পোস্টগুলি

ফেব্রুয়ারী ৬, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আশুলিয়ায় বিভিন্ন এলাকায় বেশি দামে গ্যাস বিক্রি করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -  আশুলিয়ায় নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশুলিয়ার বাইপাইল ও পল্লীবিদ্যুৎ এলাকায় মিজানুর রহমানের মালিকানাধীন নেসারিয়া কর্পোরেশনকে ১০ হাজার টাকা ও মিলন মিয়ার মালিকানাধীন আরেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, কিছু অসাধু চক্র নির্ধারিত মূল্যের বেশি দামে সিলিন্ডার বিক্রি করে আসছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। একটি চক্র বাজার অস্থিতিশীল করে মুনাফা অর্জনের চেষ্টা করছে। নিয়মিত এই অভিযান চালানো হবে। এছাড়া একই অভিযানে মেয়াদ ও বিএসটিআই এর সনদহীন গ্রামীণ ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরি নামে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

আশুলিয়ার গৌরীপুরে ডিবির অভিযানে ০৪ কেজি গাঁজাসহ এক মাদক সম্রাজ্ঞী আটক

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ -  আশুলিয়া থানার দক্ষিন গৌরিপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ ফেব্রুয়ারি ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,আশুলিয়া থানার দক্ষিন গৌরিপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী-কে করা হয়েছে। আটককৃত আসামি হলেন,১। মোসাঃ আসমা (৩৭), পিতা-মৃত শাহ আলম,স্বামী-লিটন, গ্রাম-কাঁচপুরের কুতুবপুর,সেনপাড়া,থানা-সোনারগাঁ ও,জেলা- নারায়নগঞ্জ।  ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল রোববার রাত্র ৮টা ২৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার দক্ষিন গৌরিপুর  এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে  মোসাঃ আসমা (৩৭),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকমের প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদক উদ্ধার