রাজধানীর তুরাগ থেকে গাড়ী চোর চক্রের দুইজনকে আটক করছে র‍্যাব ৪

 তুরাগ প্রতিনিধি:-রাজধানী ঢাকার তুরাগ থানাধীন এলাকা হতে সংঘবদ্ধ গাড়ি চোরাকারবারী চক্রের ০২ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ চোরাইকৃত ০১ টি পিকআপ উদ্ধার।


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।


গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঢাকা মহানগরীর একটি গাড়ি চোর চক্র দীর্ঘদিন যাবৎ গাড়ি চুরি করে গাড়ীর মালিকদের নিকট হতে মোটা অংকের টাকা দাবী করতঃ অন্যথায় গাড়ীর প্রয়োজনীয় যন্ত্রাংশ অবৈধভাবে খুচরা মূল্য বিক্রয় করে দিত। এরই প্রেক্ষিতে ইং ২৮/১১/২০২১ তারিখ ভিকটিম র‌্যাব-৪ বরাবর তার গাড়ী চুরি যাওয়ার বিষয়ে একটি অভিযোগ দায়ের করলে র‌্যাব-৪ উক্ত অভিযোগটি আমলে নিয়ে ছায়াতদন্ত করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইং ২৮/১১/২০২১  তারিখ বিকেল ১৭.১০ ঘটিকার সময় ঢাকা মহানগরীর তুরাগ থানাদীন বাউনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে চারাইকৃত ০১ টি পিকআপসহ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের নিম্নোক্ত ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ


 মোঃ শরিফ (২২), জেলা- ঢাকা,


মোঃ নাজমুল হোসেন (৩৫), জেলা- ঢাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় তাদের নাম-ঠিকানা সহ পলাতক সহযোগী আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে। আসামীদ্বয় আরো জানায় যে, তারা একটি সংঘবদ্ধ গাড়ী চোরাই চক্রের সদস্য। ধৃত আসামীদ্বয় পলাতক আসামীদের সহায়তায় পূর্ব পরিকল্পনা মতে পরষ্পর যোগসাজসে ঢাকা জেলার বিভিন্ন এলাকা হতে পিকআপ ভ্যান চুরি করে নিজেদের দখলে রেখে গাড়ীর মালিকদের মোবাইল নম্বরে ফোন করে তাদের নিকট হতে বিকাশ ও নগদ সহ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিপুল পরিমান টাকা দাবি করতো। কেউ টাকা দিতে না চাইলে আসামীরা তাদের চুরিকৃত গাড়ীর বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রাংশ খুলে তা বিভিন্ন মটরস এর দোকানে খুচরা মূল্যে অবৈধভাবে বিক্রয় করে দিতো। এভাবে ধৃত আসামীদ্বয় পলাতক অন্যান্য সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন যাবত অসংখ্য পিকআপ ভ্যান গাড়ী চুরি করে মোটা অংকের বিপুল পরিমান টাকা আদায় করে বলে ধৃত আসামীদ্বয় স্বীকার করে। এ চক্রের আরও অনেক পলাতক সদস্য পলাতক রয়েছে। যাদের গ্রেফতারে র‌্যাবের অভিযানিক দল তৎপর রয়েছে।


উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ চোরাকারবারী দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০