পোস্টগুলি

জানুয়ারী ৩, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে স্ট্যান্ডিং টিকেটে আসন দিচ্ছেন স্টেশন মাস্টার।

ছবি
বিশ্বজিৎ পাল- মাধবপুর উপজেলা  প্রতিনিধি  হবিগঞ্জের নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে টিকেট নিয়ে যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। স্টেশনে আসলেই যাত্রীদের শুনতে হয় একটি কথা সিট নাই। অথচ স্টেশন থেকে সিট যায় ফাঁকা। স্টেশন মাস্টার স্ট্যান্ডিং টিকেটে আসন নাম্বার দিয়ে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত মুনাফা।   গত ৩০ডিসেম্বর ২০২২ইং তারিখে নোয়াপাড়া থেকে শ্রীমঙ্গলে যাওয়ার জন্য একটি টিকেট ক্রয় করতে গেলে স্টেশন মাস্টার জানান সিট নেই। পরে স্ট্যানিং টিকেট নেওয়ার জন্যই ১০০ টাকা দিলে স্টেশন মাস্টার একটি স্ট্যান্ডিং টিকেটে দেন বাকি টাকা ফেরত চাইতে গেলে একটি সিট নাম্বার বসিয়ে দেন। টিকেট নাম্বার- ০০০৬৬২ স্টেশনটিতে খোঁজ নিয়ে জানা যায় নোয়াপাড়া থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় তিনটি(৩) গাড়ি পারাবত পাহাড়িকা জয়ন্তিকা যাদের প্রত্যেকটিতে আসন সংখ্যা পারাবত -নোয়াপাড়া থেকে সিলেট ১০ স্টেশনে ১০টি অনলাইনে, মোট ২০ টি টিকেট। পাহাড়িকা -নোয়াপাড়া থেকে সিলেট ০৫ টি স্টেশনে ০৫ টি অনলাইনে, মোট ১০ টি। জয়ন্তিকা -নোয়াপাড়া থেকে কুলাউড়া ০৩ টি স্টেশনে, নোয়াপাড়া থেকে সিলেট ০৫ টি স্টেশনে ০৫ টি অনলাইন,  মোট ১৩ টি। স্টেশনে

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

ছবি
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর আন্তঃউপজেলার ৮ দিনব্যাপী প্রথর্ম পর্বের খেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর ১২টায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ গেমসের উদ্বোধন করেন জেলা প্রশাসাক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাহবুবুর রহমান।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহা. সাদেক কুরাইশী, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া,জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া ও জেলা ক্রীড়া অধিদফতরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। উপজেলা পর্যায়ে মোট ৫টি উপজেলার খেলোয়াররা ব্যাডমিন্টন, টেবিল টেনিস, উশু, তায়কোয়ানডো, কারাতে, রাগবি ও এ্যাথলেটিকস ইভেন্ট প্রতিযোগিতায় অশংগ্রহণ করেন। উদ্বোধনের আগে অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে বলেন,ঠাকুরগাঁওয়ের ছেলে মেয়েদের বিনদোন ও মেধা বিকাশে এধরণের প্রতিযোগিতা বড় ভূমিকা রাখবে ও এখান থেকে খেলার প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে তারা খেলতে পারবে

হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালালো আসামি

ছবি
বেতাগী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার বেতাগীতে গ্রেফতারের পর বেতাগী থানার এসআই শহিদুল ইসলামের হাত থেকে পুলিশের হ্যান্ডকাপ সহ পালিয়েছে হাবিব বিশ্বাস (৬০) নামে চুরি মামলার আসামি।  সোমবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। এরপর ঘটানাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসামি পালিয়ে যাওয়ার ৩ ঘন্টা পর একই এলাকার একটি ধান ক্ষেত থেকে হ্যান্ডকাপ উদ্ধার করেছে পুলিশ।তবে এখনো গ্রেফতার হয়নি হ্যান্ডকাফ সহ পালিয়ে যাওয়া ওই আসামী। এদিকে এলাকাসূত্রে জানা যায়, ওই এসআই শহিদুল হ্যান্ডকাফসহ গ্রেফতারকৃত আসামী হারানোর পর এলাকাবাসীর সহায়তায় আসামী ছেড়ে দেয়ার চুক্তিতে হ্যান্ডকাফ উদ্ধার করেন। বেতাগী থানা পুলিশ জানায়, বেতাগীর সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে গত সপ্তাহে। পরে, পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায়। এরপর এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় হ্যান্ডকাপ সহ দৌড়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়। বেতাগী থানার (ওসি) আনোয়ার