ডোমারে গলায় ফাস দিয়ে এক যুবকের মৃত্যু


আবেদীন হক,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শান্ত রায় (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার (১৮অক্টোবর) সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাট এলাকার নিজ বাড়ীর সোয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। শান্ত ওই এলাকার রাম চন্দ্র রায়ের ছেলে ও নীলফামারী সরকারী কলেজের বিএসএস দ্বিতীয় বষ্রের ছাত্র। শান্ত রায়ের বাবা রাম চন্দ্র রায় বলেন, রবিবার শান্ত আমার কাছে এক হাজার টাকা চায়। তাকে সেই টাকা দিতে না পারায়, শান্ত রেগে ছিল। রবিবার রাতের খাবার শেষে বড় ছেলে শান্ত ও ছোট ছেলেসহ আমি এক ঘরে ঘুমাই। ভোরে ঘুম থেকে উঠে আমি দোকানে আসি। আর ছোট ছেলে প্রাইভেট পড়তে যায়। শান্ত ঘুমিয়ে ছিলো। সকাল সাতটার দিকে শান্তের মা দেখে ঘরের সড়ের (আরা) সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে শান্ত। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ন্দ্রত এসে তাকে নিচে নামায়। ততক্ষনে শান্তর মৃত্যু হয়েছে। এরপর পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশুলিয়া থানা ছাত্রলীগ

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24