পোস্টগুলি

জানুয়ারী ১৬, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নীলফামারীতে মাঠে ভরা সরিষার চাষ

ছবি
আবেদীন হক নীলফামাড়ী প্রতিনিধিঃ  শিশির ভেজা শীতের সকাল। ঘন কুয়াশার চাদরে মোড়ানো নীলফামারীর মাঠ জুড়ে কেবল চোখে পড়ছে সরিষার হলুদ ফুলের সমারোহ। সরিষার সবুজ গাছের হলুদ ফুলগুলো শীতের সোনাঝরা রোদে যেন ঝিকিমিকি করছে। এ যেন এক অপরুপ সৌন্দর্যের দৃশ্য। দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সেজে।  চারপাশে শুধু সরিষা ফুলের মৌ-মৌ গন্ধে মুখরিত ফসলের মাঠগুলো। তাই তো মৌমাছির দল মধু আহরণে ব্যস্ত হয়ে উঠেছে। আর এই হলুদ সরিষা ফুলের মাঝে রঙিন স্বপ্ন দেখছে কৃষকরা। চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের হাতছানিতে কৃষকের চোখেমুখে ফুটে উঠেছে খুশির ঝিলিক। অল্প সেচ, কম পরিচর্যা ও খরচ এবং সরিষা উত্তোলনের পর সেই জমিতে বোরো ধান চাষের সুযোগ থাকায় পরবর্তী ফসল হিসেবে কৃষকদের মধ্যে সরিষা চাষের বিকল্প নেই। এ জন্য প্রতি বছরই বাড়ছে সরিষার চাষ। নীলফামারীর কৃষকরা জানান, আমন ধান কাটার পর ঐ মাঠে সরিষার চাষ করা হয়। আর কম পুঁজিতে সরিষা চাষে দ্বিগুণ লাভ হয়। প্রতি বিঘা জমিতে প্রায় ৬ হাজার টাকা খরচ করে ৭-৮ মণ সরিষা উৎপাদন করা যায়। যার বাজার মূল্য ১২ হাজার টাকার বেশি। সরেজমিনে জেলার বিভিন্ন উপজেলা ঘুরে কৃষকদের সঙ্গে কথা বল