পোস্টগুলি

মে ৬, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজধানী আদাবরের সন্ত্রাসী গ্রুপ বিডিএস গ্যাং এর প্রধান সহ আট জন কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
নিউজ ডেস্ক - রাজধানী আদাবরের সন্ত্রাসী গ্রুপ“বিডিএসকে” গ্যাং এর প্রধান হৃদয় @হিটার হৃদয়সহ ০৮ জন সদস্যকে দেশি ও বিদেশি অস্ত্রসহ রাজধানীর বিভিন্ন এলাকা ও ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ রাতে ফরিদপুর, রাজধানীর সদরঘাট লঞ্চ স্টেশন, মোহাম্মদপুর বেড়িবাধ এলাকায় অভিযান পরিচালনা করে “বিডিএসকে” গ্রæপের লিডার ১। শ্রীনাথ মন্ডল @হৃদয় @হিটার হৃদয় (২২), জেলা-ঢাকা, ২। মোঃ রবিন ইসলাম@এসএমসি রবিন (২০), জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ রাসেল @ কালো রাসেল (২৫), জেলা-ভোলা, ৪। মোঃ আলামিন@ডিশ আলামিন (২১), জেলা-ভোলা, ৫। মোঃ লোমান@ঘাড় ত্যাড়া লোমান (২১), জেলা-ভোলা, ৬। মোঃ আশিক@হিরো আশিক (১৯), জেলা-ভোলা, ৭। মোঃ জোবায়ের ইসলাম@চিকনা জোবায়ের (১৯), জেলা-মুন্সিগঞ্জ, এবং ৮। মোঃ সুমন@বাইট্টা সুমন (২০), জেলা-ভোলা’দেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে মোহাম্মদপুরে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করে ০১টি বিদেশি পিস্তল, ০২টি চাপাতি, ০১টি রামদা, ০১টি চাইনিজ কুড়াল, ০৪টি চাকু (বড় ও ছোট), ০২টি হাঁসুয়া, ০১টি কাঁচি এবং ০১টি লোহার রড উ

আশুলিয়া খেজুরবাগান এলাকায় ছয় বছরের শিশু কন্যা কে অপহরনের পর হত্যা,সাড়াশি অভিযান চালিয়ে ঘাতককে আটক করেছে র‍্যাব-৪

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ -ঢাকা জেলার আশুলিয়ার ০৬ বছরের শিশু কন্যাকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের ঘটনার আসামী আব্দুল কাদের (২০)’কে আশুলিয়ার খেঁজুরবাগান এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৪ঃ অপহৃত ভিকটিমের লাশ উদ্ধার। গত ০৪ জানুয়ারি ২০২৩ ইং তারিখ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন খেজুর বাগান এলাকা থেকে ছয় বছরের শিশু অপহৃত এবং অজ্ঞাত পরিচয়ে ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবী করলে ভিকটিমের পিতা কোনো উপায়ান্তর না পেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গত ০৭ জানুয়ারি ২০২৩ তারিখ বিকাল হতে ০৮ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল পর্যন্ত ঢাকা জেলার আশুলিয়া থানাধীন খেজুর বাগান এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম এর লাশ উদ্ধারপূর্বক উক্ত অপহরণ ও হত্যার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সম্পন্ন হয়েছে।