পোস্টগুলি

নভেম্বর ১৪, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নীলফামারীতে পুনরায় ভোট গননার দাবীতে মানব বন্ধন

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে পুনরায় ভোট গননার দাবীতে মানববন্ধন করেছে হাজার হাজার জনতা। ১৩ ই নভেম্বর শনিবার লক্ষীচাপ ইউনিয়নে বেলতলী বাজারে এলাকা বাসীর আয়োজনে মোটর সাইকেল প্রতীক মার্কার প্রার্থী বীরমুক্তি যোদ্ধা শ্যামচরন রায় ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল আনারস প্রতীক প্রার্থী আমিনুর রহমান এর বিজয় ফলাফল গড়মিল এর অভিযোগ এনে পুনরায় ভোটগননার দাবী জানিয়ে হাজার হাজার জনতা মানববন্ধনে সামিল হয়েছ। এবং জেলা নির্বাচন অফিসারকে লিখিত অভিযোগ দায়ের করেছে।রাস্তার দুই ধারে মাথায় পড়া ক্যাপ হাতে লেখা ব্যানার নিয়ে দাড়িয়ে থাকা পুরুষ মহিলা মিলে স্লোগান তুলে পুনরায়ভোট গুনতে হবে,এই রেজাল্ট মানিনা মানবো- না,ভোট কারচুপি মানিনা। মানববন্ধন অনুষ্ঠানে নেতৃত্ব ভোট কারচুপির অভিযোগ নিয়ে তিব্র প্রতিবাদ জানান এবং নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ও মটর সাইকেল প্রতীক প্রার্থী শ্যামমচরন রায়,৪ নং ওয়ার্ডের আলিয়ার রহমানের ছেলে লেমন রহমান,৮নং ওয়ার্ডের আবুল হোসেন,৫ নং ওয়ার্ডের সম্ভুনাথের ছেলে ডালিম রায়,৪ নং ওয়ার্ডের তোফার উদ্দিনের ছেলে মশিউর রহমান প্রমুখ।

"নীলফামারীতে হিজরার নাচ

ছবি
আবেদীন হক নীলফামারী প্রতিনিধিঃ নির্বাচনী আচারন বিধি উপেক্ষা করে বাদ্য যন্ত্র বাজিয়ে হিজরা নাচিয়ে আনন্দ করছে ৭ নং কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রউফ চৌধুরী।  নীলফামারীতে ২য় ধাপে নির্বাচনে সদর উপজেলার ৭ নং কচুকাটা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে( ৬১০০) ভোটে বিজয় লাভ করেন আঃ রউফ চৌধুরী গতকাল বিকাল ৪ টায় কচুকাটা ইউনিয়নের ১ ওয়ার্ডের জোড়জুম্মা  কোরানী পাড়াবাসী টাকার মালা দিয়ে বরণ করে নেন নির্বাচিত চেয়ারম্যান আঃ রউফ কে। সেখানে বিকাল ৩ টা থেকে বাদ্য যন্ত্র বাজিয়ে হিজরার নাচিয়ে আনন্দে মুখরিত হয় চেয়ারম্যান সহ কচুকাটার ১ নং ওয়ার্ড বাসী যাহা নির্বাচনি আচারণ বিধি উপেক্ষা করে একালাবাসী বলেন, এই সমস্ত কার্যাদিকে সমর্থন করছেন চেয়ারম্যান আঃ রউফ চৌধুরী।  সর্বশেষে বিজয় বরণ অনুষ্ঠান থেকে একটি আনন্দ র‍্যালী বের হয়ে ১ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া ঘুরে আসেন নির্বাচিত চেয়ারম্যান আঃ রউফ চৌধুরী এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আফতাফ উজ্জামান এর সাথে মুঠোফোনে কথা বললে, তিনি বলেন কোন বাদ্যযন্ত্র বাজিয়ে নাচ গান করিয়ে ও  র‍্যালী বের করা নির্বাচনি বিধি মালায় পরে না।