পোস্টগুলি

আগস্ট ১৬, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভোলার কচ্ছপিয়া টু কক্সবাজার টানেল (Public road Under Water) এর নির্মাণ কাজ

ছবি
 ভোলার কচ্ছপিয়া টু কক্সবাজার টানেল (Public road Under Water) এর নির্মাণ কাজ। মোঃ আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি, দৈনিক শ্রমজীবীদের কথা, ভোলা, বরিশাল, বাংলাদেশ। বৈশ্বিক পরিবহন নান্দনিকতায় প্রবেশ করছে বাংলাদেশের ঢাকা-বরিশাল-ভোলা-চরফ‍্যাশন-চরকচ্ছপিয়া-কক্সবাজার সড়ক। ভোলা জেলার বর্তমান ত্রিশ লক্ষ পরিবহন যাত্রীর জন‍্য কচ্ছপিয়া টু কক্সবাজার টানেল অতীব গুরুত্বপূর্ণ ও রাষ্ট্র হিতকর পরিবহন ব‍্যবস্থা। আসলে বর্তমানে ও অতীত যুগে উহাতে কারোরই নজর দিতে দেখা যায় নাই। বর্তমানে বাংলাদেশে সরকারী সড়ক পরিবহন স্থাপন শিল্প ব‍্যবস্থার পক্ষেই সবার দৌড়ঝাঁপ চলছে। এর জন‍্য সড়কের আধুনিকায়নের পাশাপাশি উড়াল সড়ক ও আন্ডারপাসের সংযোজন করে  সফল পরিবহন বিপ্লবের দিকেই সবাইকে অগ্রিম অগ্রগামী হতে দেখা যাচ্ছে। তাই উন্নত পরিবহন সৃষ্টির বিপ্লবের এই চলমান নবযুগে বাংলাদেশের সরকারী সড়কের আধুনিকায়নের পাশাপাশি আন্ডারপাস ও উড়াল সড়কের সংযোজন একটি নয়া  মাইল ফলক বটে। তবে নদী মাতৃক বাংলাদেশের জন‍্য উহা কিছুই না। কেননা বাংলাদেশের নদী মাতৃকতার প্রতিকূলের জন‍্য গড়ে ওঠা মানব বসতির পরিবহন চাহিদা পূরনের জন‍্য মানব চাহিদার অনুকূ

"আন্দুলবাড়ীয়া ক্রীয়া সংস্থা উদ্যেগে আয়োজন করা হয়

ছবি
 "আন্দুলবাড়ীয়া ক্রীয়া সংস্থা উদ্যেগে আয়োজন করা হয় "  মো: রিয়াদ মন্ডল   জীবননগর উপোজেলা প্রতিনিধি ঃ  জীবননগর উপোজেলা, আন্দুলবাড়ীয়া ক্রীয়া সংস্থা উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় আজকে বিকালে। আন্দুলবাড়ীয়া ক্রীয়া সংস্থা ০।  এস বি আলী খুলানা একাদশ ১  গোলে জয় লাভ করেন খুলনা একাদশ। আন্দলবাড়ীয়া ক্রীয়া সংস্হা আনেক আনেক গোল সট দিয়েছিলো কিন্তু গোল দেওয়া সম্ভাব হয় নি দঃখের বিষয়। আন্দুলবাড়ীয়া  ক্রীয়া সংস্থা একাদশ গোলকিপার  আমিন হোসেন, সবুজ,শান্ত, সামিন,শিশির, রাতুল,রাসেল,ফরিদ, নাহিদ,হাসান,তানজিল, আল আমিন,স্বাধীন ,তুইন,ইমরান,রাজীব, আরিফ। এস বি আলী খুলনা ক্রীয়া সংস্থা ফুটবলএকাদশ গোলকিপার আরমান, রাসেল,রিয়াজুল,মেহেদী, হুসাইন,অপু,রায়াহান,উত্তম, মারুফ,আনিস,সাহাবুর,হাসিব,মাহাবুর,রাজু,সংগ্রাম, সাকিব,সমুদ্র,সিয়াম,রাজিব,ইয়ামিন,সুমন,মুন্ন,বিধান।  রেফারি ছিলেন টিক্কা চাচা,  এরাছা সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলো, আন্দুলবাড়ীয়া বাজার ফিল্টের দর্শক ভরপুর হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন খেলা ভক্ত।

