পোস্টগুলি

জুন ১২, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কলাপাড়ায় দুই সন্তানের জননীকে জোর পূর্বক ধর্ষণের দায়ে মামলা ধর্ষক গ্রেফতার।

ছবি
মোঃ জাফর ইকবাল :কলাপাড়া প্রতিনিধি :কলাপাড়ায় দুই সন্তানের জননীকে জোর পূর্বক  ধর্ষণের অপরাধে মোঃ ইয়াকুব আলী কেনান (৫০) নামের এক দিন মজুরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই ধর্ষণের স্বীকার  দুই সন্তানের জননী বাদী হয়ে ইয়াকুব আলী কেনানকে আসামী করে ১২ জুন  রবিবার সকালে  কলাপাড়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনের ৯’র (১) ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই ওসি মোঃ জসিম এর নির্দেশনায় থানার উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন এর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম মধুখালী গ্রাম থেকে  মোঃ ইয়াকুব আলী কেনানকে  গ্রেফতার করেন। মামলাসূত্রে জানা গেছে কলাপাড়া উপজেলার পশ্চিম মধুখালী গ্রামের পালিত পিতা হাতেম গাজীর বাসায় থাকতেন ঐ দুই সন্তানের জননী। ধর্ষক ইয়াকুব আলী রাতের আধারে কৌশলে ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ধর্ষক ইয়াকুব আলী কেনান মিঠাগঞ্জ ইউপির পশ্চিম মধুখালী গ্রামের মৃত আঃ মজিদ আকন এর ছেলে। ন্যক্কারজনক এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার হওয়ার পাশাপাশি এলাকায় নিন্দার ঝড় বইছে।   এ ব্যপারে  কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি  মো. জসিম গণমাধ্যমকে  জানান  আসামীকে গ্রেফতার করে  বিজ্ঞ আদালতে

ঘুমন্ত স্ত্রী কে শিল পাটা দিয়ে আঘাত করে শ্বাসরোধ করে হত্যা, ঘাতক স্বামী আটক

ছবি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ মণ্ডলপাড়া এলাকার আনোয়ার মণ্ডলের বাড়িতে বৃহস্পতিবার রাতে শিল-পাটা দিয়ে মাথায় আঘাতের পর শ্বাসরোধে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। নিহত আকলিমা আক্তার (২২) ভোলা সদর উপজেলার রামদাসপুর গ্রামের মাহবুব আলমের মেয়ে। এ ঘটনায় স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আকবর একই গ্রামের আমির হোসেনের ছেলে। স্বামী-স্ত্রী ৫ মে ঢাকার মিরপুর থেকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আনোয়ার মণ্ডলের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করে আসছেন। গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী ঘুমন্ত স্ত্রী আকলিমাকে শিল-পাটা দিয়ে মাথায় আঘাত করে। এ সময়ে আকলিমা জেগে উঠলে স্বামী আকবর আলী আবার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনাটি বাড়ির মালিক আনোয়ার মণ্ডল জানতে পেরে আকবর আলীকে আটক করেন। রাতেই খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করে। কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান মনির জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী আকবর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।মামলা পক্রিয়ধিন।

