পোস্টগুলি

নভেম্বর ১৮, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কবিতা শেষ প্রহর

ছবি
 শেষ প্রহর নাজমুল সাকিব  আসো যদি ফিরে কখনো,  দেখবে আমি একা। তোমার আশায় পথ চেয়ে,  কাটাই কত বিরহ-ব্যাথা। সুখ নামের সুখপাখি, দিয়ে গেছে ফাঁকি।  তবুও তোমার হারানো স্মৃতি,  জীবনের পাতায় প্রতিনিয়তই আঁকছি। আনন্দে আমার যেই মন থাকতো প্রফুল্ল, অজানা পথে আজ মনটাই বিচলিত।  যেন উত্তাল সাগরের ঢেউ ভয় লাগে না মনে,  কেননা,অথৈ জল খেলা করছে দুই নয়নের পানে। জীবনের শেষ শয্যায় দিন বুঝি যায়-যায়, ভাঙা মন নতুন আশায় তবুও থাকে তোমার অপেক্ষায়। সংক্ষিপ্ত সারমর্মঃএখানে কবিতার নাম হচ্ছে 'শেষ প্রহর' বলতেই বোঝা যায় যে, কবির জীবনের অপেক্ষার একেবারে শেষ সময়টার কথা। এছাড়াও কবিতার শব্দের বল থেকে অনুভব করা যায় কবির মনটা বেদনাসিক্ত এবং জর্জরিত।ব্যাথিত মন নিয়ে তিলে তিলে নিজেকে নিঃশেষ করার দ্বারপ্রান্তে এসেও কবি তাঁর প্রিয়জনকে আকুতি আর আর্তনাদে ব্যাথিত সুরে কাছে পাওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেছেন নিরবধি।

গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় সাবেক ভিপি সোহাগ শেখ।

ছবি
কচুয়া উপজেলা প্রতিনিধি: সোহাগ শেখ        বঙ্গবন্ধু জাতির পিতা একাত্তরের নায়ক         এদের জুড়ে ছিল তুমি স্বাধীনতার গায়ক                তোমার ডাকে উঠলো জেগে               লক্ষ কোটি প্রাণ  তুমি দিলে এই জাতিকে       স্বাধীনতার ঘ্রাণ জাতির পিতা তুমি ছাড়া       এদেশ যেন শূন্য আসতে যদি আবার ফিরে       আমরা হতাম পূর্ণ

সুন্দরবনের আলোরকোলে সন্ধ্যায় রাস পূর্ণিমা পুজা, ভোরে সমুদ্রের জোয়ারে পুণ্যস্নান

ছবি
মোঃ আবুরায়হান ইসলাম,,  বাগেরহাট জেলা প্রতিনিধি,,  সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে বঙ্গেপসাগর মোহনায় আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সনাতন হিন্দু ধমার্লম্বিদের রাস পূর্ণিমায় ঐতিহাসিক রাসপুজা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে  ভোরে সমুদ্রের জোয়ারের পানিতে সনাতন হিন্দু ধমার্লম্বিরা পাপ মোচনের আশায় অংশ নেবেন রাস পূর্ণ স্নানে।  এবারের রাস পূর্ণিমার রাসপুজা ও রাস পূর্ণ স্নানে অংশ নিতে হাজার হাজার সনাতন হিন্দু  ধমার্লম্বিরা এখন অবস্থান করছেন সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে। তবে, এবার রাস পূর্ণিমার পূর্ণ স্নান- রাসপুজার অনুমতি দেয়া হলেও সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণের স্বার্থে রাস মেলা অনুমতি দেয়নি বন বিভাগ।  বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকতার্ (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন  এতথ্য নিশ্চিত করে বলছে, এবারের রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নানের জন্য সীমিত পরিসরে শুধুমাত্র  সনাতন ধমার্বলম্বলীদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। এবার রাস পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠানে  যেতে দেয়া হয়নি সনাতন হিন্দু ধর্মলম্বি ছাড়া অন্য ধর্মের কোন লোকজনকে। জাতীয় পরিচয়পত্র দেখ

কোটি টাকার বিদেশি শাড়ী ফেলে পালিয়ে যায় পাচারকারীরা, দাবি কোস্টগার্ডের

ছবি
মোঃআবুরায়হান ইসলাম,,, বাগেরহাট জেলা প্রতিনিধি,,, শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্র পথে আসা বিপুল পরিমানের বিদেশি শাড়ীর একটি চালান জব্দ করেছে কোস্টগার্ড। গত ১৬ ও ১৭ নভেম্বর দুদিন অভিযান চালিয়ে মোংলার হলদিবুনিয়ার খালে এই শাড়ীর অবৈধ চালান জব্দ করে তারা। তবে তাদের অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে কোস্টগার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ কারনে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে এক প্রেস বার্তায় কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এই দাবি করেন। প্রেস বার্তায় তিনি উল্লেখ করেন, জব্দকৃত ৮৩৩ পিস শাড়ী, ৫৯ পিস লেহেঙ্গা ও ১০০ পিস চাদরের মূল্য এক কোটি ১৫ হাজার টাকা।   উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা  গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড খন্দকার মুনিফ তকি। # #

