পোস্টগুলি

ডিসেম্বর ২৬, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কটিয়াদীতে আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবন উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী

ছবি
নাঈম ইসলাম  কটিয়াদী  (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের কটিয়াদীতে বোয়ালিয়া তাহেরা-নূর হাইস্কুল এন্ড কলেজ এর আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবন,আলহাজ্ব আসাদুজ্জামান স্মৃতি ম্যুরাল ও সৈয়দ আশরাফুল ইসলাম ম্যুরাল উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি.।  রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে কটিয়াদী পৌরসভার ৬নং ওয়ার্ডের বোয়ালিয়া তাহেরা-নূর হাইস্কুল এন্ড কলেজের নবনির্মিত আলহাজ্ব আসাদুজ্জামান একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব মঈনুজ্জামান অপু'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম,এমপি.। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য নুর মোহাম্মদ এমপি., কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি এমপি,কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান। এসময় আরোও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ,কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার রাসেল শেখ,কটিয়াদী উপজেলা

খুলনা রূপসায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি থানায় অভিযোগ দায়ের।

ছবি
খুলনা জেলা প্রতিনিধি- রূপসায়  জমিজমা সংক্রান্ত  বিষয় নিয়ে মারামারি থানায় অভিযোগ দায়ের। রূপসা  উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের চাঁদপুর গ্রামে  জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি, থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর ছেলে শেখ মনজুরুল আলম।  রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে চাঁদপুর গ্রামে মনজুরুল আলম (৪৩) ও তার পিতা শেখ রফিকুল ইসলাম তাদের নিজ জমি চাষ করাতে যায়।, আসামিদ্বয়  (১১) জন  সহ অজ্ঞাত ৫/৬ জন,একত্রিত হয়ে হাতে ধারালো দা, শাবল, রামদা, লোহার রড, লাঠি  নিয়ে জমিতে যেয়ে   চাষাবাদ করতে বাধা দেয়,এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। রফিকুল ইসলাম তাদের কে গালাগালি করতে নিষেধ করলে, শুকুর ফকির মারার নির্দেশ দেয়।ফেরদৌস ফকির, ঠান্ডা ফকির এর হাতে থাকা ধারালো দা দিয়ে রফিকুল ইসলাম কে হত্যা করার উদ্দেশ্যে  মাথা লক্ষ্য করে কোপ মারে। কোপ, কপালে লাগলে তিনি গুরুতর  রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় সকলে মিলে তাকে  মারতে থাকে। পরে মনজুরুল আলম তার পিতাকে রক্ষা করতে গিয়ে কিল ঘুশির স্বীকার হয় এবং পিতাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে  রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ  ঘটনায় মনজুরু

সাড়ে চার বছর আগের হত্যা মামলার রহস্য উদঘাটন করল পিবিআই, নেত্রকোণা

ছবি
নেত্রকোনা প্রতিনিধি- সাড়ে চার বছর আগের হত্যা মামলার রহস্য উদঘাটন করল পিবিআই, নেত্রকোণা  নেত্রকোণা জেলার মদন থানার কদমশ্রী গ্রামের হাবিবুর রহমানের বড় মেয়ে পরশমনি(০৯) ২০১৮ সালের ১৪ এপ্রিল সন্ধায় নিখোঁজ হয়।পরেরদিন ভোর ০৫ টায় কদমশ্রী গ্রামের জনৈক বুলবুল চৌধুরীর বাড়ির সামনের বিলের পাড়ে পরশমনির লাশ উদ্ধার করে মদন থানা পুলিশ। পরবর্তীতে অজ্ঞাতনামা আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয় যা মদন থানার মামলা নং—১১ তারিখ—১১/০৮/২০১৮ খ্রিঃ ধারা—৩০২/২০১/৩৪ পেনাল কোড।  প্রথমে মদন থানা ০১ বছরের বেশি সময় তদন্ত করে। পরবর্তীতে মামলাটি সিআইডি নেত্রকোণা তদন্তভার গ্রহণ এবং ০১ বছরের অধিক সময় তদন্ত করে। তারা চূড়ান্ত রিপোর্ট সত্য বিজ্ঞ আদালতে দাখিল করে। বাদীর নারাজীর প্রেক্ষিতে ২৬/১১/২০২১ খ্রিঃ তারিখে পিবিআই নেত্রকোণা জেলা তদন্তভার গ্রহণ করে।  অতিরিক্ত আইজিপি জনাব বনজ কুমার মজুমদার,বিপিএম(বার), পিপিএম—এর সঠিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় পিবিআই নেত্রকোণা জেলার ইউনিট ইনচার্জ জনাব মোঃ শাহীনুর কবির এর সার্বিক সহযোগিতায় ও তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ নুরুল ইসলাম খান মামলাটি তদন্ত করেন। তদন

টঙ্গী মডেল থানার চাঞ্চল্যকর শিল্পী আক্তার শিলা হত্যা মামলার রহস্য উদঘাটন করল পিবিআই গাজীপুর

ছবি
গাজীপুর প্রতিনিধি- টঙ্গী মডেল থানার চাঞ্চল্যকর শিল্পী আক্তার শিলা হত্যা মামলার রহস্য উদঘাটন করল পিবিআই গাজীপুর। সূত্রঃ টঙ্গী মডেল থানার মামলা নং-৩৪, তারিখ-২৩/০৯/২০১৬ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড। প্রায় সাড়ে ছয় বছর পর জিএমপি মহানগর টঙ্গী পূর্ব থানাধীন উত্তর দত্তপাড়া টেক বাড়ী গ্রামস্থ বহুল আলোচিত চাঞ্চল্যকর শিল্পী আক্তার শিলা হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করল পিবিআই গাজীপুর।  গ্রেফতারকৃত আসামীর নাম ঃ পিবিআই গাজীপুরের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ১। মোঃ শফিকুল ইসলাম স্বপন(৩২),পিতা-মৃত সিরাজ উদ্দিন,মাতা- আমেনা বেগম,সাং-কমলাপুর,থানা-কালকিনি,জেলা-মাদারীগঞ্জ,এ/পি- লুটিয়ার চালা,গুচ্ছগ্রাম, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুরকে ইং-২৫/১২/২০২২ তারিখ রাত্র ০৪.৩০ ঘটিকার সময় গাজীপুর জেলা জয়দেবপুর থানাধীন লুটিয়ার চালা,গুচ্ছগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে অভিযান শেষে ইং ২৫/১২/২০২২ তারিখ সকাল ০৮.২০ ঘটিকার সময় পিবিআই গাজীপুর কার্যালয়ে হাজির  হয়। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ অত্র মামলার ভিকটিম শিল্পী আক্