কুষ্টিয়ায় এবার খুশি পাট চাষিরা

ছবি
 কুষ্টিয়ায় এবার খুশি  পাট চাষিরা । সুমাইয়া আক্তার শিখা স্টাফ রিপোর্টারঃ  কুষ্টিয়ায় এই বছর পাটের দাম মোটামুটি সন্তোষজনক। পাটের এমন বাড়তি দাম পেয়ে কম ফলন পেয়েও পাট চাষিরা অত্যন্ত খুশি আছেন। খরার কারণে প্রতিবছরের তুলনায় এবার পাটের ফলন কিছুটা কম হলেও বাজারে পাটের দামের কারণে এর প্রভাব পড়ে নি বলে জানান কুষ্টিয়ার পাট চাষিরা। পাটচাষিদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। এবং বিঘাপ্রতি ফলন হয় ৮-১০ মণ পাট। এবছর ২ হাজার ৮ শত টাকা  থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি মণ পাট। যা গত বছর বিক্রি হয়েছিল মণপ্রতি ১ হাজার ৬ শত টাকা  থেকে ২ হাজার  টাকায়। চলতি বছরে পাটের এমন মূল্য বৃদ্ধি হওয়াতে লাভবান হচ্ছেন পাটচাষিরা। পাটের নায্যমূল্য পেয়ে চাষিরা অনেক বেশি খুশি।  উল্লেখ্য যে পাট একসময় বাংলাদেশে সোনালী আঁশ হিসেবে পরিচিত। পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে পাটের এই বাণিজ্যিক বাজার ধীরে ধীরে থমকে দাড়ায়। ফলে চাষিরা অনাগ্রহী হয়ে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেয়। এবার এমন দাম বৃদ্ধিতে নতুন উৎসাহ  পাচ্ছেন প

নওগাঁ'র রানীনগরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটক

ছবি
 নওগাঁ'র রানীনগরে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য আটকঃ                              আবু সাইদ চৌধুরী, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার সদরের রেলগেট এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার কাঠালতলী গ্রামের মামুনের ছেলে আব্দুল হাকিম (২০) ও চকরামপুর মধ্যপাড়া গ্রামের আত্তাব আলীর ছেলে আব্দুল্লা মিলন (২৩)। রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, প্রতিদিনের ন্যায় রবিবার রাতে পুলিশের টহল চলছিলো। গভীর রাতে দুইজন লোক রেলগেট এলাকায় ঘোরাফেরা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাকিম ও মিলনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকালে তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি মটরসাইকেল, দুইটা প্লাস, একটি কাচি ও একটি টায়ারলেবার উদ্ধার করা হয়। ওসি জানান, গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সদরের গ্রামীণ মিডিয়া ইলেকট্রনিক্স শো-রুমে হওয়া চুরি সাথে জড়িত আছে বলে স্বীকার করেছেন। তাদের দুইজনের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নও

আশুলিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ছবি
 আশুলিয়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত । নিজস্ব প্রতিনিধি নাজমুল হক ইমু:আশুলিয়া থানা জাতীয় শ্রমিকলীগ আঞ্চলিক কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। আজ রোজ রবিবার ১৬ আগস্ট আশুলিয়ার জামগড়া আব্বাসিয়া শপিং কমপ্লেক্স উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে এম আজম খসরু, আলমাস হাওলাদার মিন্টু আজিজুল হাকিম সহ আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনাব ফারুক হাসান তুহিন আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহাদাত হোসেন খান। আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বা