পোস্টগুলি

নভেম্বর ৫, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুবর্ণচরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা, নিহত-১

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে সন্ত্রাসী হামলায় শেখ ফরিদ প্রকাশ ফরিদ সর্দার (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।  আহত হয়েছেন চাঁন মিয়া (৩৫) নামের আরও একজন। পুলিশ বলছে নিহত ফরিদ সর্দার মৃত নূর নবী প্রকাশ নোব্ব্যা চোরা হত্যা মামলার প্রধান আসামী ছিল।  নিহত ফরিদ সর্দার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকার কালা মিয়ার ছেলে। আহত চাঁন মিয়া একই এলাকার মো. খুরশিদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে চরক্লার্ক ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল ফরিদ সর্দার ও চাঁন মিয়া। পথে কমলার বাপের দোকান এলাকায় পৌঁছলে কয়েকজন অস্ত্রধারী তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় অস্ত্রধারীরা মোটরসাইকেল থেকে নামিয়ে ফরিদ ও চাঁন মিয়াকে এলোপাতাড়ি পিটিয়ে জখম এবং পরে ফরিদ সর্দারকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ওয়ার্ডে মারা যান ফরিদ সর্দার। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে

সৈয়দপুরে আবারও সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু

ছবি
আবেদীন হক নীলফামাড়ী প্রতিনিধি   নীলফামারীর সৈয়দপুরে দিনাজপুর থেকে রংপুরগামী গেইটলক সার্ভিসের বাস চাপায় রিক্সাভ্যান চালক ও অজ্ঞাতনামা এক নারী যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সৈয়দপুর শহরের উপকন্ঠে দিনাজপুর মহাসড়কের রাবেয়া মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ নিয়ে গত চারদিনে সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় ৭ জন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হলেন। সৈয়দপুর ঘন ঘন সড়ক দূর্ঘটনার ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকাবাসী ও সৈয়দপুর ট্রাফিক বিভাগের প্রধান পরিদর্শক নাহিদ পারভেজ চৌধুরী  জানান, বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিক্সা ভ্যানকে মূখোমূখি চাপা দেয়। পরে বাসটি সড়কের ধারের গাছের সাথে ধাক্কা লাগে। এতে সামনের দুটি চাকা ভেঙে বাসটি মুখ থুবড়ে পড়ে। এতে প্রথমে রিক্সাভ্যানচালকসহ এক ভ্যানের যাত্রী ও বাসের ৩০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে রিক্সাভ্যান চালক জামান(২৮) ও এক নারী যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সৈয়দপুর হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজে নেয়ার পথে তারা মারা যায়। নিহতদের মধ্যে রিক্সাভ্যান যাত্রী এক নারীর পরিচয় জানা যায়নি। তবে বাসে থাকা আহত ৩০ যাত্রীকে সৈয়দপুর হা

পরিবহণ ধর্মঘটে মোংলায় বাস-ট্রাক চলাচল বন্ধ, বন্দর, ইপিজেডসহ শিল্প কলকারখানা পণ্য পরিবহণ বন্ধ রয়েছে

ছবি
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা জ্বালানী তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিবহণ ভাড়াও বাড়িয়ে নির্ধারণের দাবীতে মোংলায় যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ফলে শুক্রবার ভোর থেকে মোংলা থেকে ঢাকা-চট্রগ্রাম, মোংলা-খুলনা, মোংলা-বাগেরহাট-বরিশালসহ সকল রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছে মালিক-শ্রমিকেরা। ফলে মোংলা থেকে ভিন্ন পরিবহণে বিকল্প ব্যবস্থায় বাগেরহাট-খুলনা যেতে ১শ টাকা ভাড়ার স্থলে ৩শ টাকা দিয়ে যেতে হচ্ছে। এতে যাত্রী সাধারণের ভোগান্তি, সময়ের অপচয় ও অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে।  অপরদিকে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক চলাচলও। মোংলা বন্দরের জেটির সম্মুখে ও দিগরাজ শিল্প এলাকার বিভিন্ন মিল-কলকারখানার সামনে সব সময় শত শত ট্রাকের জটিল থাকলেও শুক্রবার সেসব জায়গা একেবারে ফাঁকা রয়েছে। পরিবহণ চলাচল বন্ধের কারণে তারা পণ্য পরিবহণ বন্ধ রেখেছেন। তাদের দাবী, তেলের দাম বাড়ানো হয়েছে, এতে তাদেরও খরচ বাড়বে। তাই সরকার পরিবহণ ভাড়া নির্ধারণ করে নেয়া দেয়া পর্যন্ত তাদের এ পরিবহণ ধর্মঘট অব্যাহত থাকবে।  এদিকে ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দর জেটি, ইপিজেড ও শিল্প এলাকার তেল, গ্যাস, সিমেন্টসহ বিভিন্ন

তৈলের দাম বৃদ্ধিতে বান্দরবানে সারাদেশের ন্যায় পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

ছবি
সেলিম বান্দরবান সংবাদদাতাঃ আজ রোজ শুক্রবার ০৫/১১/২১ ইং।  সারদেশে ডিজেল / কেরসিনের দাম বৃদ্ধির কারনে বান্দরবানে পরিবহণ  ধর্মঘট চলছে।  বান্দরবান থেকে চট্টগ্রাম /  ঢাকা সহ সকল রোডের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।  তাছাড়া  এ সম্পর্কে- বান্দরবান - ঢাকা সমিতির সাবেক সভাপতি " এবং শ্যামলী এসপি পরিবহনের  বান্দরবান জি,এম-  রফিকুল ইসলাম প্রমুখ  বলেন,  তেলের  অতিরিক্ত দাম বৃদ্ধি ,  না হয় তেলের দাম  কমাতে হবে,  না হয় ভাড়া বৃদ্ধি করতে হবে। আদনান সেলিম- ০১৮৩৬৮৩২৩৬২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় কুষ্টিয়ার জমজ দুই বোন সুমাইয়া ও রুকাইয়া

ছবি
সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মন্ডলের দুই মেয়ে উম্মে সুমাইয়া ও উম্মে রুকাইয়া। মঙ্গলবার (২ নভেম্বর) পরীক্ষা ফল প্রকাশ হয়। এবার ঢাবির ‘খ’ ইউনিটে ১৮ হাজার ৮৫০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন সাত হাজার ১২ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। পরীক্ষায় উম্মে সুমাইয়া মেধা তালিকায় ১০২ এবং উম্মে রুকাইয়া ৪০৬ নম্বরে রয়েছেন।  জানা যায়, সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মন্ডলের দুই মেয়ে স্থানীয় মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরমধ্যে রুকাইয়া জিপিএ পাঁচ এবং সুমাইয়া ৪.৯৮ পেয়ে উত্তীর্ণ হন।  সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাতেও এই দুই শিক্ষার্থী নিজেদের মেধা তালিকায় জায়গা করে নেন।  শিক্ষার্থী সুমাইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে খুব ভালো লাগছে। ইচ্ছে আছে ইংর