পোস্টগুলি

অক্টোবর ৫, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আশুলিয়ায় ইয়ারপুর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মি সভা অনুষ্টিত

ছবি
মোঃ নাজমুল হক ইমু:-৪ ঠা নভেম্বর সন্ধ্যা ৭ টায় আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় তালতলা আওয়ামীলীগ নেতা লেহাজুদ্দিন লেহার বাড়ির উঠানে আসন্ন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠনের উদ্যোগে  এই কর্মি সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব সৈয়দ আহমেদ ভূঁইয়া(মাষ্টার), সভা পরিচালনা করেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের মেম্বার পদ প্রত্যাশী হাজী মোঃ শহিদুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন,আশুলিয়া থানা আওয়ামীলীগের আহাবায়ক কমিটির সদস্য শাহাবুদ্দিন মাদবর,আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জাহের আলী,সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মন্জু,ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান শাহেদ,ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোল্লা মোশারফ হোসেন মুসা, প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূঁইয়া বলেন,ইয়ারপুর ইউনিয়ন আওয়ামীলীগে যারা দুর্দিনে দুঃসময়ে দলের পাশে ছিলো তারাই যোগ্য পদ পাবে এবং আগামী ইউপি নির্বাচন দল যাকে দলিয় প্রতিক নৌকা মনোনয়ন দিবে তার হয়ে নৌকার বিজয় সু নিশ্চিত করতে কাজ

নকলায় দূর্গা পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্তসময় পাড় করছে প্রতিমা শিল্পীরা

ছবি
রেজাউল করিম রিপন নালিতাবাড়ী প্রতিনিধি অক্টোবর ৫- ২০২১ইং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা আগামী ১১ ই অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হবে। হিন্দু ধর্মাবলম্বীদের মা দূর্গার আগমন উপলক্ষে শেরপুরের নকলায় প্রায় সকল পূজা মন্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা। সময় যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই সনাতন ধর্মাবলম্বীদের মাঝে দেখা যাচ্ছে পূজার প্রস্তুতি। পূজাকে সামনে রেখে নকলার সকল পূজা মণ্ডপ গুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। খড়,বাশ,সুতলী ও মাটি দিয়ে প্রতীমা তৈরির কাজও একেবার শেষের দিকে। প্রতিমাগুলোর সৌন্দর্য্য বর্ধনের জন্য তৈরি করা হচ্ছে মাটির বাহারি নকশা যা একটু শুকালেই দেওয়া হবে রং তুলির আচর। সনাতন ধর্মাবলম্বীদের মতে,মা দূর্গা চলতি বছরের ১১ অক্টোবর ঘোটকে (ঘোড়ায়) চড়ে মহা ষষ্ঠীর দিনে পৃথিবীতে আসবেন, মহিশ অসুর কে বধ করার মাধ্যমে পৃথিবী থেকে সকল দুর্গতি নাশ করে ১৫ই অক্টোবর দশমির মহাপ্রলয়ের দিনে দোলায় চড়ে আবার স্বর্গে ফিরে যাবেন। উল্লেখ্য,আসন্ন দূর্গা পুজাকে ঘিরে নকলায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ। শেরপুর জেলার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদে

বিশ্ব বন্ধু জাতীর পিতা বঙ্গন্ধু শেখ মুজিব

ছবি
 নিজস্ব প্রতিবেদক,,, বিশ্ববন্ধু শেখ মুজিব             বিপ্লবী নাজমুজ সাকিব  বঙ্গবন্ধু হিসেবে হে মুজিব তোমায় আমরা জানি,  মানবতা দিয়ে জয় করেছ তুমি বিশ্ব-সম্মোহনী শক্তি।  তুমি ছিলে ন্যায়ের,ছিলে অসহায় মানবতার মুক্তির দিশারি,  কেবল একজন মানুষই তুমি, তুমি একাত্তরের পাখি। তুমি যত কামার-কুমোর,জেলে-তাঁতি আর কৃষকের মহান জনক, তাইতো পুরো বিশ্ব আজ তোমার চরণে বিলিয়েছে হাজারো পদক। তুমি ভূখাদের মুখে জুটিয়েছ এক মুঠো আহার, কেবল একটি ঈশারায় বিশ্বজুলুমকে ভেঙে করে দিয়েছ চূঁড়মার। অসহায় শীতার্ত মাকে পরণের চাঁদরে মোড়ানো স্মৃতি মোরা আজও ভুলিনি,  সত্যের পক্ষে চির-বজ্রকণ্ঠে গর্জে উঠেছিলে হে জগৎবন্ধু তুমিই।  তুমি বিশ্বরাজনীতির এক অবিসংবাদিত কিংবদন্তি,  তোমার সেই রক্তক্ষয়ী জ্বালাময়ী ভাষণে বাঙালি জাতি পেয়েছে যে চিরমুক্তি।  যখন আমার মায়ের ওপরে পড়েছিলো চিল-শকুনের বাহিনী,  ইজ্জত হারানো লাখো বোনের আর্তনাদে কেঁদেছিল এই মাতৃভূমি।  তখন অসহায়ের পাশে দাড়িয়েছিলে তুমি হে বঙ্গবন্ধু,  তাই তো বিশ্ব খেতাবে আজ তুমি হয়েছ বিশ্ববন্ধু।