পোস্টগুলি

ডিসেম্বর ১৭, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কিশোরগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ লাল-সবুজের পতাকা উড়েছিলো ১৭ ডিসেম্বর(desher bartha 24)

ছবি
  কিশোরগঞ্জ প্রতিনিধি: আজ ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ। ১৬ ডিসেম্বরের মধ্যেই দেশের বেশির ভাগ জায়গা হয়ে যায় পাকহানাদার মুক্ত হয়েছিল। সারাদেশে যখন চলছিল বিজয়ের আনন্দ মিছিল। তখনও সেই বিজয়ের স্বাদ নিতে পারেনি কিশোরগঞ্জবাসী।  সেদিনও কিশোরগঞ্জ শহর ছিল স্থানীয় দোসরদের শক্ত ঘাঁটি। কিশোরগঞ্জবাসী বিজয়ের লাল সবুজের পতাকা উড়িয়েছিলো ১৭ ডিসেম্বর। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধে ১৯৭১ সালের এই দিনে আত্মসমর্পণ করতে বাধ্য হয় স্থানীয় আলবদর-রাজাকারের দল। হানাদার মুক্ত হয়েছিল কিশোরগঞ্জ। ১৬ ডিসেম্বর সারারাত মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণ ও গোলাগুলিতে নিদ্রাহীন রাত কাটায় শহর ও শহরতলীর লোকজন। পরদিন সকালে সে কাঙ্খিত মুহূর্তটি ঘনিয়ে আসে। অবশেষে শহরের চারদিক থেকে চতুর্মুখী আক্রমণ করে ১৭ ডিসেম্বর সকাল ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধারা পাকবাহিনী হানাদারদের হটিয়ে মুক্ত করে কিশোরগঞ্জকে। উত্তোলন করে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। বিজয়ের স্বাদ পেয়ে মুক্তিসেনাদের মুখে জয় বাংলা স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ। পাকশত্রু মুক্তির সেই আনন্দে শামিল হয় শান্তিপ্রিয় জনতা। স্বজন হারানোর ব্যথা ভুলে হাজার

বামনায় মুক্তিযুদ্ধাদের মহিলা সংসদ সদস্যের সংবর্ধনা!desher bartha 24

ছবি
মোঃ সিদ্দিকুর রহমান মান্না বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বামনায় আজ শুক্রবার বিকালে ৫টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩১৫ মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা প্রায় দুইশতাধিক মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. হারুন আর রশিদ এর সভাপতিত্বে সংবধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ২ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সহধর্মিণী  ৩১৫ আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা। সভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু, উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকার, অফিসার ইনচার্জ মোঃ বশির আলম, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাবের হোসেন, বামনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি খানম, সাবেক মুক্তিযুদ্ধো কমান্ডার মোঃ জয়নাল আবেদীন, কাঠালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,নাচনাপাড়া ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম, পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, কাকচিড়া ইউপি চেয়ারম্যান আালাউদ্দিন পল্টু, নাচনাপারা ই

সাভার স্মৃতিসৌধে সবুজ আন্দোলনের পুষ্পার্ঘ্য অর্পণ

ছবি
মোঃ সোহাগ, সাভার থেকে, সাভার স্মৃতিসৌধে সবুজ আন্দোলনের পুষ্পার্ঘ্য অর্পণ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের পক্ষ থেকে সাভার স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সবুজ আন্দোলন ঢাকা জেলার উদ্যোগে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ পরিচালক নিলুফার ইয়াসমিন রুপা, স্বাস্থ্য সম্পাদক ডা: মাহাতাব হোসাইন মাজেদ, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রকাশক ও সম্পাদক কবি অশোক ধর, দৈনিক আমার বার্তা নিউজ এডিটর  সৈয়দ রেফাত সিদ্দিকী, আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ধামরাই থানা সভাপতি সাংবাদিক শাহীন আলম, সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয়, আশুলিয়া থানার সাধারণ সম্পাদক লোকমান হোসেন খোকা চৌধুরী, সাভার থানা কমিটির যুগ্ম আহ্বায়ক লায়ন মাহফুজ উল হক, মহসিন খান হাসান বুলবুল, সদস্য সচিব ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বাপ্পি সরদার তার অনুভূতিতে বলেন, দূষণমুক্ত বাংলাদেশ বিজয় দিবসের অঙ্গীকার এই শ্লোগানকে সামনে নিয়ে সবুজ আন্দোলনের পক্ষ থেকে মহান বিজয় দিবস পালন করেছি। পর