পোস্টগুলি

নভেম্বর ১৩, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কীটনাশকের বোতল, নিষিদ্ধ জাল ও নৌকাজব্দ আটকঃ-২

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,,বাগেরহাট জেলা প্রতিনিধি,,, সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ২ ব্যাক্তিকে আটক করেছে বন প্রহরীরা। এসময় এদের কাছ থেকে জব্দকরা হয় দুইটি কীটনাশকের বোতল, নৌকা,নিষিদ্ধ জাল ও ককসেট।  গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার (১৪ নভেম্বর) ভোরে সুন্দরবনের নন্দবালা খালে অভিযান চালায় বন বিভাগের স্মাট টীম।ওই সময় কীটনাশক দিয়ে মাছ শিকারের সময়  হাতে নাতে আটক করা হয় সাদ্দাম হোসেন(২৬) ও ইয়াসিন শেখ(৩২) নামক দুই ব্যাক্তিকে। আটক দুই ব্যাক্তি মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্ধা বলে জানায় বন বিভাগ। সুন্দরবন চাদপাই রেঞ্জের গুইলশাখালী টহলফাঁড়ি ইনচার্জ শামসুল আরেফিন এতথ্য নিশ্চিত করে জানান,আটক ব্যাক্তিদের বন আইনে মামলা দায়ের শেষে  বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।##

সুবর্ণচরে বঙ্গবন্ধু স্মৃতি রৌপ্য কাপ ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত

ছবি
আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতি রৌপ্য কাপ  ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১৩ নভেম্বর) বিকাল তিনটায় পাংখার বাজার  উচ্চ বিদ্যালয়   মাঠে অনুষ্ঠিত এ খেলায় চরজুবিলী একাদশ ও চরজব্বার একাদশ  অংশ নেন। উক্ত খেলায় সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড.ওমর ফারুকের সভাপতিত্বে ও সুবর্ণচর উপজেলা আওয়ামী যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক যুবনেতা,আমির খসরু মাহমুদের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামূল করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এন্ড জে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এমপি পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরী।  এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চরজুবিলী ইউনিয়ন ও চরজব্বার ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ, এতোমধ্যে নৌকা প্রতিক ছাড়া উম্মুক্ত নির্বাচন করার জন্য  প্রধানমন্ত্রী বরাবরে চিঠি দিয়েছেন বলে তিনি দাবী করেন। এসময় তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আমির খসরু মাহমুদ কেমন ছেলে, সবাই একবাক্যে বলেন, ভালো ছেলে, তখন তিনিও বলেন আমির খসরু মাহমুদ আসলেই

কটিয়াদীতে সড়ক দূর্ঘটনায় চাচা-বাতিজা নিহত

ছবি
মো:মোফাসসেল সরকার, কিশোরগঞ্জ  প্রতিনিধি, কিশোরগঞ্জের কটিয়াদীতে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাচা-বাতিজা নিহত হয়েছে। ১৩ই নভেম্বর সন্ধা ৬টায় বুরুদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাহাদ হোসেন উরফে লাল মিয়া (৫৫)চাচা এবং বাতিজা রমজান মিয়া (৩০) নিজ এলাকা মান্দারকান্দি হতে রমজানের বোনের বাড়ি পুলেরঘাটে যাওয়ার পথে কটিয়াদী উপজেলার চারিপাড়া নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাচা-বাতিজা নিহত হয়েছে। নিহত রাহাদ হোসেন পাকুন্দিয়া উপজেলার মান্দারকান্দি গ্রামের সায়েদ আলীর ছেলে। নিহত রমজান মিয়া একই উপজেলার মাইন উদ্দীনের ছেলে। এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার ওসি তফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান:মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

