পোস্টগুলি

ডিসেম্বর ৩০, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গাছাতে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

ছবি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর গাছা থানার বড়বাড়ী এলাকায় বৃস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে আটকে থাকা যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় ধারালো অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. নাজমুল হোসেন (৩০), মো. ওমর ফারুক (২৬), মো. রনি (২১) ও মো. ইসমাইল হোসেন (৩০)। পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ী শাহী জামে মসজিদের সামনে সংঘবদ্ধ হয়ে একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ অবস্থান নিয়ে যানজটে আটকে থাকা যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেফতার  করা হয়। এসময় তাদের দেহতল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ১টি এসএস পাইপ, ১টি কেচি, ১টি চাপাতি, ১টি হাতুড়ি, ১টি হেক্সো বেøড, ২টি দেশীয় লাঠি ও ১টি প্লাস উদ্ধার করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চায়না রাকিব ও মিন্টু নামে ২ ডাকাত পালিয়ে যায়। তাদের বিরোদ্ধে গাছা থানায় মামলা হয়েছে। গতকাল দুপুরে  এ বিষয়ে গাছা থানার ওসি মোঃ ইব্রাহিম হোসেন সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

ধামরাইয়ের চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার আসামি কে আটক করেছে র‍্যাব-৪

ছবি
  রাকিবুল ইসলাম সোহাগ -ঢাকা জেলার ধামরাইয়ের চাঞ্চল্যকর ও ক্লুলেস মাকসুদা হত্যা মামলার প্রধান আসামী আব্দুল হক ইব্রাহীম শেখ (৫০)'কে গ্রেফতার করেছে র‌্যাব।  আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মৃত মাকসুদা বিবি এবং তার বর্তমান স্বামী পান্নু দুজনই ইট ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করতো। গ্রেফতারকৃত আসামী আব্দুল হক ইব্রাহীম শেখ (৫০) এর সাথে ২০০৮ সালে ভিকটিম মৃত মাকসুদা বিবি (৩৬) এর বিবাহ হয় এবং বৈবাহিক জীবনে তাদের একটি ছেলে সন্তানও রয়েছে। কিন্তু পারিবারিক কলহের জেরে ২০১৭ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং ভিকটিম মৃত মাকসুদা বিবি তার ছেলেকে নিয়ে আসামী ইব্রাহীম শেখের পরিবার ছেড়ে চলে আসে এবং পরবর্তীতে জনৈক পান্নু মিয়াকে বিয়ে করে নতুন জীবন-যাপন শুরু করে। যেহেতু পূর্বের স্বামী ধৃত আসামী ইব্রাহীম এর সন্তান ভিকটিম মৃত মাকসুদা বিবির কাছে থাকে সেই সুবাধে আসামী ইব্রাহীমের সাথে ভিকটিম মৃত মাকসুদার প্রায়শই যোগাযোগ হতো এবং তাঁরা মাঝে-মধ্যে দেখা করতো।  গত ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে আসামী আব্দুল হক ইব্রাহীম শেখ (৫০) তাঁর পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাতে ভিকটিম মৃত মাকসুদা বিবির সাথে দেখা করার জন

ইয়ারপুর ইউপি উপ-নির্বাচনে বিজয়ী শ্রমিক জনতার প্রার্থী সুমন আহমেদ ভূইঁয়া

ছবি
মো.মাইনুল ইসলামঃসাভার উপজেলার আশুলিয়র ৪ নং  ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ৪২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) মার্কা শামীম আহম্মেদ সুমন  ভূইয়া ২৯৮৯ ভোট বেশী পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী শামীম আহম্মেদ সুমন ভূইয়া পেয়েছেন ১১,৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের প্রার্থী  মোশারফ হোসেন মুসা পেয়েছেন ৮৫৬০ ভোট। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই  ২৯  ডিসেম্বর  ২০২২ইং রোজ  বৃহস্পতিবার দিনব্যাপী সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।  একটানা সকাল  ৮  টা থেকে শুরু হয়ে সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট প্রদান করেন ভোটাররা। তবে সকালে প্রচন্ড শীত থাকায় এবং স্থানীয় কারখানাগুলোতে ছুটি না দেয়ায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ- নির্বাচনে সরজমিনে , জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, গোরাট, ইয়ারপুর ও তৈয়বপুর এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিলো। বেলা বাড়ার সাথে সাথে বেশকিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এর মধ্যে গোরাট এলাকার