পোস্টগুলি

মে ৪, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রাজধানীর গুলশান এলাকা হতে ৪৭৫ ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১

ছবি
গুলশান এলাকা হতে ৪৭৫ ক্যান বিয়ারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১  মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ। ===============================================================  অদ্য ০৪ মে ২০২২ ইং তারিখ আনুমানিক ০৮৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার গুলশান থানাধীন গুলশান-২ গোলচত্ত্বর এর দক্ষিন পার্শ্বে শেজাদ প্যালেস এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিন জয় (৩২), পিতা-মৃত গিয়াস উদ্দিন, জেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ৪৭৫ ক্যান বিয়ার, ০১টি প্রাইভেটকার ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আন্তরিকতা, মানবিকতা, পেশাদারিত্ব ও অনুজের প্রতি স্নেহের এক অনন্য দৃষ্টান্ত পুলিশ প্রধান

ছবি
  আন্তরিকতা, মানবিকতা, পেশাদারিত্ব ও অনুজের প্রতি স্নেহের এক অনন্য দৃষ্টান্ত  একজন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, সহকর্মীদের প্রতি যাঁর রয়েছে অগাধ স্নেহ, যিনি পেশাদারিত্ব আর মানবিকতায় অনন্য, পরম মমতায় যিনি অনুজের পাশে থাকেন নির্ভরতা হয়ে, তিনি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। পবিত্র ঈদের দিন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সরকারি নিবাস পুলিশ ভবনে কনস্টবল থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নিজে এবং পরিবারের সদস্যদের নিয়ে আতিথেয়তায় অংশ নেন। পুলিশের সকল পদবীর সদস্যকে আমন্ত্রণ জানানোয় পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ এবং অনুজের প্রতি স্নেহের এক বর্নিল সৌন্দর্য ফুটে ওঠে; হয়ে ওঠে আনন্দ ও শ্রদ্ধার সম্মিলনে এক অপূর্ব মুহুর্ত। ধন্যবাদ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আন্তরিকতা, সহমর্মিতা ও অনুজের প্রতি স্নেহের আর আস্থা হয়ে সবসময় পাশে থাকার জন্য।

ময়মনসিংহ মহানগরের বয়ড়া বটতলা এলাকায় ছোট ভাইয়ের পাওনা ৫০০ টাকা চাইতে গিয়ে বড় ভাই খুন

ছবি
 ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ মহনগরের বয়ড়া  বটতলা এলাকার  বাসিন্দা দুলাল মিয়ার বড় ছেলে রাকিবুল ইসলাম ঋতুর ছোট ভাই রনির কাছ থেকে ধার নেওয়া পাঁচশত টাকা চাওয়ার কারনে  ঋতুর প্রাণ কেড়ে নিল সন্ত্রাসীরা।এই নির্মম খুনের ঘটনাটি ঘটেছে  গত ২ মে সোমবার বাদ মাগরিব । ঋতু কেন ছোট ভাই রনির পাওনা টাকা চাইতে গেল এতে ধারুণ ভাবে ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। সেই ঘটনার জের হিসেবে  ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ হিসেবে  পরিকল্পিত ভাবে পৈশাচিক কায়দায় সন্ত্রাসীরা ঋতুকে প্রকাশ্যে কুপিয়ে  খুন করে উল্লাস করেছে।   সরেজমিনে গিয়ে জানাযায় , রনির কাছ থেকে বেশ কিছুদিন পূর্বে তার বন্ধু পাঁচশত টাকা ধার নেয়। কিন্তুু ধারের টাকা ফেরত না দেওয়ায় তাদের সাথে কথা কাটা কাটি  ও হাতাহাতির ঘটনা ঘটে ।  ঘটনাটি স্হানীয় কাউন্সিলর মোস্তফা কামালকে জানালে তিনি গত মার্চ মাসের ১৪ তারিখ বিচার করার আশ্বাস দিয়ে ঢাকা চলে যান। ঢাকা থেকে ফেরত এসেও আর বিচার করেননি।স্থানীয়দের ধারণা সঠিক বিচার হলে হয়তোবা ঋতুকে খুনের ঘটনা ঘটতোনা।  সন্ত্রাসীদের বিচার করার কথা থাকলেও শেষ পযন্ত কেন বিচার হয়নি এ নিয়েও নানান কানাঘুষা চলছে। কেন বিচার চাওয়া হলো, এতে খুনীচক্রটি চরমভাব