পোস্টগুলি

ফেব্রুয়ারী ১০, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আশুলিয়ায় ১৪ বছর আগে বন্ধ হওয়া অনারওয়ের পোশাক শ্রমিকদের বকেয়া পাওনাদী পরিশোধের দাবীতে মানববন্ধন

ছবি
রবিউল ইসলাম -আশুলিয়া প্রতিনিধি- অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস ( প্রাঃ) লিঃ - এর১৪০০ শ্রমিক প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে বাধ্য  হবে বলে জানান মানববন্ধনে উপস্থিত নেতাকর্মী বৃন্দ।  এসময় তারা জানান প্রয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবে শ্রমিক সংগঠন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, ঢাকা  ই,পি,জেড এর অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস ( প্রাঃ) লিঃ- এর চাকুরী হারা ১৪০০ শ্রমিক। আজ ১০ ই ফেব্রুয়ারী, ২০২৩ ইং শুক্রবার, বিকাল ৫ টাই আশুলিয়া প্রেসক্লাব,বাইপাইল থেকে এ ঘোষণা দেওয়া হয়।  মানব বন্ধন বক্তব্য  তুলে ধরেনঃ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব,আমিরুল হক আমিন। উপস্থিত ছিলেনঃ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম সংহতি জানান শ্রমিকনেতা আল কামরান বিভিন্ন ফেডারেশন এর নেতৃবৃন্দ সহ  কারখানার শতাধিক শ্রমিক।  জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ই,পি,জেড ওয়ার্কার্স ফোরাম  যৌথভাবে অনারওয়ে পোশাক শ্রমিকদের নিয়ে যৌথ সম্মেলন করবে। ঢাকা ই,পি,জেড এর অনারওয়ে টেক্সটইল এন্ড এপ্যারেলস ( প্রাঃ) লিঃ। এটি হংকং মানিকানাধিন একটি গার্মেন্টস কা