পোস্টগুলি

নভেম্বর ৩, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কটিয়াদীতে জাতীয় যুব দিবস পালিত

ছবি
 নাঈম ইসলাম,(কটিয়াদী) কিশোরগন্জ প্রতিনিধিঃ ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২১ পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালী,আলোচনা সভাও যুব ঋন বিতরণসহ নানা কর্মসূচী গ্রহন করে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ^র পালের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলতাফ হোসেন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান,যুগ্ন সাঃ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ,কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।  এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ,,কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি আমিনূল ইসলাম ও বাংলাদেশ প্রেস ক্লাব কটিয়াদী উপজেলা শাখার নির্বাহী সদস্য নাঈম ইসলাম, যুবকদের মাঝে মোস্তফা কামাল সহ আরো অনেকে।আলোচনা সভা শেষে উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত ২১ জন যুবক ও যুব মহিলাদের মাঝে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ৯ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক ও সার্টিফিকেট ব

নওগাঁ'র রাণীনগরে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা দোয়া মাহফিলঃ

ছবি
আবু সাইদ চৌধুরী  (রানীনগর নওগাঁ)  নওগাঁর রাণীনগর উপজেলায় জেলহত্যা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন মরহুমদের আত্মজীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন গোল্লা, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার সম্পাদক খালেকুজ্জামান খালেক  উপজেলা আওয়াযুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজল সহ অন্যান্যরা। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শরণখোলায় ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বায়িত্ব গ্রহণ,,,,,, মোঃ মোশাররফ হোসেন মনির

ছবি
মোঃ মোশাররফ হোসেন মনির  ( বাগেরহাট) শরণখোলা প্রতিনিধি  শরণখোলা উপজেলা ৩ নং রায়েন্দা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আজমল হোসেন মুক্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে মঙ্গলবার একটি র‌্যালি রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মিলিত হয়। বিদায়ী চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, বিআরডিবি চেয়ারম্যান আয়ামীলীগ নেতা আলহাজ¦ সাইফুল ইসলাম খোকন, ইউপি সদস্য ও রায়েন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন তালুকদার, ইউপি সদস্য হেলাল হোসেন মানিক  প্রমূখ। এ সময়ে এলাকার সুধী ও কর্মীবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে  ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যানদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

দশমিনায় ইউপি নির্বাচন কেন্দ্র করে নৌকা সমর্থকদের হামলায় আহত ৩, মটর সাইকেল ভাংচুর।

ছবি
দশমিনা ( পটুয়াখালী)  প্রতিনিধি।  পটুয়াখালীর দশমিনায় ইউপি নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ধাওয়া,উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ঠাকুরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ছবি তুলতে গেলে এক সংবাদকর্মীর মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে।  সরেজমিনে গিয়ে জানা যায়, ঘটনার দিন উপজেলার বেতাগী-সানকিপুর ইউপি নির্বাচনের প্রচার-প্রচারণার জন্য ওই ইউপির বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিবুল আলম ঠাকুরহাট বাজারে প্রচারণা চালানোর ঘোষণা দেন। পরে একই স্থানে প্রচার-প্রচারণা চালাতে নৌকার সমর্থকরা জড়ো হন। এসময় ঠাকুরহাট ব্রিজ সংলগ্ন সড়কে পশ্চিম পাশে অবস্থান করে নৌকার প্রার্থী মো. মশিউর রহমান ঝন্টুর সমর্থকরা লাঠিসোটা নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করলেও নৌকার সমর্থকরা পুলিশের বাধা অতিক্রম করে ব্রিজের দক্ষিণ পাড়ে অবস্থান নেয়া স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দিকে লাঠিসোটা নিয়ে ছুটে যান। পুলিশ তাদের বার বার ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিলেও নৌকার সমর্থকরা ফের জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। নৌকার সমর্থকদের হামলায় মো. রুবেল (৪৫) ও মো. র

সুবর্ণচরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে।

ছবি
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুবর্ণচরে এক মাদ্রাসা ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে চরজব্বার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাওলা নুরুল আলম (২৫) সে উপজেলার চরজুবিলী ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তাঁর বাড়ি উপজেলার চরজুবিলী গ্রামে। মঙ্গলবার ( ২নভেম্বর) বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাতে ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চরজব্বার থানায় মামলা দায়ের করেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্র (১১) মাদ্রাসার আবাসিকে থেকে পড়াশোনা করে। গত ১৮ অক্টোবর রাতে আবাসিকে থাকা অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে শিক্ষক নুরুল আলম ছেলেটিকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করেন। এরপর ছেলেটি ছুটি নিয়ে বাড়িতে গিয়ে আর মাদ্রাসায় আসতে চায় না। পরে ঘটনাটি ছেলে তার মাকে জানায়। একপর্যায়ে মাদ্রাসা কমিটিকে ছাত্রের পরিবার অভিযোগ করে। বৈঠকে মাদ্রাসা কমিটি অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করে। গত সোমবার এলাকাবাসী বিষয়টি জে

সংঘাতে জড়াবেন না, উল্টো ক্ষতিগ্রস্ত হবেন-এসপি

ছবি
আবেদীন হক- নীলফামারী জেলা প্রতিনিধিঃ- ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে নির্বাচন অফিস।  বুধবার বিকেলে শিল্পকলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।  বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন।  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহারের সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামান।  বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোখলেছুর রহমান বলেন, আমাদের প্রতি আস্থা রাখেন। আমরা দুটি নির্বাচন করেছি। জলঢাকা ও ডোমার পৌরসভা। নিশ্চয় দেখেছেন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ এবং শান্তিপুর্ণ নির্বাচন হয়েছে সেখানে।  তিনি বলেন, একটি পদের বিপরিতে অনেকে অংশ নিচ্ছেন কিন্তু একজনই তো নির্বাচিত হবেন। জয় পরাজয়ের পর সংঘাতে জড়ানোর চেষ্টা করবেন না, এরফলে ক্ষতিগ্রস্থ হবেন। সংঘাতে নামবেন গাড়ি ঘোড়া ভাংবেন উল্টো যা হবার তাই হবে।  নির্বাচনী আচরণ বিধি মেনে পরিবেশ স্বাভাবিক রাখার আহবান জানান এসপি।  মতবিনিময় সভায় নীলফ