পোস্টগুলি

অক্টোবর ১৮, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ট্রাভেল এজেন্ট হত্যার রহস্য উদ্ঘাটন করল পিবিআই পিবিআই গাজীপুর জেলা

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ :-ট্রাভেল এজেন্ট হত্যার রহস্য উদ্ঘাটন করল পিবিআই পিবিআই গাজীপুর  জিএমপি, গাজীপুর এর বাসন থানাধীন টানা কড্ডা সাকিনস্থ তাকওয়া ফার্মেসী এলাকার বহুল আলোচিত চাঞ্চল্যকর ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী হেদায়েত লস্কর এর হত্যা মামলার আসামী গ্রেফতার করল পিবিআই গাজীপুর জেলা। মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ১। আনোয়ার হোসেন (৩৪), পিতা-মৃত সরাফত আলী, সাংশাহজাতপুর খান পাড়া, থানা-মেলান্দহ, জেলা-জামালপুর, এ/পি. সাং-টান কড্ডা, খোয়ারপাড়া ওয়াজ উদ্দিনের বাড়ী, থানা-বাসন, জিএমপি, গাজীপুর, ২। ফারুক আহম্মেদ (৫২), পিতা-মৃত বারেক শেখ, সাং-দিঘীরচালা চান্দনা চৌরাস্তা, থানা-বাসন, জিএমপি, গাজীপুর দ্বয়কে ইং ১৫/১০/২০২২ তারিখ রাত ২২.০০ ঘটিকার সময় এসআই (নিঃ), মিজানুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে জিএমপি, গাজীপুর এর বাসন থানাধীন টান কড্ডা এলাকা হতে গ্রেফতার করা হয়। এজাহারের সংক্ষিপ্ত বিবরন অত্র মামলার ভিকটিম হেদায়েত লস্কর (৪২), পিতা-মৃত আবুল কাশেম লস্কর, মাতা-মৃত  হাজেরা বেগম, সাং-বাঐসোনা, থানা-নড়াগাতি, জেলা-নড়াইল, এ/পি. সাংকড্ডা গোলটেক, থানা-বাসন, জিএমপি,  গাজীপুর একজন ট্রাভেল এজেন্সির ব

ঢাকার কেরাণীগঞ্জ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ কে গ্রেফতার করেছে র‍্যাব

ছবি
নিজস্ব প্রতিনিধি- কেরাণীগঞ্জ এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জানাতে পারে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় কতিপয় ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল ১৭ অক্টোবর ২০২২ খ্রিঃ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন শহীদনগর রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ০৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ কুদ্দুস (৩৫), ২। আক্কাছ (৪৮), ৩। মোঃ কামাল (৩৫), ৪। মোঃ রুবেল (২৫), ৫। মোঃ সোহেল (২৫), ৬। মোঃ তুষার (২৬) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছোট বড় ০৬ টি ছোড়া, ০৭টি মোবাইল ফোন ও নগদ- ২৫০০/-(দুই হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।