনি সে ডান চোখ দিয়ে আর কোনদিন কিছু দেখতে পাবেনা। এখন তার বাম চোখটিই একমাত্র ভরসা। পাঁচ বছর বয়সী আজমিরের বাবা মারুফ ইসলাম রবিবার জানালেন। জানার পর শিশুটির মর্মান্তিক বাস্তবতার কথা চিন্তা করে সকলেরেই চোখে কান্না আসে।  ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে ডোমার থেকে সৈয়দপুর ফিরছিলেন। স্টেশনে পৌঁছাতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। স্টেশনের কাছেই পুরাতন মুন্সীপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকেন। ট্রেনে জানাল