৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আইবিসি যুব কমিটি।desher bartha 24



মোঃ সোহাগ(স্মৃতিসৌধ থেকে) মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আইবিসির যুব কমিটির নেতৃবৃন্দ।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে নেতৃবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করেন। 


এসময় উপস্থিত ছিলেন, আইবিসির সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি বাবুল আক্তার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজু,আইবিসির যুব কমিটির সভাপতি রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক তমিজা সুলতানা,সহসভাপতি শারমিন আক্তার কারিমা,সহ যুব কমিটির অন্যানো নেতৃবৃন্দ।। 


যুব কমিটির সভাপতি রাসেল আহমেদ বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য আইবিসির ৮ দফা কাযর্কর করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।


 সাধারণ সম্পাদক তমিজা সুলতানা বলেন, মহান বিজয় দিবসের ৫০ বছর হলো। আজ যার সুবর্ণজয়ন্তী আমরা পালন করছি। বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষক শ্রমিক মেহনতী মানুষের অধিকার আদায়ের জন্য সব সময় তিনি কাজ করে গিয়েছেন। বর্তমানে বাংলাদেশের উন্নয়ন বিশ্বের দরবারে মাথা উঁচু করে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হতে যাচ্ছে, কিন্তু বিজয়ের ৫০ বছরে দেশ ডিজিটাল হলেও শ্রমিকদের জীবন মানে কোন পরিবর্তন হয়নি। একই দেশে দুই রকমের শ্রম আইন ব্যবহৃত হচ্ছে।


এসময় যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সোহাগ বলেন, সরকারের কাছে দাবি জানাচ্ছি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তৈরি করতে হলে শ্রমিকদের জীবনমান উন্নয়ন করতে হবে। বাঁচার মতো মজুরি দিতে হবে। শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আশুলিয়ার চেতনা মাল্টিপারপাসের ১০ ভয়ংকর প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৪

কক্সবাজারের ঝিলংজা থেকে দশহাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব-১৫

কেরানীগঞ্জ থেকে পুলিশের এএসপি পরিচয়দানকারি প্রতারককে আটক করেছে র‍্যাব-১০