পোস্টগুলি

নভেম্বর ২২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন স্ত্রী কে কুপিয়ে আহত,দুই আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

ছবি
ময়মনসিংহ জেলা প্রতিনিধি-ময়মনসিংহের ভালুকায় শ্বশুরবাড়িতে দ্বিতীয় স্বামী কর্তৃক প্রথম স্বামীকে খুন করে ভারতে আত্মগোপনের প্রস্তুতিকালে ০২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর, ময়মনসিংহ। ময়মনসিংহের ভালুকা উপজেলায় শ্বশুরবাড়িতে দ্বিতীয় স্বামীর হাতে প্রথম স্বামী খুন ও স্ত্রী আকলিমা খাতুনকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে মর্মে খবর পাওয়া যায়। ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে গুরুত্বের সাথে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ফলশ্রুতিতে র‍্যাব-১৪ ছায়াতদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে।  এ ঘটনায় নিহতের বড় ছেলে হাফেজ ছানিম সারোয়ার বাদী হয়ে একজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা যায়, ঘটনার দুই দিন পূর্বে ফখরুল তার শ্বশুরবাড়িতে আসেন। বুধবার রাত আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান তিনিসহ তাঁর স্ত্রী আকলিমা আক্তার ও আট বছরের মেয়ে তমা। স্ত্রী-সন্তান টয়লেটের কাজ সেরে আগে ঘরে চলে যান। পরে ফখরুল টয়লেট সেরে বের হওয়ার সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার ঘাড়ে অন

রাজশাহী থেকে মোটরসাইকেল চুরি আশুলিয়ায় উদ্ধার পূর্বক দুই চোর কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা জিমসহ ০২ জন চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার।   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সফলতার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও চোরচক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।  গত ৩০/১০/২০২২ তারিখ রাত ২০.৩০ ঘটিকার সময় রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন রানীনগর এলাকা থেকে একটি লাল রঙের মোটরসাইকেল চুরি হয় যার প্রেক্ষিতে বোয়ালিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় জানা যায় যে, একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় গ্রুপ বাইকটি চুরি করে ঢাকার আশুলিয়ায় নিয়ে আসে। র‌্যাব-৪ এর ছায়া তদ

২১ নভেম্বর জকিগঞ্জ প্রথম হানাদার মুক্ত দিবস পালন করা সহ যুদ্ধাহতদের সম্মামনা প্রদান

ছবি
সিলেট জকিগঞ্জ -মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জ সশস্ত্র যুদ্ধ করার সময় ভারতীয় মেজর চমনলাল জকিগঞ্জ কাষ্টমঘাঠে শহীদ হওয়ার মধ্য দিয়ে ১ম হানাদারমুক্ত হয়ে ছিল । ২৭ নভেম্বর থেকে মুজিব নগর সরকারের নির্দেশে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। প্রশাসক ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব হুমায়ুন দাউদ হায়দর  এবং আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব এনাম আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুক উদ্দিন ( বর্তমানে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি)  ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ খলিল উদ্দিন ( উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার) । তাই আমরা জকিগঞ্জবাসীর দাবী সরকারি ভাবে ২১ নভেম্বর জকিগঞ্জকে মুক্তাঞ্চল ঘোষণা দিতে হবে । আজকের অনুষ্ঠানে ইউ এন ও, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের প্রতিনিধিবৃন্দ।