পোস্টগুলি

মে ১০, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার, দুদেশের বাণিজ্য সম্পর্ককে জোরদার করবে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি
নিউজ ডেস্ক :- ----------- মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, দুদেশের বাণিজ্য সম্পর্ককে শক্তিশালী করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ মে) গণভবনে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাথে বৈঠকে তিনি এ কথা বলেন। এসময় দেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন সরকার প্রধান। জানান, মেগা প্রকল্পের মাধ্যমে ভৌত অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত নিয়ম কানুন যুগোপোযোগী ও সহজ করা হয়েছে। সরকার প্রধান জানান, উপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে প্রস্তুত বাংলাদেশ। বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে সবচেয়ে উদার বিনিয়োগ নীতি রয়েছে।  ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনে এগুলোর মধ্যে মার্কিন বিনিয়োগকারীদের জন্য আলাদা জোনের ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া আইসিটি, জ্বালানি, অবকাঠামোর মতো বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, মার্কিন বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করবে। জানান, মুক্ত বাণিজ্য চুক্তি নিয়

জালালাবাদ থানায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম ওসিসিতে ভর্তি

ছবি
 জালালাবাদ থানায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার ও ভিকটিম ওসিসিতে ভর্তিঃ ০৯/০৫/২০২২ইং সকাল অনুমান ০৭:০০ ঘটিকার সময় অত্র জালালাবাদ থানাধীন কুমারগাঁও সাকিনস্থ আসামী মোঃ নূর মিয়া প্রকাশ মুন্না এর বসত ঘরের শয়ন কক্ষে মামলার এজাহারনামীয় আসামী ১। মোঃ নূর মিয়া প্রকাশ মুন্না (৪২) পিতা-মৃত জোয়াদ আলী প্রকাশ আছান আলী, মাতা-জয়তুন বিবি, সাং-কুমারগাঁও, থানা-জালালাবাদ, জেলা-সিলেট কর্তৃক বুদ্ধিপ্রতিবন্ধি ভিকটিম (১৭) ধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বুদ্ধিপ্রতিবন্ধি ভিকটিম (১৭) কে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে নিয়া ভর্তি করে। পরবর্তীতে উক্ত ঘটনায় বাদী মোছাঃ খালেদা বেগম (৩৮) থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-১০, তাং-০৯/০৫/২০২১ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) রুজু হয়। মামলার তদন্তকারী অফিসার মামলা রুজুর পর   ০৯/০৫/২০২২ইং তারিখ উপরোক্ত আসামীর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করেন। উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জ