পোস্টগুলি

এপ্রিল ৭, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

খুলনায় র‍্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ৩৮৭৫ কেজি পলিথিন জব্দ; তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান

ছবি
  খুলনায় র‌্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ৩৮৭৫ কেজি পলিথিন জব্দ; তিনটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান।  অদ্য ০৬ এপ্রিল ২০২৩ তারিখ ১১.০০ হতে ১৫.০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিবেশ অধিদপ্তর, খুলনার সমন্বয়ে কেএমপি খুলনার সদর থানাধীন খানজাহান আলী হকার্স মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালীন নিষিদ্ধ ঘোষিত এবং পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রয় ও গুদামজাত করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা মোতাবেক ১। মোঃ লিমন (৩৮)কে ৩০,০০০/- টাকা, ২। মোঃ রনি(৩৬)কে ১৫,০০০/- টাকা এবং ৩। মোঃ রনি(৩৬)কে ২০,০০০/- টাকাসহ সর্বমোট ৬৫,০০০/- (পয়ষট্টি হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় জব্দকৃত ৩৮৭৫ কেজি পলিথিন উদ্ধার পূর্বক ধংস করা হয়।  অর্থদন্ড প্রাপ্ত ব্যক্তিদের ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানাকৃত অর্থ বিধি মোতাবেক সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

আশুলিয়ায় পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রাজিব আটক

ছবি
রবিউল ইসলাম -আশুলিয়া প্রতিনিধি- সাভারের আশুলিয়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. রাজিব হোসেন (২৫) কে ৫কেজি গাঁজাসহ আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী মো. রাজিব হোসেন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানাধীন দক্ষিণ কৈখালী এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার সামাদ ভূঁইয়ার বাসার ভাড়াটিয়া। এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে  আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রাজিব হোসেনকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