নওগাঁ'র রাণীনগরে নিখোজ শিক্ষার্থী তানজিলা'র সন্ধান মেলেনি ১৮ দিনেঃ
নওগাঁ'র রাণীনগরে নিখোজ শিক্ষার্থী তানজিলা'র সন্ধান মেলেনি ১৮ দিনেঃ আবু সাইদ চৌধুরী (রানীনগর নওগাঁ) নওগাঁর রাণীনগরে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি তানজিলা বানু (১৬) নামে এক শিক্ষার্থীর। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরী করেছেন মেয়েটির বাবা। থানায় ডায়েরী করার ১৫ দিন পেড়িয়ে গেলেও এখনো তানজিলার কোন সন্ধান পাওয়া যায়নি। এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পর থেকেই মেয়ের সন্ধান পেতে বিভিন্ন স্থানে দ্বারে দ্বারে ঘুড়ছেন বাবা শামসুর রহমান। নিখোঁজ তানজিলা বানু উপজেলার ভেটী গ্রামের শামছুর রহমান প্রামানিকের মেয়ে। সে ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন কারী ছাত্রী। নিখোঁজ তানজিলার বাবা শামসুর রহমান জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষায় আমার মেয়ে তানজিলা অংশগ্রহণ করেন। পরীক্ষার রেজাল্টে তানজিলা এক বিষয়ে ফেল করেন। এ নিয়ে মেয়ে তানজিলা মন খারাপ করে থাকলে আমরা তানজিলাকে কোন কথা বলেনি এবং তাকে আবার পরীক্ষার দেয়ানোর জন্য প্রস্ততি নিতে বলি। তানজিলার বাবা জানান গত ৪ জানুয়ারি রাত আনুমানিক ৮ টা...