পোস্টগুলি

ফেব্রুয়ারী ১, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বরিশালের বাকেরগঞ্জে খ্রীষ্টান পল্লীতে ৬ জনকে অচেতন করায় ১ জনের মৃত্যু। বিচারের দাবীতে মানববন্ধন

ছবি
জাকির জমাদ্দার বাকেরগঞ্জ প্রতিনিধি ঃবরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৩নং পাদ্রিসিবপুর ইউনিয়নে খ্রীষ্টান পল্লীতে নারকীয় হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসুচী পালন করছে এলাকাবাসী। মেলকাম ডি কস্তার বসত বাড়িতে গত ৩০/০১/২০২২ ইং তারিখ গভীর রাতে একই পরিবারের ৬ জনকে অজ্ঞান করে র্দুবৃত্তরা। ধারনা করা হচ্ছে পিছনের জানালা দিয়ে প্রবেশ করে পরিবারে সবাইকে কিছু খাইয়ে অথবা ঘৃরান নাকের কাছে নিয়ে বৃদ্ধ পিতা মাতা সহ সকলেই অচেতন করে ফেলে তারা। সকালে দিন মজুর এবং মেলকাম ডি কস্তার স্যলক হিরা মজুমদারের ছেলে সিপন গোমেজ কাজের জন্য ডিইক গোমেজকে কাজে যেতে দেরী হওয়ায় ডাকতে আসলে প্রথমে তিনি কাউর সারা শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করলে পরিবারে ৬ জন সদস্যকেই বিভিন্ন স্থানে অচেতন অবস্থায় পরে থাকতে দেখতে পান। কাইকে বাথরুমে কাউকে মেঝে পরে থাকতে দেখেন এসময় এলাকা বাসী এসে প্রথমে বাকেরগঞ্জ থানায় সংবাদ দিয়ে তাদেরকে হাসপাতালে আনা হয়। দুজনের অবস্থা আশংকা জনক হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে মেলকাম ডি (সাধু) কস্তা (৯১) জ্ঞান না ফেরা অবস্থায় মৃত্যু বরন করেন। এলাকাবাসী জানান কি

এম্বুলেন্স ও মাইক্রোবাসের বাকবিতন্ডায় এম্বুলেন্সের ভিতর প্রান গেল শিশু আফসানার

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ, আশুলিয়া রাজধানীর মহাখালীর একটি হাসপাতাল থেকে গাইবান্ধা যাওয়ার পথে অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের চালকের মধ্যে রেষারেষীতে আফসানা আক্তার (৯) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অ্যাম্বুলেন্সের ভেতর মৃত্যু হয় আফসানার৷ নিহত আফসানা আক্তার গাইবান্ধা জেলা থানার বদ্ধ ধান গড়া গ্রামের আলমের মেয়ে। সে তৃতীয় শ্রেনীতে পড়াশোনা করতো। শিশুটির পিতা আলম মিয়া বলেন, আমার মেয়ে ক্যন্সারে আক্রান্ত ছিলো৷ চার মাস হয়েছে ক্যান্সার ধরা পরেছে। আমি আজ সকালে মহাখালী ক্যন্সার হাসপাতালে আমার মেয়ে কে নিলে ডাক্তারা বলেন রোগীর অবস্থা বেশী ভালো না। তাকে বাড়িতে নিয়ে যান। আত্নীয় স্বজন সাবাইকে দেখান৷ তখন আমি হাসপাতালে দেরি না করে অ্যাম্বুলেন্স ভাড়া করে বাড়ি নিয়ে যাওয়ার পথে। রাস্তায় আশুলিয়ার দিকে একটি মাইক্রোবাসের সাথে আমাদের অ্যাম্বুলেন্সের ঝামেলা হয়৷ পরে বাইপাইলে অ্যাম্বুলেন্স পৌছালে চাবি নিয়ে যায় মাইক্রোবাসের চালক৷ এর মধ্যে আমার মেয়ে অ্যাম্বুলেন্সেই মারা যায়। কিন্তু এ বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। আমি আমার মেয়ে নিয়ে বাড়ি যেতে চাই। অ্যাম