বোন কে ইভটিজিং এর প্রতিবাদ করায় ভাই কে মারধোর, আটক ২ বকাটে

ছবি
 বখাটে কর্তৃক বোনকে ইভটিজিং এবং ভাইয়ের প্রতিবাদ অতঃপর ভাই ও বোনকে নির্যাতনের ঘটনা ভাইরাল। জেলা পুলিশের তৎপরতায় নির্যাতনকারী দুইজন বখাটে গ্রেফতার। গত ৩১/০৫/২০২২ খ্রিঃ তারিখ ভিকটিম মোনাফ (১৯), পিতা-মৃত হাবিব উল্লাহ, তার বোন নাফিজা আক্তার রিনা(১৮)’কে নিয়ে তাদের পুরাতান বাড়ী কুতুবদিয়া পাড়া ফদনার ডেইল হতে নিজ বাড়ীতে যাওয়ার পথে খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের বেক্সিমকো কোম্পানীর বেড়ী বাধের রাস্তার উপর সন্ধ্যা অনুমান ০৫:৩০ ঘটিকার সময় পৌছালে স্থানীয় তিনজন বখাটে পথরোধ করে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করতে থাকে। ভাই মোনাফ (১৯) ইভটিজিং এর প্রতিবাদ করলে অভিযুক্ত বখাটেরা তাকে সহ তার বোনকে বেধরক মারধর ও বোনকে শ্লীলতাহানী করে।  গত ১১/০৬/২০২২ খ্রিঃ তারিখ ভাই ও বোনকে প্রকাশ্যে মারধরের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলা পুলিশের তাৎক্ষণিক প্রচেষ্টায় জেলা পুলিশের একাদিক টিম নির্যাতনকারী বখাটেদের গ্রেফতারের অভিযান পরিচালনা করে অভিযুক্ত বখাটে ১। রায়হান(২০), পিতা-সুরত আলম, সাং-মনুপাড়া, খুরুশকুল, ২। মোঃ আরমান (২০), পিতা-নুরুন্নবী, সাং-কুলিয়া পাড়া, খুরুশকুল, থানা ও জেলা-কক্সবাজারদের গ্রেফতার করে।  গ্রেফতার

যাত্রী বেশে ডাকাতি সহ ধর্ষন করত র‍্যাবের হাতে গ্রেফতারকৃত তাকাত চক্র

ছবি
 রাকিবুল ইসলাম সোহাগ :- সম্প্রতি ঢাকার আশুলিয়ায় হানিফ পরিবহন ও গোপালগঞ্জের কাশিয়ানীতে স্টার লাইন পরিবহনের বাসে ডাকাতির ঘটনা ঘটে। ওই দুইটিসহ বিভিন্ন সময়ে দূরপাল্লার বাসে ডাকাতির সঙ্গে জড়িত আন্তঃজেলা ডাকাতচক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারের সময় তারা ডাকাতি প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দেশি ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র‌্যাব বলছে, এই ডাকাত চক্রটি গত দেড় বছরে যাত্রীবেশে মহাসড়কে ১৫টির বেশি ডাকাতি করেছে। চক্রের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কারাগারে গিয়ে তারা জামিন নিয়ে এসে আবারও ডাকাতির কাজে লিপ্ত হন। এছাড়া ঢাকা-দিনাজপুরগামী একটি বাসে ডাকাতির সময় ধর্ষণের মতো ঘটনা ঘটান তারা। রোববার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন জানান এর আগে শনিবার (১১ জুন) রাতে ডাকাতির প্রস্তুতিকালে ঢাকার আশুলিয়া এলাকা থেকে র‌্যাব সদরদপ্তরে

আল্লাহর দান বিরিয়ানিতে ছিলো না কুকুরের মাংস,ছিলো ত্রিনভুজ প্রানীর মাংস

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-আল্লাহর দান বিরিয়ানিতে ছিলো না কুকুরের মাংস,ছিলো ত্রিনভুজ প্রানীর মাংস ঢাকার আশুলিয়ার নরসিংহপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫ থেকে জব্দ করা মাংস কুকুরের ছিল না বলে মত দিয়েছেন গবেষকরা। এমন রিপোর্ট এসেছে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে। বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম। শনিবার (১১ জুন) রাতে প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, পুলিশের জব্দ করা মাংস ঢাকার পরীক্ষাগারে পাঠানোর ২৫ দিন পর পরীক্ষার রিপোর্ট আসে। সেখানে জব্দকৃত মাংস কুকুরের নয় বলে মত দিয়েছেন গবেষকরা। রিপোর্টটি আশুলিয়া থানায় পাঠানো হয়েছে বলেও জানালেন তিনি। যোগাযোগ করা হলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, প্রাণিসম্পদ অধিদফতরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তারা এটি পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে মাংসটি কুকুরের নয়। তবে কিসের মাংস সেটি জানায়নি তারা।   অনুসন্ধান গবেষণাগার এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম আজম চৌধুরী বলেন, আমরা মাংসের নমুনা পিসিআর টেস্ট ও মলিক্যুলার টেস্ট করে দেখেছি সেটি কুকুরের