কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০


নিজস্ব প্রতিনিধি - ঢাকা-ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে পুলিশ অফিসারের পরিচয় প্রদান করে প্রতারণাকালে ০১ ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে র‌্যাব ১০।

র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩১ মে ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ভাওয়ারভিটি এলাকায় একটি অভিযান পরিচালনা করে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতারণাকারী চক্রের ০১ ভুয়া পুলিশকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ লিটন খাঁন (৩০) বলে জানা যায়। এসময় তার নিকট হতে ০২ টি ভূয়া পুলিশ আইডি কার্ড, ০২ টি ল্যাপটপ,  ০১ টি সিডি ড্রাইভ, ০৩ টি হার্ডড্রিক্স, ০২ টি ভূয়া এনআইডি কার্ড, ০২ টি পেনড্রাইভ, ০৩ টি মডেম, ০৩ টি মোবাইল ও  নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে অবস্থান করে এবং পুলিশের এএসপি এর পরিচয় প্রদান করে জনসাধারনের মূল্যবান জিনিসপত্র প্রতারণার মাধ্যমে আতœসাৎ করে আসছিল বলে জানা যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

নীলফামারীতে ট্রেনে কেটে ৪ মৃত্যু: দুজনকে চাকরির আশ্বাস মন্ত্রীর।দেশের বার্তা 24

৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24