পোস্টগুলি

ফেব্রুয়ারী ১৪, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দ্বিতীয় স্বামীর সহযোগিতায় তৃতীয় স্বামীকে খুন,তিনবছর পর স্ত্রী কে আটক করেছে র‍্যাব-৬

ছবি
খুলনা প্রতিনিধি- কেরানীগঞ্জের ২০২০ সালের ক্লুলেস ও চাঞ্চল্যকর যশোরের চৌগাছার আসলাম হত্যা মামলার মূল আসামী স্ত্রী উম্মে হাবিবা র‌্যাব-৬ কর্তৃক গ্রেফতার। গত ০৫ জুলাই ২০২০ তারিখ ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন পোস্তগোলা ব্রীজের নিকটে বুড়িগঙ্গা নদী হতে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির একটি টহল দল। উদ্ধারকৃত মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশ। তাৎক্ষনিক ভিকটিমের পরিচয় ও আত্নীয়-স্বজন না পাওয়ায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ডিএনএ টেস্টের মাধ্যমে ভিকটিমের নাম ও পরিচয় নিশ্চিত হয়। ভিকটিম যশোর জেলার চৌগাছা থানাধীন মৃত নান্নু মিয়ার ছেলে মোঃ আছলাম উদ্দিন বলে জানা যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তদন্তের ভিত্তিতে জানতে পারে ভিকটিমের স্ত্রী উম্মে হাবিবা কণা ও তার ২নং স্বামী মোঃ ডালিম পূর্ব পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে ভিকটিমকে হত্যা করতঃ বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। আসামী উম্মে হাবিবা কণা এক

প্রেমের সম্পর্কের জেরে বিয়াইর হাতে বেয়াইন খুন ঘাতককে আটক করলো র‍্যাব-৪ সিপিসি-২

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -ঢাকার ধামরাইয়ে একটি তৈরি পোশাক কারখানার দুই শ্রমিকের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কে তারা ছিলেন বেয়াই-বেয়ান। এক পর্যায়ে বেয়ান বিয়ের জন্য চাপ দেন। সেই সঙ্গে তাদের মধ্যে টাকা-পয়সার পাওনা নিয়েও বিরোধে হয়। এরই জেরে বেয়াই তাকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান। এ ঘটনার প্রায় এক মাস পর অভিযুক্ত ব্যক্তিকে র‍্যাব-৪ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম শরিফ। তিনি কুমিল্লার মুরাদনগর থানার কাচারীকান্দি পাঁচকিস্তা গ্রামের বাসিন্দা।  অপরদিকে নিহত ওই নারীর নাম মমতাজ। তিনিও একই থানার বাসিন্দা। তারা আশুলিয়া কাঠগড়ায় একই পোশাক কারখানায় চাকারি করতেন। শরিফ ছিলেন ওই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা এবং মমতাজ শ্রমিক। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের নবীনগর র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানায় র‌্যাব।  এর আগে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শরিফকে ঢাকার কালশী থেকে গ্রেপ্তার করা হয়।      প্রেস ব্রিফিং করছেন কোম্পানি কমান্ডার সিপিসি-২  র‌্যাব জানায়, শরিফ ও নিহত মমতাজ সম্পর্কে বেয়াই-বেয়ান। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মমতাজ বিয়ের করার জ