পোস্টগুলি

নভেম্বর ৯, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নীলফামারীতে সবজি সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলায় সবজিসহ বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চারদিনের ব্যবধানে কেজি প্রতি ১০ থেকে ২০টাকা বেড়েছে ।  এসব সবজি সদর উপজেলার বাংলারহাট, রামগঞ্জ হাট,রামনগর,বাদিয়ার মোড়,টুপামারী,বালার পকর,লক্ষীচাপ,পলাশবাড়ী, ও চওরাহাট, সহ অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে বেশি উৎপাদন হয়।  এসব পণ্য স্থানীয় চাহিদা পূরণ করে রংপুর, বগুড়া ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের বাজারে জায়। এরপরও বিভাগীয় বা জেলা শহরের মতো সমমূল্যের হওয়ার শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অসহায় হয়ে পড়েছেন নিম্ন মধ্যবিত্ত ক্রেতারা। এদিকে কৃষকেরা জানান,রবি মৌসুমের শুরুতেই আকস্মিক বৃষ্টিপাত এবং পোকামাকড়ের আক্রমণে ফসল হানির ঘটনা ঘটেছে । ফলে সবজি চাষে ধস নেমেছে । চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে ।নীলফামারী সদরে সকালের কাঁচা বাজারের সবজি বিক্রেতা আব্দুস মিয়া জানান,  চারদিনের ব্যবধানে সবজি কেজিতে ৫থেকে ১০টাকা বেড়েছে। চিচিঙ্গা প্রতি কেজি ৫০ টাকা থেকে ৬০টাকা, বেগুন (দেশি)৪০ টাকা থেকে ৬০টাকা, কাঁচামরিচ ৮০ টাকা থেকে ১০০টাকা, বরবটি ৪০ টাকা থেকে ৬০ টাকা, গাজর ১শ টাকা থেকে ১শ২০ট