পোস্টগুলি

জানুয়ারী ২৭, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আশুলিয়ায় বিষাক্ত মদ সেবন করিয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে হত্যা চেষ্টা হাসপাতালে মৃত্যু-ভিকটিমের ব্যবসা দখলের চেষ্টা

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ - ঢাকার আশুলিয়ার জামগড়া উত্তর মীর বাড়ির বাসিন্দা মোঃ তাজিবুল মীর (৩০) কে ভাই বন্ধুরা মদ সেবন করিয়ে হত্যার চেষ্টা করে, তাকে অসুস্থ অবস্থায়  সাভার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, এরপর তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয় প্রায় ২১ দিন। এরপর ২৮ জানুয়ারি ২০২৩ইং তাজিবুল মীরকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। জানা গেছে, গত ৬ জানুয়ারি আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে সুমন মিয়ার ইন্টারনেট অফিসে তাজিবুল মীর ও সুমন মীরসহ ৬-৭ জন ভাই বন্ধু এক সাথে বিদেশি মদ সেবন করে, মদ সেবন করার পর থেকে তাজিবুল মীর অসুস্থ হয়ে পড়েন, এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়, এদিকে তাজিবুল মীরের অবস্থা অবনতি হলে এ ব্যাপারে তাজিবুল মীরের বাবা মোঃ ওয়াহিদুল মীর বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। এ ব্যাপারে ভিকটিম তাজিবুল মীরের বাবা ওয়াহিদুল মীর বলেন, আমার ছেলেকে যারা ষড়যন্ত্র করে মদ সেবন করিয়েছে, এই ঘটনার সাথে জড়িত সবার শাস্তি চাই। এখন আমার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী সবাইকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছি, দুইদিন আগে আমার ছেলের ইন্টারনেট লাইন কেটে দখলে নিয়

ডিবি পুলিশ পরিচয়ে আশুলিয়ায় প্রবাসীর মালামাল ছিনতাইয়ের ঘটনায় মামলা আটক দুই ছিনতাইকারী

ছবি
রাকিবুল ইসলাম সোহাগ- আশুলিয়ায় প্রবাসীর মালামাল সহ গাড়ী ছিনতাই, ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার; গাড়ী এবং মালামাল উদ্ধার    ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর মালামাল সহ রেন্ট-এ ’কার’ ব্যবসায়ীর গাড়ী ছিনতাই করা গাড়ী ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার সহ ছিনতাই যাওয়া গাড়ী ও মালামাল উদ্ধার করেছে পিবিআই, ঢাকা জেলা। গ্রেফতারকৃতরা হলেন-১) মোঃ সোহাগ (২৮), পিতাঃ ইসমাইল শেখ, সাং গর্জিনা, থানাঃ মোকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ ও ২) মোঃ শরিফুল ইসলাম (৩৭), পিতাঃ মোঃ সামছুল হক, মাতাঃ মোসাঃ ফুলমালা বেগম, সাং হাতকোড়া, থানাঃ ধামরাই, জেলাঃ ঢাকা। উক্ত আসামীদ্বয়কে সাভার মডেল থানার মামলা নং ৫৫, তারিখঃ ২০/১১/২০২১ খ্রিঃ, ধারাঃ ৩৯৪ পেনাল কোড এর অভিযুক্ত আসামী হিসেবে জেল হাজতে থাকাবস্থায় বিজ্ঞ আদালতে আবেদনের প্রেক্ষিতে ‘শোন আরেস্ট’ এর মাধ্যমে গ্রেফতার করা হয়।  টাঙ্গাইলে সখিপুরের রেন্ট-এ ’কার’ ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক (৩৫) এর ক্রয়কৃত একটি সিলভার রংয়ের প্রাইভেটকার নং-ঢাকা মেট্রো-গ-৪২-১৯৫৮, মূল্য অনুমান ১৬,০০,০০০/- টাকা রেন্ট এ-কারের মাধ্যমে ভাড়ায় চালায়। গত ২৪/১২/২০২১ খ্রিঃ তারিখে ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক তার এলাকার মোঃ শ