পোস্টগুলি

নভেম্বর ১৫, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

ছবি
গাজীপুর প্রতিনিধি- মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।   গত ১৫ই  নভেম্বর, ২০২২ খ্রিঃ  সকাল ১০ঃ০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম,বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে জিএমপির কল্যাণ সভা এবং দুপুর ১২.০০ ঘটিকায় জিএমপি হেডকোয়ার্টারে অক্টোবর /২০২২ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।  আজকের কল্যাণ সভায় পুলিশ কমিশনার মহোদয়  জিএমপির প্রত্যেক ইউনিটের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যদের ফোর্সের কল্যাণ নিশ্চিত করার এবং ফোর্সদের বিধি মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করার নির্দেশনা প্রদান করেন।  অক্টোবর/২২ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সম্মানিত পুলিশ কমিশনার তদন্ত প্রক্রিয়াকে গবেষণার সাথে তুলনা করে তদন্তের সৌন্দর্য এবং প্রসিকিউশান নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের নির্দেশনা প্রদান করেন। কমিশনার মহোদয় বলেন গাজীপুর মেট্রোপলিটনে মাদক,ডাকাতি,ছিনতাই,চুরি ও মলমপার্টি সম্পর্কিত কোন চক্র থাকবে না। তিনি মাদকের উৎস খুঁজে প্রকৃত মাদক ব্যাবসায়ীদের পরিচয় খুঁজে বের করা এবং রুজুকৃত মামলা ও অভিযোগ সমূহের দ্রুত আইনগত ব্যবস্থা গ

পাশেই পড়ে আছে স্ত্রীর নিথর দেহ রক্তমাখা ব্যাগ হাতে স্বামীর অজস্র কান্না

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ :-পড়ে আছে স্ত্রীর নিথর দেহ, রক্তমাখা ব্যাগ হাতে স্বামীর বিলাপ। রক্তমাখা ব্যাগ হাতে স্বামী রবিউলের বিলাপ। পাশেই পরে আছে স্ত্রী ইভার নিথর দেহ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিশ্চিন্তপুরে অজ্ঞাত লরির চাপায় স্বামীর সামনেই প্রাণ হারিয়েছেন স্ত্রী ইভা (২০)। এসময় মোটরসাইকেল চালক স্বামী রবিউল আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভা সেনানিবাস এলাকার ময়নামতি আকাবপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকার নিশ্চিন্তপুরে উল্টো পথে আসা একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি লরি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইভা মারা যান। এছাড়া মোটরসাইকেল চালক স্বামী রবিউল আহত হন।

রাজধানীর কমলাপুর থেকে ১০০০০ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

ছবি
ক্রাইম নিউজ-রাজধানীর কমলাপুর থেকে ১০০০০ পিস ইয়াবাসহ ০২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি - রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র গোয়েন্দা-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ নেছার আহম্মেদ রনি ও মোঃ আরাফাত হোসেন রিপন (২৫)। এসময় তাদের হেফাজত থেকে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার (১৪ নভেম্বর ২০২২ খ্রি.) দুপুর ০১:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ রনি ও আরাফাতকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেনের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং উত্তরা জোনাল টিমের টিম লিডার