মোংলা বন্দরে আসা মেট্রোরেলের মালামাল খালাস শুরুঃ নৌপথে পাঠানো হচ্ছে ঢাকায়

ছবি
মোঃআবুরায়হান ইসলাম,, মংলা উপজেলা প্রতিনিধি,,,,  ষষ্ট চালানে আসা মোংলা বন্দরে মেট্রোরেলের মালামাল শনিবার(১৩ নভেম্বর) সকাল থেকে খালাস কাজ শুরু হয়েছে।  একই সাথে নৌপথে পাঠানো হচ্ছে ঢাকার দিয়া বাড়ী মেট্রোরেলের ডিপোতে। এর আগে শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মেট্ররেলের ওইসব মালামাল নিয়ে পানামা  পতাকাবাহী এমভি ব্রাইট কোরাল জাহাজটি মোংলা বন্দরের  ৯ নম্বর জেটিতে ভিড়ে।  জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট  মের্সাস এনসিএন্ড স্টীমশীপ কোম্পানীর ব্যবস্থাপক অহিদুজ্জামান জানান, এই জাহাজে ৪ বগি ছাড়াও ৪২৩ মেট্রিক টন মেশিনারীজ মালামাল রয়েছে।  এবং ২৪ ঘন্টার মধ্যে জাহাজে থাকা সকল পন্য পল্টুনে  খালাস করে ঢাকায় পাঠানো হবে।  এর আগে পাঁচটি জাহাজে করে সর্বমোট ৪৪ টি বগি মোংলা বন্দরে মাধ্যমে দেশে আনা হয়।এসব বগি সংযোজন হয়ে ইতোমধ্যে বাস্তবে রুপ নিয়েছে। গত ২৯ আগষ্ট উত্তরা থেকেপল্লবী পর্যন্ত স্বপ্নের মেট্রোরেলের বাস্তবে পরীক্ষামূলক চলাচল শুরু হয়।  তিনি আরো জানান,সব মিলে ২০২২ সালের মধ্যে মেট্রোরেলের আরও ৯৮ টি বগি ও ইঞ্জিন আসবে।## মোংলা। ১৩-১১-২০২১

গাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও শ্রমিকদের মুজুরি পুনঃ নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক নেতা মিজানুর রহমান

ছবি
নিজস্ব প্রতিনিধি :- গাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ও শ্রমিকদের মুজুরি পুনঃ নির্ধারণের দাবি জানিয়েছে শ্রমিক নেতা মিজানুর রহমান  একান্ত সাক্ষাৎকারে দৈনিক দেশের বার্তা 24 কে  তিনি বলেন, বর্তমান সময়ে আমার এই  দেশে চাল ডাল সবজি খাদ্যপণ্য সহ নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের মূল্য দেড় গুণ বেশি হয়েছে। করোনার মহামারীর আঘাতে পোশাক শিল্পের শ্রমিক সহ সাধারন শ্রমজীবী মানুষের আয় কমেছে তারা কাজ হারিয়েছে তাদের আয় কমে যাওয়ায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার শ্রমজীবী মানুষদের অনাহার অপুষ্টিতে দিন কাটাতে বাধ্য হচ্ছে। বিভিন্ন সমীক্ষায় বলা হচ্ছে  করোনার দ্বিতীয় ঢেউয়ে এরপর প্রায় সোয়া তিন কোটি লোক নতুন করে দরিদ্রসীমার নিচে নেমে গেছে অথচ বিবিএস বলেছে আমাদের মাথাপিছু আয় ৩২৭ ডলার গত এক বছরে সেটা বৃদ্ধি পেয়েছে ২৫৫৪ ডলারে। এই পরিসংখ্যান প্রমাণ করে অধিকাংশ মানুষের পুষ্টিহীনতার মধ্যে দিয়ে অল্প কিছু মানুষের হাতে সম্পদ পূজিত হচ্ছে। এই এইরূপ পরিস্থিতিতে সরকার  শিল্প উৎপাদন পণ্য পরিবহনএবং কৃষি উৎপাদন সর্বোচ্চ ব্যবহৃত জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের মূল্য ২৩% বাড়িয়েছে আর জ্বালানি তেলের মূল্য ২৩ শতাংশ বাড়ানো