পোস্টগুলি

মার্চ ২৪, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মঠবাড়িয়ায় গরু চোর চক্রের ২ সদস্য আটক

ছবি
 মঠবাড়িয়া প্রতিনিধি :-        পিরোজপুরের মঠবাড়িয়ায় ফসলী মাঠ থেকে গরু চুরির সময় জহিরুল ইসলাম খান (৩০) ও মোঃ আশ্রাফুল খান (২৫) নামে চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে গ্রামবাসি। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ চোর চক্রের দুই সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান। আটক জহিরুল ইসলাম খান উপজেলার উদয়তারা বুড়িরচরের মোঃ জালাল খান ও মোঃ আশ্রাফুল একই গ্রামের আনোয়ার খানের পুত্র।   এঘটনায় গরু মালিক মোঃ শফিকুল তালুকদার বাদী হয়ে সোমবার রাতে জহিরুল ইসলাম খান ও মোঃ আশ্রাফুল খানের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করেন থানা পুলিশ।  মামলা সূত্রে জানাগেছে, গরুর মালিক শফিকুল প্রতিদিনের ন্যায় সোমবার ঘাস খাওয়ার জন্য ৩টি গরু মাঠে ছেড়ে দেয়। কিছু সময় পর মাঠে গরু দেখতে গেলে চোরচক্রের সদস্য জহিরুল ও আশ্রাফুল একটি গরুর গলায় গামছা লাগিয়ে মাঠ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এসময় শফিকুল ডাকচিৎকার দিলে এলাকাবাসী ধাওয়া করে চোর চক্রের ওই দুই সদস্যকে আটক করে থানা পুলিশে খবর দেয়।   মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পাইকগাছায় ঘের মালিককে মারপিট ঘেরের বাসা আগুনে ভষ্মিভুত করার অভিযোগ

ছবি
 পাইকগাছা প্রতিনিধি ঃ- খুলনার পাইকগাছায় ঘের মালিককে মারপিট করে  চিংড়ী ঘেরের দুটি বাসা পুড়িয়ে ভষ্মিভুত করে দিয়েছে বলে থানায় এজাহার দাখিল হয়ে । এব্যাপারে ঘের মালিক শেখ আনারিল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নামে থানায় মামলা করেছেন।  উপজেলার সুরনাল ও নোয়ালতলা মৌজায় অবস্থিত ৭'শ বিঘা চিংড়ী ঘের অবস্থিত। যার মধ্যে স্থানী গফুর সরদার,কাদেররা চলতি বছর উক্ত ঘের দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যা নিয়ে চিংড়ী ঘের মালিক শেখ আনারুল ইসলাম ও স্থানীয় গফুর সরদারদের মধ্যে চলতি বছর বিরোধ  লেগে আছে। এমন কি ১৪৪ ধারাও তারা মানছেনা বলে অপর পাটনার নির্মল মজুমদার জানান।  শেখ আনারুল ইসলাম জানান, এ মৌজায় ৭'শ বিঘা চিংড়ী ঘের পার্টনারশীপ নিয়ে আমি ও নির্মল মজুমদার যৌথভাবে পরিচালনা করে আসছি। তারা ঘের দখল করতে না পেরে বুধবার সকালে আমাকে মারপিট করে ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে।ভেঙ্গে দিয়েছে ঘেরা বেড়া। বিষয় প্রতিপক্ষ গফুর সরদার বলেন,আমাদের জমিতে দীর্ঘ ৪ বছর ধরে ১২৫ বিঘা জমিতে গনঘের করিয়া আসিতেছি কিন্তু এ বছর  আনারুল  মাছ সহ গন ঘেরটি জোর পুর্বক দখল করে রাখছে যাহ উদ্ধারের  চেষ্টা করছি। আমাদের ফাঁসানোর জন্য নিজেদের বাসায় নিজে

পুলিশের কোনো সদস্য ক্রাইমের সাথে যুক্ত থাকলে তাকে বাহিনী থেকে বের করে দেয়া হবে : আইজিপি

ছবি
বার্তা বিভাগঃ- ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড.  বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেছেন,  মাননীয় প্রধানমন্ত্রীর 'রূপকল্প-২০৪১' বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশ পুলিশকেও উন্নত দেশের উপযোগী আধুনিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।  পুলিশের আধুনিকায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ইতোমধ্যে পুলিশে সর্বাধুনিক টেকটিক্যাল বেল্ট, বডি ওর্ণ ক্যামেরা ইত্যাদি যুক্ত হয়েছে। দেশ ও জনগণের কল্যাণে এবং জনগণকে উন্নত সেবা দেয়ার লক্ষ্যে আগামীতে পুলিশের আধুনিকায়নে যা যা করা প্রয়োজন তাই করা হবে।  আইজিপি আজ (২৩ মার্চ ২০২২) সকালে যশোর পুলিশ লাইন্সে খুলনা রেঞ্জের সকল পুলিশ ইউনিটের বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সের সাথে এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।  পুলিশের নিয়োগ পদ্ধতির সংস্কারের কথা উল্লেখ করে আইজিপি বলেন, দীর্ঘ ৪০ বছর পর পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে বিদ্যমান নিয়োগ বিধি সংস

মঠবাড়িয়ায় পল্লীবিদ্যুৎ লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি
মঠবাড়িয়া প্রতিনিধি ঃ- পিরোজপুর মঠবাড়িয়ায় আশিকুর রহমান (২১) নামে এক পল্লীবিদ্যুৎ লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের আরামবাগ মহল্লার একটি পাকা ভবনের ২য় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সাতক্ষীরা কলারোয়া থানায়। সে মঠবাড়িয়া পল্লীবিদ্যুৎ শাখায় লাইনম্যান হিসেবে কর্মরত ছিল। ঘটনাস্থলের পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম জানান, আশিকুর রহমান আরামবাগ এলাকার একটি ভাঙ্গা বাসার মেসে থাকতেন। বুধবার বিকালে মেসের অন্য সদস্যরা সিলিং ফ্যানের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় । মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে জেলা মর্গে পাঠানো হয়েছে। চিরকুটে আত্মহত্যার কারণ হিসেবে প্রেম সংক্রান্তের কথা উল্লেখ করেছেন।