পোস্টগুলি

অক্টোবর ১১, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নীলফামারীতে যোগ্য ব্যক্তি নৌকার প্রার্থী না পাওয়ায় কৃষক লীগ সভাপতির মৃত্যু

ছবি
আবেদীন হক নীলফামারী জেলাপ্রতিনিধিঃ নীলফামারীর সদর উপজেলার ১৫ নং লক্ষীচাপ ইউনিয়নে আওয়ামী লীগের ত্যাগি নেতা কে দলীয় সমর্থন না দেওয়ায় এক সমর্থকের হৃদযন্ত্রের শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  জানা গেছে, ইউনিয়নের ত্যাগী আওয়ামী লীগ নেতা, দল থেকে সদ্য পদত্যাগকৃত সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শ্যাম চরণ রায় (বাবু) কে দলীয় ভাবে মনোনয়ন দেওয়ার কথা ছিলো। কিন্তু মনোনয়ন না দেওয়ায় সোমবার সকাল সাড়ে নয়টার দিকে একই এলাকার বেলতলি নামক বাজারে দলীয় আলাপচারিতায় এক পর্যায়ে উত্তোজিত হয়ে যান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি প্রমথ চন্দ্র রায়। এসময় তিনি শ্যাম চরণ কে মনোনয়ন না দেওয়ায় উপজেলা পর্যায়ের নেতাদের বিরদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করছিলেন।  এক পর্যায়ে প্রমথ চন্দ্র রায়ের হৃদযন্ত্রের শ্বাস বন্ধ হয়ে গেলে সেখানেই মৃত্যু ঘটে। তিনি দুবাছুড়ি  মালি পাড়া গ্রামের প্রয়াত বিষাদু চন্দ্র রায়ের পুত্র।  ঘটনার প্রত্যক্ষদর্শী মুদি ব্যবসায়ী বিনত কুমার রায় জানান, আজ সকালে প্রমথ চন্দ্র রায় ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ শতাধিক লোকজন আমার দোকানের সামনে ভীড় জমায়। এসময় নির্বাচনি বিভিন্ন

সৈয়দপুরে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ছবি
নীলফামারী প্রতিনিধিঃ সৈয়দপুরে একই পরিবারের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল  (১০ অক্টোবর) রবিবার উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বয়েতপাড়ায় এ দু:খজনক ঘটনা ঘটে।  পারিবারিক সূত্রে জানা যায়, ওই এলাকার বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল বাশারের প্রথম পূত্র আসাদুর রহমান হাবলু (৬৫) তিনি স্বাশকষ্ট জনিত কারনে শনিবার রংপুর মেডিক্যেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রবিবার ভোরে মৃত্যুবরণ করেন।  অপরদিকে একই পরিবারের মৃত জমির উদ্দিনের পূত্র বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মজিবর রহমান (৭০) সেও শ্বাসকষ্ট জনিত কারণে রংপুর মেডিক্যাল কলেজে গতকাল রবিবার সকাল ৬ টায় মৃত্যু বরণ করেন। সেই সাথে ওই পরিবারের রুহুল আমিনের ১৭ দিনের শিশু সন্তান একই দিনে ওই মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। তাঁদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। মৃত্যু ব্যাক্তিদের গতকাল  বাদ যোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।