পোস্টগুলি

ডিসেম্বর ২৬, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সুবর্ণচরে অতিরিক্ত সেশন ফি আদায়ের নামে চলছে শিক্ষা বানিজ্য।

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ- সুবর্ণচর উপজেলার কয়েকটি বেসরকারি হাই স্কুলে ছাত্র-ছাত্রী ভর্তির নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। পুনঃ ভর্তির ক্ষেত্রেও একইভাবে অতিরিক্ত ফি নিচ্ছে ওই বিদ্যালয়গুলো। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালার তোয়াক্কা না করে চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সেশন ফি এর নাম করে বাণিজ্য করছে বিদ্যালয় কতৃপক্ষ। প্রতিবছর এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সময়  স্কুলের শিক্ষার্থীদের  কাছ থেকে পুনঃ ভর্তি ফি, সেশন ফি বা একাডেমিক ফি বা অন্য কোনো নামে ফি আদায় করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  এ রায় দেন।  রায়ে আদালত বলেছেন, শ্রেণি পরিবর্তন হওয়ার পর শিক্ষার্থীদের কাছ থেকে বার্ষিক পুনঃ ভর্তি ফি বা সেশন ফি নেওয়া বেআইনি। এ-সংক্রান্ত পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ বছর ও তিন বছর আগে হওয়া রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে এই রায় দেওয়া হয়। আদালত দেশের সব   স্কুলে দেশীয় সংস্কৃতি অনুসার

কটিয়াদীতে ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি, স্বতন্ত্রে জয়জয়কার

ছবি
মো:মোফাসসেল সরকার,কিশোরগঞ্জ,প্রতিনিধি, চতুর্থ ধাপে অনুষ্ঠিত কিশোরগঞ্জের কটিয়াদীতে আ.লীগের মনোনীত নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এদিকে, বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের মাঝে জয়জয়কার ফলাফল হয়েছে। রোববার উপজেলার নয়টি ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে সাতটিতেই পরাজিত হয়েছে নৌকা। এদের মধ্যে আ.লীগের দুই বিদ্রোহী প্রার্থী বিজয় লাভ করেন। বেসরকারিভাবে কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়নে যারা বিজয়ীরা হলেন, বনগ্রাম ইউনিয়নের বিএনপির জসিম উদ্দিন (স্বতন্ত্র), সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নে আ.লীগের আবুল কাসেম আকন্দ (নৌকা), করগাঁও ইউনিয়নে আ.লীগের নাদিম মোল্লা (বিদ্রোহী), চান্দপুর ইউনিয়নে আ.লীগের মাহফুজুর রহমান (নৌকা), মুমুরদিয়া ইউনিয়নে বিএনপির আলাউদ্দিন সাবেরী (স্বতন্ত্র), আচমিতা ইউনিয়নে আ.লীগের মতিউর রহমান (বিদ্রোহী), মসূয়া ইউনিয়নে বিএনপির আবু বাক্কার (স্বতন্ত্র), জালালপুর ইউনিয়নে বিএনপির রফিকুল আলম (স্বতন্ত্র) ও লোহাজুরী ইউনিয়নে বিএনপির হায়দার মারুয়া (স্বতন্ত্র)।