পোস্টগুলি

জুলাই ৫, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গায়ে আগুন দিয়ে ব্যাবসায়ীর আত্মহত্যা: হেনোলাক্সের মালিক গ্রেফতার

ছবি
ঢাকা: জাতীয় প্রেস ক্লাব চত্বরে নিজের গায়ে আগুন দিয়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনায় হেনোলাক্স ব্র্যান্ডের উৎপাদনকারী কোম্পানি আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির কর্ণধার নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। তাদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছিল। মঙ্গলবার (৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে র‌্যাব এক বার্তায় জানিয়েছে, রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দু’জনের মধ্যে নুরুল আমিন রয়েছেন আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে। আর ফাতেমা আমিন ওই কোম্পানির পরিচালক হিসেবে রয়েছেন। এর আগে, সোমবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে প্রেস ক্লাবের ব্যাডমিন্টন কোর্ট চত্বরে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী আনিস। ওই সময় তার তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। তাকে সংকটাপন্ন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। জানা যায়, হেনোলাক্স কোম্পানিকে ১ কোটি ২৬ লাখ টাকা দিয়েছিলেন গাজী আনিস। বারবার চেয়েও সেই