পোস্টগুলি

মার্চ ১৫, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্যান্সারের মুমূর্ষু রোগী প্রেমিকা ফাহমিদাকে হাসপাতালে বিয়ে করল প্রেমিক হাসান-

ছবি
 প্রেমের কাছে হেরে গেলো মরণঘাতী ক্যান্সার! ক্যান্সারের মুমূর্ষু রোগী প্রেমিকা ফাহমিদাকে হাসপাতালে বিয়ে করল প্রেমিক হাসান-  প্রেম-ভালোবাসার বহু শ্বাশত কাহিনী ইতিহাসে অমর হয়ে আছে। তেমনি হাসপাতালের বেডে গত ৯ মার্চ ২০২২ তারিখ রাতে আরেক ভালোবাসার অমর উপাখ্যান রচনা করল হাসান ও ফাহমিদা। চকোরিয়ার ছেলে মাহমুদুল হাসান নর্থ সাউথ থেকে এমবিএ আর চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়াতে জন্ম নেয়া ফাহমিদা কামাল আইইউবি থেকে বিবিএ ও এমবিএ শেষ করেছে। শিক্ষাজীবনে দুজনের পরিচয়। লাবণ্যময়ী স্মার্ট সুন্দরী তরুনী ফাহমিদাকে ভাল লাগতে শুরু করে হাসানের। এর পর আস্তে আস্তে দুজন প্রেমে জড়িয়ে পরে। ভালবাসার মায়াবী বন্ধনে হয়ে উঠে দুজন দুজনার। হাতে হাত ধরে স্বপ্নেবিভোর রঙিন ভুবনে উড়তে থাকে অচেনা হাজারো পথে। সুখ আনন্দ সবই যেন ভরপুর। বিয়ে সংসার কত না মধুর সুখ চোখের কোনায়।  কিন্তু একি এমন স্বপ্ন সুখের রঙিন উঠোনে ঘনকালো অন্ধকার। সপেদ আকাশ মেঘে ঢাকা বৈরী ঝড়ো হাওয়া সব তচনচ করে দিতে উদ্যত। ফাহমিদার স্বপ্নরাঙা মায়াবী শরীরে বাসা বাধে মরণঘাতী ক্যান্সার। ধরা পরার পর সাথে সাথে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার পরবর্তীতে ভারতের টাটা ম

শ্রম আদালতে ১৫০ দিনের মধ্যে মামলা নিষ্পতির দাবীতে গার্মেন্টস শ্রমিক স্বমনয় পরিষদের বিক্ষোভ ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ছবি
নিজস্ব প্রতিনিধি :- শ্রম আদালত কার্যকর এবং ১৫০দিনের মধ্যে দায়েরকৃত মামলা নিষ্পত্তি না হলে ৩০মার্চ ২০২২ ঢাকায় শ্রম আদালতের সামনে অবস্থান ও শ্রমমন্ত্রীর স্মারকলিপি পেশ করা হবে।  আজ ১৫ ই মার্চ ২০২২রোজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে আদালত কার্যকর সহ ১৫০  দিনের মধ্যে দায়েরকৃত মামলা নিস্পত্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়  সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক  সমন্বয় পরিষদের যুগ্ন আহবায়ক শ্রমিক নেতা আমিনুল হক আমিন.সভা পরিচালনা করেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতা এবং বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন। এসময় বক্তব্য রাখেন লাভলী ইয়াসমিন •বাহারানে সুলতান বাহার, মাহাতাব উদ্দিন শহীদ •নুরুল ইসলাম, পারভিন আক্তার •আলামিন সরকার •কামরুন নাহার• তপন সাহা• ইসমাইল হোসেন ঠান্ডু • শামসুল হক• কবির  হোসেন• রাকিবুল ই