পোস্টগুলি

জুলাই ২৩, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নীলফামারী জেলার চাঞ্চল্যকর প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার আসামি কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
নাজমুল হক ইমুঃ- নীলফামারী জেলার চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ মাজেদুল ইসলাম @ মজি (৩৫)’কে রাজধানীর শাহআলী থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪।, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। ধর্ষণের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  ভুক্তভোগী (১৯) একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী এবং নীলফামারী জেলার জলঢাকা থানাধীন চিড়াভিজা গোলনা এলাকায় তার পালক মা-বাবার সাথে বসবাস করে আসছে। ভুক্তভোগীর পালিত মা-বাবা উক্ত এলাকায় একটি স্টলে চা বিক্রি করতো। প্রতিদিনের মতো তার পালিত মা-বাবা গত ১৫ জুন ২০২২ তারিখে সকালে তাদের চা স্টলে চা বিক্রি করতে চলে যায় এবং দুপুরের খাবারের জন্য স্টল থেকে বাসায় এসে খাবার খেয়ে ভুক্তভোগীকে একা রেখে পুনরায় চা স্টলে চলে যায়। এই সুযোগে প্রতিবেশী আসামী ভুক্তভোগীকে বাসায় একা পেয়

যানজট নিরসনে সাভারের আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ ;- যানজট নিরসনে সাভারের আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে ব্যস্ততম আশুলিয়া বাজারে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন। এসময় সেখানে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এলাকাবাসী জানায়,আশুলিয়া বাজারের বিভিন্ন রাস্তা দখল করে এক শ্রেণীর লোকজন বিভিন্ন দোকানপাট বসিযে ব্যবসা করে আসছিলো দীর্ঘদিন ধরে। যার ফলে ব্যস্ততম এই বাজারের রাস্তায় সবসময় যানজট লেগেই থাকতো। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে আজ সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন। এসময় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। সেই সাথে আশুলিয়া বাজারের বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়া বিভিন্ন খাল উদ্ধার ও পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন পরে হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন বলেন,অবৈধ ভাবে ক