ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ
খুলনা ব্যুরো, ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নিবার্চিত হয়েছেন গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয় আয়োজিত গত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে ঢাকা রেঞ্জের ১৩টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন তিনি।
সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এসএম শফিউল্লাহ্'কে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করেন।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. মাহবুবুর রহমানসহ পিপিএম (বার)
ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরির মধ্যে গাজীপুর জেলা ৪টি ক্যাটাগরিতে প্রথম হয়ে শ্রেষ্ঠ হন। তিনি এর অাগে খুলনার এসপি হিসেবে কর্মরত ছিলেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন