পোস্টগুলি

ডিসেম্বর ৭, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যে কোন অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবেঃচসিক মেয়র

ছবি
 যে কোন অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবেঃ মেয়র চসিক অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির মতবিনিময় সভা ।। আটটি রাজস্ব সার্কেলে সংকট নেই, তবে পেশাগত দক্ষতার সংকট আছে এস এম কায়সারঃ চট্টগ্রাম প্রতিনিধি। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমাদের নিজস্ব আয়ের উৎস হচ্ছে রাজস্ব খাত। চসিকের ব্যয়ের বিস্তার ও পরিধি বাড়লেও আনুপাতিকহারে রাজস্ব আয়ের পরিধি বাড়েনি। কারণ এর উপর নির্ভর করে থাকা যায়না। তাই এই খাতে গতিশীলতা ও পরিধি বৃদ্ধি প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন স্বচ্ছতা ও পেশাগত দায়বদ্ধতার ফলে চসিকের সক্ষমতা বৃদ্ধি পাবে। গতকাল মঙ্গলবার আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কে.বি আবদুচ সাত্তার মিলনায়তনে রাজস্ব বিভাগে অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত রাজস্ব আদায় বৃদ্ধি সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, চসিকের আটটি রাজস্ব সার্কেলে তেমন জনবল সংকট নেই। তবে পেশাগত দক্ষতার সংকট আছে। তাই ক্ষেত্রবিশেষে রাজস্ব আদায় অত্যন্ত নিম্ন। কিছু অনিয়ম ও স্বচ্ছতার অভাব আগেও ছিল এখনোও তা কমেনি। এক্ষেত্রে নতুন করে যাতে কোন অভিযোগ না আসে সেজন্য সচেষ্ট হতে হবে। অভ

শিল্প কারখানার উন্নয়নে মালিক শ্রমিকের সু সম্পর্ক রাখতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
  মোঃ সোহাগ (ঢাকা)- কারখানা যথাযথভাবে চলতে হলে মালিক-শ্রমিক সুসম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘মালিকদের সবসময় মনে রাখতে হবে, এই শ্রমিকরা শ্রম দিয়েই কিন্তু তাদের কারখানা চালু রাখে এবং অর্থ উপার্জনের পথ করে দেয়। আবার শ্রমিকদেরও এ কথা মনে রাখতে হবে যে, কারখানাগুলো আছে বলেই কিন্তু তারা কাজ করে খেতে পারছেন। তাদের পরিবার-পরিজনকে লালন-পালন করতে পারছেন বা তারা নিজেরা আর্থিকভাবে কিছু উপার্জন করতে পারছেন। কারখানা যদি ঠিকমতো না চলে, তাহলে নিজেদেরই ক্ষতি হবে। কাজেই যে কারখানা আপনার রুটি রুজির ব্যবস্থা করে অর্থাৎ খাদ্যের ব্যবস্থা করে বা আপনার জীবন-জীবিকার ব্যবস্থা করে সেই কারখানার প্রতি যত্নবান হতে হবে।’ বুধবার (০৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড-২০২০ প্রদান এবং মহিলা কর্মজীবী হোস্টেলসহ আটটি নবনির্মিত স্থাপনার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক সময় দেখি, বাইরে থেকে কিছু কিছু শ্রমিক নেতারা আছেন, তারা হয়তো উস্কানি দেয় বা কোনো কোনো মহল উস্কানি দেয়, অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্

আবরার হত্যা মামলায়,২০ জনকে মৃত্যুদন্ড ৫ জনকে যাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত

ছবি
  ঢাকা প্রতিনিধি :- আবরার হত্যা মামলায়,২০ জনকে মৃত্যুদন্ড ৫ জনকে যাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত  বাংলাদেশ  প্রকৌশল বিশ্বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে মহামান্য আদালত। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।  শুধুমাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে একই বছরের ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান। চার্জশিটে ২৫ জনকে আসামি করা হয় এবং রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়, ৬০ জনকে। চার্জশিট দাখিলের পর ২০২০ সালের ১৫ মার্চ মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তরের আদেশ দিয়ে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। একই বছরের ১৪ সেপ্টেম্বর মামলাটি চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন দ্র

হবিগঞ্জের চুনারুঘাটে বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করেছে তার নিজ বাবা।

ছবি
  হবিগঞ্জ সিলেট,প্রতিনিধি :-হবিগন্জের চুনারুঘাটে বন্ধুকে সঙ্গে নিয়ে নিজের মেয়েকে ধর্ষণ করেছে তার নিজ বাবা।   এ ঘটনায় মঙ্গলবার রাত ১০টার দিকে বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় হাজির হন ১৩ বছর বয়সী কিশোরী। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার আলীনগর গ্রামে। অভিযুক্তরা হলেন- একই গ্রামের ৪০ বছর বয়সী খলিল মিয়া ও বালুমারা গ্রামের ৩৫ বছর বয়সী আব্দুল হক। ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানান, তিনি পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। পরে আর তাকে লেখাপড়া করতে দেননি বাবা। এরপর বাড়িতে থাকতেন। কাজের সুবাদে মা বাইরে থাকলে তাকে ধর্ষণ করতেন বাবা ও তার ব্ন্ধু। এক সপ্তাহ ধরে তার ওপর অমানবিক নির্যাতন চলে। একপর্যায়ে বাধ্য হয়ে বিষয়টি দাদিকে জানান। পরে মঙ্গলবার রাতে কিশোরীকে নিয়ে চুনারুঘাট থানায় আসেন দাদি। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম বলেন, এ ঘটনায় অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরী। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর সার্কেলের এএসপি মহসিন আলম মুরাদ ও চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ। খুব দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে। Facebook T

শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমাদুলহক শামীমের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি  দূরারোগ্য লিভার সিরোসিস ব্যাধিতে আক্রান্ত শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার এবং  সুন্দরবন টুয়েন্টিফোর মিডিয়ার সম্পাদক  মোঃ এমাদুল হক শামীমের  রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর)বিকালে শরণখোলা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা,সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান মিলন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি এম,এ রসিদ আকন,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা, সহ সভাপতি মোঃ মিজানুর রাকিব, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক রোকুনুজ্জামান বিপ্লব,সাংবাদিক মোঃ সেলিম হায়দার , মোঃ মাসুম বিল্লাহ, মোঃ শাহীন হাওলাদার,মোঃ মাসুদ মীর,মোঃ সুমন হোসেন, নঈন আবু নাঈম ও মোঃ শাওন হোসেন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রায়েন্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মনিরু

পলিথিন রাখার অপরাধে চকবাজারে দুই ব্যবসায়ীকে জরিমানা

ছবি
এস এম কায়সারঃ চট্টগ্রাম  পলিথিন রাখায় নগরের চকবাজারের (কাঁচাবাজার) দুই ব্যবসায়ীকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বলেন, পলিথিনমুক্ত পরিবেশবান্ধব নগর গড়ার লক্ষ্যে গত ১ ডিসেম্বর থেকে কাজীর দেউরী বাজার, চকবাজার ও কর্ণফুলী বাজারকে পলিথিনমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ (গতকাল) তিন বাজারেই অভিযান চালানো হয়। কাজীর দেউরী ও কর্ণফুলীতে পলিথিন পাওয়া যায়নি। চকবাজারে দুইজন দোকানদারের কাছে পাওয়া যায়। এদের একজনকে এক হাজার টাকা এবং অপর জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

মাতৃসদন এন্ড সার্জিক্যাল ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান

ছবি
মোঃ সুজন সিকদার  মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ পটুয়াখালী মির্জাগঞ্জে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভৃমি) মোঃ রায়হানুজ্জামান এর নেতৃত্বে   ফেইসবুকে ডাক্তার ছাড়া অপারেশন এর ভিডিও ভাইরাল হওয়ায় মির্জাগঞ্জ মাতৃসদন এন্ড সার্জিক্যাল ক্লিনিকে অভিযান চালিয়ে কর্তব্যরত কোন ডাক্তার না পাওয়ায় ক্লিনিকের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা,স্যানিটারী ইন্সপেক্টর ও মির্জাগঞ্জ থানার পুলিশ সদস্য। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হানুজ্জামান সাংবাদিকদের বলেন , অভিযান পরিচালনার সময় ক্লিনিকের মালিককে পাওয়া যায়নি। ক্লিনিকের ইনডোরে ২ জন সিজারিয়ান রোগী ভর্তি পাওয়া যায়। এছাড়া ডিউটি ডাক্তার, গাইনি সার্জন, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ও রোগীদের প্রেসক্রিপশনে কোনো চিকিৎসকের নাম পাওয়া যায়নি। তাই ক্লিনিকের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দিলরুবা ইয়াসমীন বলেন,মাতৃ সনদ ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