পোস্টগুলি

এপ্রিল ২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আশুলিয়ায় ঝুট ব্যবসা দন্দে প্রতিপক্ষের অফিসে হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর আহত-২

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-সা ভারের  আশুলিয়া য় ঝুট ব্যবসায় আধিপত্ত্য বিস্তারকের কেন্দ্র প্রতিপক্ষের অফিসে হামলা চালিয়ে হত্যার চেষ্টা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটনায় হামলাকারী সন্ত্রাসীরা। শনিবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক কিংবা অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আশুলিয়ার নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকার আঞ্জুমান ডিজাইনারর্স লিমিটেড কারখানায় দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা করে আসছে জমির প্রতিবেশী সাবেক মেম্বার আবু সামা মৃধা। গত কয়েকদিন ধরে বাহাদুর মৃধা নামে একজন ব্যক্তি ওই কারখানার ঝুট ব্যবসা দখলের পায়াতারা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সাবেক মেম্বার আবু শামা মৃধা তার বাড়ির সামনে নিজ অফিসে বসে ছিলেন। এসময় বাহাদুর মৃধা ও এলাকার শীর্ষ সন্ত্রাসী রনি ভূইয়ার নেতৃত্বে ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী শামা মৃধার অফিসে হামলা চালিয়ে দেশীয়

আশুলিয়ায় হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগঃ- ঢাকার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে ৫৩৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।   র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ ২০২২ ইং তারিখ ২১.৫০ ঘটিকার সময় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩৩ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ২৫৩০/- টাকা এবং ০১ টি মোবাইলসহ নিম্নোক্ত ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ মোঃ আকরাম আলী (৩৬), জেলা-রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় ক

মঠবাড়িয়ায় ডি‌বি পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক-১

ছবি
             পঙ্কজ মিত্রঃ মঠবা‌ড়িয়া(‌পি‌রোজপুর)প্র‌তি‌নি‌ধিঃ পিরোজপুর জেলা দক্ষিণ ডিবি (মঠবাড়িয়া অঞ্চল) পুলিশ অভিযান চালিয়ে নিজাম হাওলাদার (২৮) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত নিজাম উপজেলার ভেচকি গ্রামের কাদের ওরফে মিজানুর রহমানের ছেলে। থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৌর শহরের সদর রোডের সমবায় ব্যাংকের সম্মখ সড়ক এলাকা থেকে নিজামকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া থানা ওসি মুহা. নূরুল ইসলাম বাদল মঠবাড়ীয়া সমাচারকে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় হাওলাদার বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।