পোস্টগুলি

অক্টোবর ৯, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্লু লেস হত্যা মামলার আসামি কে রাজধানী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

ছবি
 ময়মনসিংহ প্রতিনিধি-সিপিস-১,র‍্যাব-১৪ এবং সিপিসি-১, র‍্যাব-১ এর যৌথ অভিযানে নেত্রকোনা  জেলার কলমাকান্দা থানাধীন চাঞ্চল্যকর ক্লুলেস স্কুল ছাত্র সাগর হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারী  রাজধানীর বসুন্ধরা এলাকা হতে গ্রেপ্তার*। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোঃ  হিরণ  মিয়া (২৮) স্বীকার করে  যে, পিংকি'র মা সেলী হিরণকে রামপুর থেকে ভিকটিম  সাগরকে হাজীগঞ্জ নিয়ে আসার জন্য পাঠায়। হিরণ সেলীকে বলে আমার সাথে সাগর কেন আসবে। সেলী উত্তরে হিরণকে জানান, পিংকি সাগরকে হাজীগঞ্জ আসতে বলেছে। তারপর হিরণ সাগরকে হাজীগঞ্জ ঘাটে নিয়ে আসলে পিংকির মামা জুয়েল সাগর ও হিরণকে সারকোনা জুয়েলের বাড়ি নিয়ে যায়। জুয়েলের বাড়ি পৌছানোর সাথে সাথে রেহেন সাগরকে জুয়েলের ঘরে নিয়ে যায় এবং জুয়েল, সুজাত, জয় এবং রেহেন সবাই দড়ি দিয়ে সাগরের গলা ও হাত বেঁধে ফেলে। জুয়েল, সুজাত, জয় এবং রেহেন সাগরকে বাঁশের কঞ্চি ও বেতের লাঠি দিয়ে মারতে থাকে এবং বলতে থাকে আজ তোরে মেরেই ফেলবো। আনুমানিক ৪০ মিনিট পর্যন্ত সাগরকে নির্মমভাবে পেটানোর পর সাগর মারা যায়।  তারপর তারা (জুয়েল, সুজাত, জয় এবং রেহেন) সাগরের লাশ জঙ্গীয়ার বিলে ফেলে দেয়। হত্যার সাথে জড়িত অন্যান্য আসাম