কটিয়াদীতে সরকারি টয়লেট নির্মানের কাজে ব্যাপক অনিয়ম।

ছবি
মো:মোফাসসেল সরকার, কিশারগঞ্জ জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারী অনুদানে নির্মিত টয়লেটের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর বাজারে ২০ বছর আগে নির্মিত টয়লেটটির পুঃননির্মানের জন্য জেলা পরিষদ কর্তৃক একটি দরখাস্ত পেশ করা হয়। পরবর্তীতে জেলা পরিষদ কর্তৃক স্থানীয় মসূয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি এবং কাজিরচর নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কাশেম ভুঁইয়া (খোকন মাস্টার) কে প্রকল্পের সভাপতি করে একটি বাজেট হস্তান্তর করা হয়।  এ প্রসঙ্গে স্থানীয় এলাকাবাসী ও কাজিরচর বাজারের ব্যবসায়ীদের অভিযোগ ২০ বছর আগে বাজারে নির্মিত টয়লেটের পুরাতন আস্তর ভেঙে  তার উপরে নতুন প্লাস্টার সংযুক্ত করে নতুন টয়লেটের রূপ দিয়ে প্রকল্প কাজের সমাপ্তি করেন৷ এলাকাবাসী আরোও অভিযোগ করেন, অতীতে তৎকালীন সংসদ সদস্য মরহুম ডা. আব্দুল মান্নান কর্তৃক বরাদ্দকৃত একটি টিনশেড মসজিদের টি.আর আত্মসাৎের কাজের সাথে জড়িত ছিলেন তিনি। পরবর্তীতে এ প্রসঙ্গে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন এলাকাবাসী (যার ডায়েরী নং- ২৩২)। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা টিভি প্রদান করলো লংগদু প্রেস ক্লাবকে

ছবি
মোঃ বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)  লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা লংগদু উপজেলা প্রেসক্লাবে চিত্ত বিনোদনের জন্য একটি এল ই ডি টিভি প্রদান করেন। ১৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার বেলা ১২.০০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে টিভি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন  লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈনুল আবেদীন, উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ যুবায়ের হোসেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি এখলাছ মিঞা খান, সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছাসহ আরো উপস্থিত ছিলেন আবু দারদা (আরমান) ও আলমগীর হোসেন সিনিয়র সদস্য লংগদু প্রেস ক্লাব।  এসময় নির্বাহী কর্মকর্তা মাঈনুল আবেদীন বলেন সাংবাদিকরা জাতির দর্পণ স্বরূপ। সাংবাদিকদের লেখনিতে এলকার অন্যায়, অসংগতি, উন্নয়ন কর্মকান্ড তরান্বিত হয়।সাংবাদিকদের ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন প্রেসক্লাবে সকল চাহিদা ধীরে ধীরে মেটানো হবে।

" কেডিকে ইউনিয়ন দেহাটি খন্দকার সাহেবের বাসভবনে ৭৪ তম বার্ষিক ইছালে সাওয়াব "

ছবি
মোঃ রিয়াদ মন্ডল জীবননগর উপজেলা প্রতিনিধিঃ  আজ  বুধবার জীবননগর উপজেলা কেডিকে ইউনিয়ন খন্দকার সাহেবের বাসভবনে ৭৪ তম বার্ষিক  ইছালে সাওয়াব অনুষ্ঠিত আজ বাদ আছর ।প্রধান বক্তা ছিলেনঃ হাফেজ মাওলানা নুরে ইব্রাহিম।  মেহেরপুর,  ২য় বক্তাঃ হয়রত মাওলানা আব্দুল সাত্তার সাহেব। কাশিপুর জীবননগর।  ৩য় বক্তাঃ হয়রত মাওলানা আনিছুর রহমান জীবননগর  প্রধান অতিথিঃ ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।বিশেষ অতিথিঃ কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল বাশার শিপলু। উক্ত ইছালে সাওয়াব এর সভাপতিত্বে করেন। জনাব আশরাফুল ইসলাম।  উক্ত ইছালে সাওয়াবের হাজারো ইসলাম প্রিয় মানুষ অংশ গ্রহণ করে। আশেপাশে  গ্রাম থেকে দলে দলে মানুষ ওয়াজ মাহফিলে যোগদান করছেন।